নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের (শিক্ষাবর্ষ-২০১৩-১৪) সম্প্রতি প্রকাশিত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র অমিত হোসেন, অনিক কুমার, ¯েœহা খাতুন, ফাহাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, ৪র্থ বর্ষের ফরম ফিলাপের পর শিক্ষাথীদের পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না। একই সাথে চলতি মাসের ২০ তারিখে ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হবে, অপরদিকে, চলতি মাসের ২২ তারিখে তৃতীয় বর্ষের মানউন্নয়ন পরীক্ষাও অনুষ্টিত হবে। এমতাবস্থায় ৪র্থ বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তনের জোর দাবি জানান শিক্ষার্থীরা।
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট