মাহফুজুর রহমান তালেব: গতকাল বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জাধীন কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং সিপিজি সদস্যসহ নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দানকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে হরিনগর বাজারের উত্তর পাশে শেখ পাড়া সংলগ্ন রাস্তার উপর হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় ৩ জন ব্যক্তিকে ধরার জন্য ধাওয়া করেন। এসময় একজন ব্যক্তি তার হাতে থাকা ৫কেজি পরিমাণ হরিনের মাংসসহ ব্যাগ ফেলে পালায়। এসময় অপর ২ জন ব্যক্তিও ছুটে পালায়। ফলে, হরিণ পাচারকারি চক্রকে হাতে-নাতে ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। অভিযানকালে স্টেশান কর্মকর্তার সংগীয় স্টাফসহ সিপিজি টিম লিডার মো. আবুল হোসেন গাইন ও ফরিদ হোসেনসহ অন্যান্য সদস্যরা ছিলেন। স্টেশন কর্মকর্তা আরও জানান, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে।