কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় ইউনুছ নামে এক মাছের খাদ্য বিক্রেতা বাকিতে খাদ্য বিক্রয় করে বিপাকে পড়েছেন । এ ঘটনায় শনিবার সকালে উপজেলার বড়ালী গ্রামের আ: রাজ্জাকের ছেলে কলারোয়া উপজেলার প্রতারক হিসাবে পরিচিত জাকির হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পৌর সদরের সমতা এন্টারপ্রাইজ এর পার্টনার গদখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ওই মাছ ব্যবসায়ী ইউনুছ আলীর দোকান থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকার মাছের খাদ্য বাকিতে ক্রয় করে প্রতারক জাকির হোসেন। সম্প্রতি তার টাকা পরিশোধের কথা থাকলেও টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহনা ও হয়রানী করে আসছে। এসমন কি ওই টাকা চাইলে সে অপরাধমুলক ভয়ভীতি ও খুন করার হুমকি ও প্রদান করে যাহা অডিও রেকর্ড রহিয়াছে । গত ২২এপ্রিল সকাল ১১টার দিকে জাকির হোসেন আমাকে তার দোকানের সামনে টাকা পরিশোধ করবে বলে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যান। আমি সরল বিশ^াসে তার দোকানের সামনে গেলে সে কোন কারণ ছাড়াই আমার উপর চড়াও হয়। এসময় খাদ্য ব্যবসায়ী ইউনুস আলী বলে জাকির ভাই আপনি এরকম করছেন কেন। সে কোন উত্তর না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয় খারাপ আচারণ করে। এমনকি উক্ত টাকার কথা সে অস্বীকার করে। শুধু তাই নয় কখনও টাকা দাবী করিলে মিথ্যা মামলায় জড়িয়ে জেলের ঘানি টানাবে বলে হুমকি প্রদর্শন করে। এসকল ঘটনা উল্লেখ্য করে ওই খাদ্য ব্যবসায়ী তার টাকা উদ্ধারের জন্য শনিবার সকালে কলারোয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে পৌর সদরের সমতা এন্টারপ্রাইজের পার্টনার ইউনুছ আলী বলেন-তার দোকানের টাকা দিবেনা বলে নাটক সাজিয়ে মিথ্যা ও বানোয়ার্ট তথ্য উপস্থাপন করে উল্টো তাদের হয়রানী করার জন্য ওই সূদে ব্যবসায়ী জাকির হোসেন কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। মাছের খাদ্য ব্যবসায়ী ইউনুছ আলী এঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন। এই বিষয়ে জাকির হোসেনের মুঠো ফোনে জানতে চাইলে পরে কথা হবে বলে ফোন কেটে দেয়। তবে ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান যে কলারোয়া উপজেলার এক যুবলীগ নেতা ইন্ধনে এই কাজ করছে ।
কলারোয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে বিপাকে ব্যবসায়ী
পূর্ববর্তী পোস্ট