দেবহাটা ব্যুরো : দেবহাটায় “বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র” প্রদর্শন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনের গৃহীত কর্মসূচির অংশ উক্ত প্রমান প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি, পানি পরীক্ষা ও মৎস্য চাষিদের নিবিড় মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হয়।
এসময় চাষিদের ঘেরের মাটির পিএইচ, পানির ডিওপি এইচ, অ্যামোনিয়া, হার্ডনেস, লবনাক্তোতা ও তাপমাত্রা নির্নয় করে তার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।