খেলার খবর: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এর আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হয়ে আসলো নাজমুল হোসেন শান্ত’র চোট। এশিয়া কাপ শুরুর ৯ দিন আগে বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা শান্ত।
বুধবার বিকেলে মিরপুরে ফিল্ডিং করার সময় তর্জনিতে চোট পান এ বাঁহাতি ব্যাটসম্যান।
পর্যবেক্ষণের পর বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ফ্র্যাকচার না হলেও তর্জনীর লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে স্ক্যানের প্রয়োজন নেই। এখন ওষুধ চলবে। ৪৮ ঘণ্টা পর খেলার ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এদিকে আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলবেন সাকিব আল হাসান। আগামী কাল বৃহস্পতিবার শেষ হবে মিরপুরে বাংলাদেশ দলের প্রস্তুতি। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত যাত্রা করবে মাশরাফির দল।