বিদেশের খবর: ‘পর্ন দেখা মৌলিক অধিকার’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন জেলে থাকা কয়েদিরা। তাদের অভিযোগ জেলের ভিতরে তাদের পর্ন দেখতে দেওয়া হয় না। কারণ কারা কর্তৃপক্ষের তাতে নানা বিপত্তি আছে। এজন্য মার্কিন আদালতে মামলা দায়ের করেছেন তারা।
মার্কিন আদালত জানায়, নতুন আইনে কারারক্ষীদের জেলে পর্ন দেখা নিষিদ্ধ করা হয়েছে। তাই তাদের পর্ন দেখতে এখন দেওয়া হয় না।
মার্কিন আদালতের পক্ষ থেকে আরো বলা হয়, নতুন আইন পাশ হওয়ার আগে আমেরিকার ৯টি জেলে পর্ন দেখানোর ব্যবস্থা ছিল। নতুন আইনে কারাবন্দীদের পর্ন দেখা নিষিদ্ধ তাই তাদের দেখানো হচ্ছে না।
কারাবন্দীদের পক্ষ থেকে বলা হয়, কারারক্ষীদের কারণে তারা পর্ন দেখতে পায় না তাই বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছে। পর্ন দেখা তাদের ‘মৌলিক’ অধিকার হিসেবে উল্লেখ করেন।