নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলা ন্যাশনাল সার্ভিস এর সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব অরুন কুমার মন্ডল।
বুধবার (৩০মে) দুপুরে তিনি কয়েকটি প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন। সেসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী প্রমুখ।
এর আগে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণক্লাস সংক্রান্ত নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন বিষয়ে তদন্ত করেন তিনি।
ইউএনও’র অফিসরুমে তদন্তকাজ পরিচালনাকালে উপসচিব অরুন মন্ডল কথা বলেন সাংবাদিক, প্রশিক্ষণার্থী, ইউএনও ও যুব উন্নয়ন অফিসারের সাথে। এসময় তদন্তের স্বপক্ষে তাঁর কাছে বিভিন্ন লিখিত তথ্যপ্রমান হস্তান্তর করেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার।
তদন্তকাজ পরিচালনার সময় উপস্থিত ছিলেন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী, নির্বাচন অফিসার মাসুদুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সুজাউল হক, সাংবাদিক রুহুল আমীন, ফারুক হোসেন রাজ প্রমুখ।
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম পরিদর্শন ও তদন্তে উপসচিব
পূর্ববর্তী পোস্ট