নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ার আটুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আরিফ নামের এক যুবককে মিথ্যা ধর্ষন মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় কলারোয়া উপজেলার আটুলিয়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, আওয়ামীলীগ নেতা শামছুর রহমান।
মানববন্ধনে অংশ নিয়ে মামলার বাদীর শ্বশুর ইসমাইল হোসেন বলেন, মামলা বাদীর পারভীনা খাতুন আমার বড় পুত্রবধু। আমার বড় পুত্রের কন্যা তাছলিমা খাতুন আরিফের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে।আমিসহ গ্রামবাসী আরিফের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তি চাই। সাথে সাথে মিথ্যা মামলা করায় আমার পুতœী তাছলিমা এবং তার মায়ের শা¯িÍর দাবি জানাচ্ছি।
গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কুলছুম, সাহিদা খাতুন, ফাতেমা খাতুন, পারভিনা আক্তার, সাবেক মেম্বর নেহাল উদ্দীন, শিÿক আ: মুজিদ, উক্ত মামলায় কারাগারে থাকা আরিফের স্ত্রী শারমিন আক্তার, বোন পারুল, পিতা একরাম আলী।
বক্তারা বলেন, আরিফ অত্র এলাকায় একজন ন¤্র ভদ্র যুবক হিসেবে পরিচিত। মামলার বাদীর কন্যা তাছলিমার সম্পর্কে চাচা হয় আরিফ। তাছলিমাদের বসবাসের কোন জায়গা না থাকায় আরিফের পিতার দেওয়া জমিতে তারা বসবাস করে। ওই জমি নিয়ে বিরোধের কারনেই আরিফের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ে করে। এছাড়াও মানববন্ধনে ভুক্তভোগী আরিফের স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে নি:শর্ত মুক্তির চান।
কলারোয়ায় মিথ্যা ধর্ষন মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট