শ্যামনগর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামীলীগনেতা ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের অস্ত্রধারী ক্যাডাররা। ঘটনাটি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী পল্লীর পূর্ব গোবিন্দপুর গ্রামে গত বৃহস্পতিবার ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং ০২।
মামলার এজাহার সুত্রে জানা যায়, একই গ্রামের আবুল কাসেম গাজীর ছেলে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ভুক্তোভোগী আবু সাঈদ গাজী ঘটনার দিন দুপুরে তার বসত বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ করছিল।
এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা মাফিক একই গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে নুরুল হক বাচ্চু, মৃত শামসুর গাজীর ছেলে সাইফুল ইসলাম, মৃত আরশাদ মোড়লের ছেলে রেজাউল মোড়ল, রেজাউল মোড়লের ছেলে জাহিদ মোড়ল, আব্দুল খালেক গাজীর ছেলে আরাফাত, কাশিমাড়ী গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে মোজাফফর সরদার ও রফিকুল সরদার, পূর্ব গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আব্দুল করিম, মৃত বেলায়েত মোল্যার ছেলে মিন্টু মোল্যা, মৃত আব্দুল মাজিদ গাজীর ছেলে আল আমিন, জিয়াদ আলী গাজীর ছেলে আবু সাঈদ, তছির গাজী ছেলে নজরুল ইসলাম ও লুৎফর রহমান, মৃত এফাজ তরফদারের ছেলে আছেরউদ্দীন তরফদার ও মৃত বেলায়েত মোল্যার ছেলে মজিবার মোল্যা সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডারেরা যোগসাজশে ভুক্তোভোগী আবু সাঈদ গাজীর বসত বাড়ীতে অনধিকারভাবে প্রবেশ করে প্রাচীর নির্মাণ কাজে বাধা প্রদান করে। এমতাবস্থায় ভুক্তোভোগী আবু সাঈদ গাজী তাদের বাধা না মানলে ১ নং আসামীর নির্দেশে অপরাপর সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারাল দা, লোহার রড, জিআই পাইপ সহ অন্যান্য অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তোভোগী সহ তার পরিবারের সদস্যদের উপর পূর্ব পরিকল্পনা মাফিক হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এতে আসামীদের ধারাল অস্ত্রের আঘাতে ভুক্তোভোগী আবু সাঈদ গাজী, তার স্ত্রী আছিয়া খাতুন, বড় ছেলে সোহাগ হোসেন, মেজ ছেলে সবুজ হোসেন সহ ৫ জন রক্তাক্ত জখম হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসময় আসামীরা ভুক্তোভোগীর বসতবাড়ীতে লুটপাট চালিয়ে নগদ ৫লক্ষ টাকা সহ প্রায় সাত লক্ষাধিক টাকার জিনিস পত্র লুটকরে নিয়ে যায়। এবিষয়ে আবু সাঈদ গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় ২জুলাই ০২ নং মামলা করেছে।