প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি,টি,সি) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কীল ফর ইমপ্লয়েস ইনভেনটিমেন্ট প্রোগ্রাম এর অর্থায়নে পরিচালিত ৪টি ট্রেডে ৪মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে গঠিত ইমপ্লয়েস কমিটির প্রথম সভা ২৫ অক্টোবর, ২০১৮ খ্রিঃ তারিখ বৃহম্পতিবার সকাল ১০টায় টিটিসি-র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম আনিছুর রহমান, রনি প্লাইউড এন্ড ডোর ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্প এলাকা এর ব্যবস্থাপনা পরিচালক জি,এম নুরুল ইসলাম রনি, ইলেকট্রো বাংলা -র সিইও মোঃ মেহেদী হাসান, সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক হাফিজ-আল-আসাদ, রোজ টেইলার্সের প্রোপ্রাইটর মোঃ আব্দুল আলীম সহ সাতক্ষীরার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী/উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম আনিছুর রহমান কে ইমপ্লয়েস কমিটি সাতক্ষীরা টিটিসি -এর সভাপতি নির্বাচিত করা হয়। উপস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী/উদ্যোক্তাগণ সাতক্ষীরা টিটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে এক এক জন উদ্যোক্তায় পরিনত হওয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। সে ক্ষেত্রে ইমপ্লয়েস কমিটির সদস্যগণ তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসি -র অধ্যক্ষ মোঃ মুছাব্বেরুজ্জামান এবং উপস্থাপনা করেন জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।