নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজরিহা হোসাইনের উপর আক্রমণ করার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার সরসকাটি বাজারে ডিসিআর ভুক্ত জমিতে নির্মিত দোকানঘরের তালাভাঙ্গা কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে পুলিশে উপর এ আক্রমণের ঘটনা ঘটে। গ্রেপ্তার জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল ইসলাম (৪০) ক্ষেত্রপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ও রেজাউলের পুত্র মেহেদি হাসান (২০)।
এঘটনায় আহত এসআই মাজরিহা বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-৫১, তাং-২৯/৫/১৮ইং) দায়ের করেছেন।
আহত পুলিশ কর্মকর্তা মাজরিহা জানান- ‘সরসকাটি বাজারে ডিসিআরভূক্ত জমিতে নির্মানকৃত একটি দোকানঘর নিয়ে ক্ষেত্রপাড়া গ্রামের রামকৃষ্ণ সাহা ও ইউপি সদস্য রেজাউল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে রেজাউল ও তার পুত্র মেহেদি ওই দোকান জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে তালা ভাঙতে গেলে রামকৃষ্ণের ভাই প্রদীপ সাহা বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি আমি উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সৃষ্ট উত্তেজনা থামাতে গেলে রেজাউল ও তার পুত্র আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে সরকারি দায়িত্ব বাধা প্রদান করে তাদের কাছে থাকা হাতুড়ি দিয়ে আমার উপর আক্রমন করে। এতে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি আঘাতপ্রাপ্ত হয়। পরে সঙ্গীয় পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে রেজাউল ও তার পুত্র মেহেদিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করি। সেসময় তাদের নিকট থেকে ২টি লোহার হাতুড়ি ও ১টি লোহার ছেনি জব্দ করা হয়।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান- ‘এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।’
কলারোয়ায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট