কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার কুলিয়ায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলামের ব্যবস্থাপনায় কুলিয়া ইউপি কমপ্লেক্স ভবনের সম্মুখে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী। সমাবেশে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড াফিসার এসআই ইয়ামিন আলী, এসআই মামুনুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এএসআই শামিম হোসেন, এএসআই রকিবুল হাসান, এএসআই দরবেশ আলী, ইউপি সদস্য অচিন্ত্য কুমার, ইউপি সদস্য ভরত চন্দ্র, ইউপি সদস্য প্রেম কুমার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি সৈয়দ মান্নান আলী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড আর হবেনা। সকল প্রকারের অরাজকতা বন্ধ করতে পুলিশ সর্বদা তৎপর। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব আর কেউ যদি এধরনের অপরাধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি সৈয়দ মান্নান আলী নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু বিশৃঙ্খলাকারী অপচেষ্টা করছে। কিন্তু তাদের সে তৎপরতা কিছুতেই সফল হবেনা। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে। এসময় কুলিয়া এলাকার শতশত নারী পুরুষ উক্ত সমাবেশে উপস্থিত হন।
কুলিয়ায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ
পূর্ববর্তী পোস্ট