আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম সরকারি কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, শেখ জাকির হোসেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন প্রমুখ। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় কারও আইডি কার্ডের জন্ম তারিখের কমবেশি থাকলে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং টিকা কার্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সত্যায়িত করতে হবে।