আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দু’জনকে জেল ও জরিমানা এবং ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্ধ করা হয়েছে।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন, এসআই জেসমিন আরা এর নেতৃত্বে সোমবার (১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজী (৪০) এর চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে তাকে তিন মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। বড়দল খ্রিস্টান পাড়ার মৃত লালু দাসের মেয়ে কাকলি ঢালির বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে বিশিষ্ট মাদক ব্যবসায়ী মহাব্বত ঢালীকে ৪১ পিস ইয়াবা সহ, মৃত রাজ্জাক সরদারের ছেলে মিন্টু সরদারকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও ফজলু গাজীর ছেলে রবিউল ইসলাম গাজীকে ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়।
এরিপোর্ট লেখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেসমিন আরা জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।