দেশের খবর: ছাত্র আন্দোলনের ষষ্ঠ দিনে রাজধানীর উত্তরায় বিচ্ছিন্নভাবে ছাত্ররা ব্যারিকেড দেয়ার চেষ্টা করলেও তাদের সংখ্যা কম থাকায় রোড ব্লক করে তারা দাঁড়াতে পারেনি। তবে ছাত্রছাত্রীদের মায়েরা ঢাকা-ময়মনসিংহ রোডে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। এ সময় বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করে তারা।
শুক্রবার নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিয়ে জসিমউদ্দিন রোড বিমানবন্দরসংলগ্ন মেইন রোড হাউস বিল্ডিংসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মানববন্ধন করেন মায়েরা। খণ্ড খণ্ডভাবে মানববন্ধন করলেও পুলিশি বাধায় বেশি সময় তারা অবস্থান নিতে পারেননি।
জসিম উদ্দিন মোড়ে অবস্থান নেয়া এক মা জানান, আমরা সন্তানদের রোডে ছেড়ে শান্তিতে ঘুমাতে পারি না। সন্তানের ভবিষ্যতের জন্য আমরাও রাস্তায় নেমে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দাবি নিয়ে আসিনি। নিরাপদ সড়কের দাবিতে এসেছি।
অপর এক মা জানান, চালকের খামখেয়ালিপনায় আমার সন্তান জীবন দেবে আর আমরা কি করে চুপ করে থাকব। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর হলে তবেই আমরা সন্তানদের নিয়ে ঘরে ফিরে যাব।
আন্দোলনের ষষ্ঠ দিনে মায়েদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট