নিজস্ব প্রতিনিধি :বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে
রবিবার(১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র মার্কা ধানের শীষ। তারেক রহমানের মার্কা ধানের শীষ। আগামী নির্বাচনে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী,যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ।