শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালীনি ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ৫শত পরিবারের ২হাজার ৬শত মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বুড়িগোয়ালীনি ইউনিয়নে ৮নং ওয়ার্ড ভুক্ত টুঙ্গিপাড়া টেকের খাল ও নলবুনিয়া খাল উম্মুক্ত করার দাবিতে ওই এলাকার শত শত বাসিন্দা প্লেকার্ড হাতে নিয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল সহ ইউপি সদস্যরা। বক্তারা প্রশাসনের কাছে যতশীঘ্রই সম্ভব আইন মতে খাল উম্মুক্ত করে অধিবাসিদের জলাবদ্ধতার হাত থেকে রেহাই দেওয়ার দাবি জানান। শেষে চেয়ারম্যান ভবোতোষ কুমারের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।