দেবহাটা ব্যুরো: দেবহাটায় ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় শুরু হয়ে বৃহস্পতিবার সমাপনি হয় ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শেখ শাহজাহান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত দেবাশিষ সিংহ, যুবউন্নয়ন কর্মকর্তা ইসমো আরা বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একে এম আনিসউজ্জামান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অশিত বরণ রায়সহ সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারিবৃন্দ, শিক্ষক- শিক্ষিকারা, ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উক্ত মেলায় উপজেলার খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজ, দেবহাটা মডেল হাইস্কুল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, সুবর্ণবাদ সেন্ট্রল মাধ্যমিক বিদ্যালয়, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় বিভিন্ন প্রর্দশনী উপস্থাপন কারীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
পূর্ববর্তী পোস্ট