২৮ ফেব্রæয়ারী শুক্রবার বিকাল ৩টায় পুরাতন সাতক্ষীরা মেলোডী শিল্পী গোষ্ঠীর সম্মেলন কক্ষে মেলোডী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বাস্তবায়নে স্মৃতি চারন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ উদ্দীন মাসউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বেতার ও টিভি নাট্যকর আব্দুল ওহাব আজাদ, সাহিত্যিক মনিরুজ্জামান মুন্না, ব্যবসায়ী অতুল কুমার ঘোষ, কৃষিবিদ বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি মো: জিয়াউল হক, সহ-সভাপতি অতুজিৎ মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, শিল্পী নূরুল হুদা, আসিফুল আলম, ছন্দা মন্ডল, আয়শা আক্তার, খুকু মনি, মিন্টু, ডেইজি সরদার, নির্বাহী পরিচালক শামসুজ্জোহা এবং মেলোডী শিল্পী গোষ্ঠীর শিল্পী জি এম জাহিদ হাসান, শিল্পী টিপু সুলতান, হযরত আলী প্রমুখ।
বক্তারা চলচিত্র নাট্য, যাত্রা অভিনেতা ও চারুশিল্পী নজরুল ইসলাম ভাস্কর ও বিশিষ্ট কবি ও কৃষিবিদ আ: সোবহানের স্মরনে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। উল্লেখ্য কিছুদিন পূর্বে লাখ টাকার পালঙ্গ নির্মাতা নজরুল ইসলাম ভাস্কর ও কবি আ: সোবহান ইন্তেকাল করেছেন। তাদের রুহের এবং জুলাই বিপ্লবে সকল শহীদদের মাগফিরাত কামনা করেন অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম। প্রেস বিজ্ঞপ্তি