বিনেদন ডেস্ক: আর মাত্র কয়েকটি দিন, তারপরই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’ ও হৃত্বিক রোশনের ‘কাবিল’। এরই মধ্যে ছবি দুটি ছাড়পত্র পাওয়ার জন্য জমা পড়েছে ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ডে। বোর্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোর্ডের সদস্যরা এ সপ্তাহের মধ্যেই দুটি ছবি দেখে তাঁদের মন্তব্যসহ ছাড়পত্র দেবেন। ছবির প্রযোজকরা আশা করছেন, ছবি দুটি কোনো কর্তন ছাড়াই সবার দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র দেবে বোর্ড। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবিটিতে গুজরাটের মদ চোরাচালানকারির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এই ছবির লায়লা, জালিমা ও উড়ি উড়ি যায়—গান তিনটি এরই মধ্যে মিউজিক টপচার্টে জায়গা করে নিয়েছে। আর মুক্তি পাওয়া প্রোমো ও কিছু সংলাপ জনপ্রিয় হয়ে ওঠায় ধারণা করা হচ্ছে, সুপারহিট হতে যাচ্ছে ছবিটি। অন্যদিকে, হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিটিও মুক্তি পাবে ২৫ জানুয়ারি। সেন্সর বোর্ডে ‘রইস’ জমা পড়ার অন্তত দুই সপ্তাহ আগেই জমা দেওয়া হয় হৃত্বিকের ছবিটি। তবে প্রযোজকের পক্ষ থেকে কোনো তাড়া না থাকায় একটু দেরিতেই ‘কাবিল’ দেখা হচ্ছে বলে জানা যায় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। এক জন্মান্ধ মানুষের ভূমিকায় হৃত্বিক অভিনয় করেছেন ‘কাবিল’ ছবিতে। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এই ছবিতে প্রেম ও প্রতিশোধই হয়ে ওঠে মুখ্য বিষয়। কাহিনীর দিক থেকে ‘কাবিলে’র চেয়ে ‘রইস’কেই এগিয়ে রাখছেন অনেকে। তবে দর্শকের আগ্রহ শেষ পর্যন্ত কোথায় যায়, সেটা দেখা যাবে ২৫ জানুয়ারি। শাহরুখ ও হৃত্বিকও নিশ্চয় এখন নখ কামড়ে দিন গুনছেন, অপেক্ষা করছেন দেখার জন্য—কার ঘরে দর্শক টাকা ঢালবেন।
পূর্ববর্তী পোস্ট