শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ইসলামাবাদ দাখিল মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টারটির শিক্ষার্থীরা অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় ক্লাস করছেন। যে কোন সময় ধ্বসে পড়তে পারে ভবনটি। ১৯৯৩ সালে কারিতাস কর্তৃক নির্মিত ভবনটি আজ অত্যন্ত পরিত্যক্ত অবস্থা হলেও ঝুকির মুখে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। ভবনটি এক্ষুনি পরিত্যাক্ত করা না হলে যে কোন সময় অনেক বড় দূর্ঘটনার কবলে পড়তে পারে ৩৭৬ জন শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায় সাইক্লোন সেল্টারটির ২য় তলার নিচের অংশ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং সাথে সাথে রড বেরিয়ে গেছে। উপরে উঠার সিড়ির দু পাশে রেলিং না থাকায় উপরে উঠতে গিয়ে ঝুকির মধ্যে থাকতে হয় শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে। তাছাড়া সিড়িটিও অত্যন্ত ঝুকির মধ্যে। মাদ্রাসাটির সুপার মাওলানা মাজেদ বলেন“আমরা ছেলে মেয়েদের নিয়ে খুব ঝুঁকির মধ্যে আছি,আমাদের অন্য একটি ভবন থাকলেও সেটি ঝড়ের কবলে পড়ে ছাউনি উড়িয়ে নিয়ে যাওয়ায় সেখানেও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছেনা,বিগত দিনে অনেক পত্র পত্রিকায় লেখালেখি হলেও এবং উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও এর কোন সুরাহা হয়নি”মাদ্রাসাটির অন্যান্য শিক্ষকেরা বলেন“এখনি ভবনটি পরিত্যাক্ত ঘোষণা না করা হলে যে কোন সময় বিপদ ঘটতে পারে,সুতরাং যে কোন কল্যাণকর পদক্ষেপ গহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। এলাকাবাসিরা জানান“এটি একটি আশ্রয় কেন্দ্র হলেও এটা এখন দুর্ঘটনার স্থান হিসাবে চিহ্নিত হয়েছে,সুতরাং এখনি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ ”।
ঝুঁকির মুখে দাড়িয়ে আছে ইসলামাবাদ দাখিল মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টার
পূর্ববর্তী পোস্ট