ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি আটক হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, ১৭ বিজিবি বসন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে দমদম এলাকায় কাঁকশিয়ালী নদী এবং সীমান্ত নদী কালিন্দী ও ইছামতির মোহনায় চোরকারবারীদের দেখে চ্যালেঞ্জ করেন। এসময় নদী পার করে অভিনব কায়দায় পলিথিনে মুড়িয়ে বিপুল পরিমাণ পাতার বিড়ি টিউবে ভাসিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিল তারা। বিজিবি সদস্যদের উপস্থিত বুঝতে পেরে চোরকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১৮ হাজার ৪০০ প্যাকেট ভারভীয় পাতার বিড়ি আটক করা হয়ে। আটককৃত বিড়ি বসন্তপুর কাস্টমসে জমা দেয়ার হয়েছে যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬০ হাজার ৮০ টাকা বলে জানা গেছে।
কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় পাতার বিড়ি আটক
পূর্ববর্তী পোস্ট