খেলার খবর: ইউভেন্তুসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। টুর্নামেন্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখলেন লাল কার্ড। অবশ্য প্রায় এক ঘণ্টা এক জন কম নিয়ে খেলেও ভালেন্সিয়াকে হারিয়ে দিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউভেন্তুস। দুই অর্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ।
এই গ্রুপের অন্য ম্যাচে পল পগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম ভালো সুযোগ পায় ইউভেন্তুস। ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে ঠিক মতো শট নিতে পারেননি রোনালদো। গোল মুখে বল পেয়ে যান মারিও মানজুকিচ। খুব কাছে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড।
সপ্তম মিনিটে সামি খেদিরার অবিশ্বাস্য মিসে আবার হতাশ হতে হয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ফেদেরিকোর কাছ থেকে গোল মুখে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান জার্মান মিডফিল্ডার।
২১তম মিনিটে দুবার দলকে বাঁচান ভালেন্সিয়ার ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। খুব কাছ থেকে ফেদেরিকোর শট ফেরানোর পর ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ব্লেইস মাতুইদির চেষ্টা।
জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনালদো। ৩১তম মিনিটে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তারকা রোয়ার্ড।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ১৫৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।
ম্যাচের এই বাঁক বদল কাজে লাগাতে পারেনি ভালেন্সিয়া। অবশ্য ১০ জনের দলে পরিণত হওয়া ইউভেন্তুসকে চেপে ধরেছিল তারা। ৩৭তম মিনিটে মিচি বাতশুয়াইয়ের শট ফিরিয়ে অতিথিদের ত্রাতা গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
৪৩তম মিনিটে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন জোয়াও কানসেলো। একটি ক্রসে ঠিক মতো শট নিতে পারেননি তিনি। তবে বল নিজের নিয়ন্ত্রণেই থাকায় আবার শট নেওয়ার সুযোগ পান তিনি। এবার গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল ফিরে মাঠে।
বিপদমুক্ত করার চেষ্টায় ডি-বক্সে কানসেলোকে ফাউল করে বসেন দানিয়েল পারেয়ো। সফল স্পট কিকে ৪৫তম মিনিটে দলকে এগিয়ে নেন পিয়ানিচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন পিয়ানিচ। তার কর্নারের সময় ডি-বক্সে লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করেন মুরিয়ো। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে আবার নেতোকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন পিয়ানিচ।
আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে প্রবল চাপে রাখে ইউভেন্তুসকে; কিন্তু জালের দেখা পায়নি।
যোগ করা সময়ে একটি ক্রস বিপদমুক্ত করার চেষ্টায় লাফিয়ে হেড করার সময় গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ভালেন্সিয়া অধিনায়ক। পারেয়োর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভয়চেখ।ইয়াং বয়েজের মাঠে ৩৫তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন পল পগবা। ৪৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।
৬৬তম মিনিটে জালের দেখা পান অঁতনি মার্সিয়াল। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করল জোসে মরিনিয়োর শিষ্যরা।
টুর্নামেন্টে শুভ সূচনা করেছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে ইতালির দল রোমাকে।
‘জি’ গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের ভিক্তোরিয়া প্লজেনের মাঠে ২-২ গোলে ড্র করেছে রাশিয়ার সিএসকেএ মস্কো।
শুভ সূচনা করেছে টুর্নামেন্টের অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখও। পর্তুগালের ক্লাব বেনফিকাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডাচ ক্লাব আয়াক্স ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের এইকে অ্যাথেন্সকে।
‘এফ’ গ্রুপে ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফ্রান্সের অলিম্পিক লিওঁ। গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের মাঠে ২-২ গোলে ড্র করেছে জার্মানির হফেনহাইম।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউভেন্তুস। দুই অর্ধে পেনাল্টি থেকে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ।
এই গ্রুপের অন্য ম্যাচে ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষর মাঠে বুধবার রাতে প্রথম ভালো সুযোগ পায় ইউভেন্তুস। ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসে ঠিক মতো শট নিতে পারেননি রোনালদো। গোল মুখে বল পেয়ে যান মারিও মানজুকিচ। খুব কাছে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড।
সপ্তম মিনিটে সামি খেদিরার অবিশ্বাস্য মিসে আবার হতাশ হতে হয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ফেদেরিকোর কাছ থেকে গোল মুখে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান জার্মান মিডফিল্ডার।
২১তম মিনিটে দুবার দলকে বাঁচান ভালেন্সিয়ার ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। খুব কাছ থেকে ফেদেরিকোর শট ফেরানোর পর ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ব্লেইস মাতুইদির চেষ্টা।
জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন রোনালদো। ৩১তম মিনিটে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তারকা ফরোয়ার্ড। ম্যাচের এই বাঁক বদল কাজে লাগাতে পারেনি ভালেন্সিয়া।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ১৫৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন রোনালদো। ১০ জনের দলে পরিণত হওয়া ইউভেন্তুসকে চেপে ধরে ভালেন্সিয়া। ৩৭তম মিনিটে মিচি বাতশুয়াইয়ের শট ফিরিয়ে অতিথিদের ত্রাতা গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
৪৩তম মিনিটে দলকে প্রায় এগিয়েই নিচ্ছিলেন জোয়াও কানসেলো। একটি ক্রসে ঠিক মতো শট নিতে পারেননি তিনি। তবে বল নিজের নিয়ন্ত্রণেই থাকায় আবার শট নেওয়ার সুযোগ পান তিনি। এবার গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল ফিরে মাঠে।
বিপদমুক্ত করার চেষ্টায় ডি বক্সে কানসেলোকে ফাউল করে বসেন দানিয়েল পারেয়ো। সফল স্পট কিকে ৪৫তম মিনিটে দলকে এগিয়ে নেন পিয়ানিচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিহুণ করেন পিয়ানিচ। তার কর্নারের সময় ডি বক্সে লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করেন মুরিয়ো। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে আবার নেতোকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন পিয়ানিচ।
আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে প্রবল চাপে রাখে ইউভেন্তুসকে। কিন্তু জালের দেখা পায়নি ভালেন্সিয়া।
গ্রুপের অন্য ম্যাচে ইয়ং বয়েজের বিপক্ষে ৩৫তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন পল পগবা। ৪৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।
৬৬তম মিনিটে জালের দেখা পান অঁতনি মার্সিয়াল। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করল জোসে মরিনিয়োর শিষ্যরা।