প্রতিনিধি পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় বিদেশী ২ বোতল মদ, ৪টি ককটেল, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ অর্জুন বিশ্বাসকে র্যাব আটক করেছে। বুধবার রাতে খুলনা র্যাব-৬ এর সিনিয়র এএসপি নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা কাশিমনগর গ্রামের অমূল্য বিশ্বাসের পুত্র অর্জুন বিশ্বাসকে কপিলমুনি বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ফ্রেশ ডিলারশীপ গোডাউন থেকে ৪ পিচ ককটেল, ২ বোতল বিদেশী মদ, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। ওই রাতের অর্জুনকে পাইকগাছা থানায় হস্তান্তর করে। অর্জুনের নামে থানায় বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে।