সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলামের মাতা সামছুন নাহার (৮৪) আর নেই। তিনি সোমবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে দ্রুত মরহুমের বাড়িতে ছুটে যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
বাদ যোহর মরহুমের নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সদর আ‘লীগের সহ-সভাপতি সরদার নজরুলের মায়ের মৃত্যু
পূর্ববর্তী পোস্ট