নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা’র শ্যামনগরে দুই কথিত সাংবাদিক এর নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৪। তাং- ১১.০৮.২০২১।
মামলার বাদী শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ উদ্দীন গাজীর ছেলে আলহাজ্ব মোঃ আরাব আলী। তিনি ঈশ^রীপুরের বংশীপুরে মেসার্স আশা পেট্রোল পাম্পের স্বত্ত্বাধিকারী।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মোঃ নুর ইসলাম ছেলে মোঃ জিল্লুর রহমান(৩২) মোঃ ইব্রাহিম হোসেনেরর ছেলে মোঃ সোহাগ (২৬) নামে দুই কথিত সাংবাদিক ঈশ্বরীপুর ইউনিয়নে বংশীপুর মেসার্স আশা পেট্রোল পাম্পের অফিসে যান।
সে সময় মামলার বাদী সহ ম্যানেজার পঙ্কজ কুমার সরকার দিনের হিসাব করছিলেন। এসময় আসামীদ্বয় বাদীর অফিসের গ্রীলের বাহিরে এসে বলে আমরা সংবাদিক এখানে ব্যাবসা করতে হলো আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীখার কারায়,আসামীদ্বয় অশ্লীল ভাষায় গালি ও হুমকি দেয় এবং ম্যানেজার ও কর্মচারীকে খুন জখম করবে বলে ভয়-ভীতি হুমকি প্রদান করে।
এঘটনায় ভুক্তভোগী আরাব আলী বাদী হয়ে কথিত ওই দুই সাংবাদিক মোঃ জিল্লুর রহমান(৩২) সোহাগ (২৬) এর বিরুদ্ধে মামলা করেন।