পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন ও স্মরণ উৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে পালিত হয়েছে। সোমবার দিবসের কর্মসূচীর মধ্যে ছিল প্রার্থনা, শিশু-কিশোরদের চিত্রাংকন, ভক্তিমূলক সংগীত ও সাধারণ সভা। পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সৎসঙ্গ কেন্দ্রের সহপ্রতি ঋত্বিক সুকুমার চন্দ্র বাছাড়, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা বাগডাঙ্গা সৎসঙ্গ বিহারের সভাপতি সুপদ চক্রবর্তী, রনজিৎ মল্লিক, মুক্তিপদ মন্ডল, রতন ভদ্র, জগন্নাথ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন, মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি প্রজিৎ কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন, শিব শংকর রায়, সুশান্ত সরকার, দুলাল বিশ্বাস, সন্তোষ সরকার, সিদ্ধান্ত মল্লিক, বিবেকানন্দ ধর, সঞ্জয় সরকার, নারায়ন মন্ডল, পরিতোষ বিশ্বাস, জয় দেবনাথ, অনাদী বাড়ি প্রমুখ। সংগীত পরিচালনা করেন, শ্রীমতি শুক্লা রানী মন্ডল ও শ্রীমতি অনিমা রানী পাল।
পূর্ববর্তী পোস্ট