নিজস্ব প্রতিবেদক: দীপালোক একাডেমীর চড়–ইভাতির উল্লাসে কেঁটে গেলো দিনটি। তুফান কনভেনশন সেন্টারে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া চড়–ইভাতি অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীপালোক একাডেমীর শিক্ষার্থী ও তাদের অবিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও লটারির আয়োজন করা হয়। সংগীতের মাঝে ক্ষণে ক্ষণে আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য মুগ্ধ করেছে সকলকে। কেউবা খেলায় ব্যস্ত আবার কেউবা গানের তালে মগ্ন। এভাবেই কেঁটে গেছে সকাল থেকে সন্ধ্যা।
বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানে অতিথি হয়ে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এএনএম মঈনুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, এনএসআইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টাস ইউনিটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, ভয়েসঅফসাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, এনএসআই এর সহকারী পরিচালক আনিসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা, সাংবাদিক জামাউদ্দীন মামুন, লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক পাল, বিশিষ্ট ব্যবসায়ী কেশব সাধু, আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শেখ শরিফুল ইসলাম, বিজয় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম প্রমুখ।
চড়–ইভাতির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন দীপালোক একাডেমীর পরিচালক, দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুণ ব্যানার্জী ও শিল্পী ইন্দ্রজিত সাধু।
সংগীত পরিবেশন করে সংগীত শিক্ষক কুমার ইন্দ্রজিত সাধু, তানিয়া আক্তার, সুমি, পলাশ মজুমদার, তুহিন, অধিস দাস, ডেভিডসহ একামেডীর শিক্ষার্থীবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট