পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় র্যালি ও আলোচনার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্ত্বর থেকে র্যালি শেষে সকাল ১১টায় উপজেলা চত্ত্বরে নবাগত নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন, ভেটোনারী ডাঃ শরিফুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, ওসি (তদন্ত) জাবীদ হাসান, পল¬ী বিদ্যুতের ডিজিএম সঞ্জয় রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ছাত্রলীগনেতা আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলার প্রায় ৫০টি বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
পূর্ববর্তী পোস্ট