প্রেস বিজ্ঞপ্তি :
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ কে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দীন মবু গত ১৭ মার্চ রবিবার সকালে এক সভায় এডভোকেট পলাশ কে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
এদিকে দক্ষ ও ত্যাগী সংগঠক এডভোকেট আল মাহমুদ পলাশ কে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দীন মবু কে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পিপি এডভোকেট তপন দাস, সহ-সভাপতি আব্দুস সামাদ খান, ডাঃ এম এ তাহের,অধ্যাপক তপন কুমার শীল, আসাদুল ইসলাম, আবুল হোসেন ও রফিকুল ইসলাম। যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, অধ্যাক্ষ জাহিরুল ইসলাম ও শেখ বোরহান উদ্দীন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, তারিকুল ইসলাম, আব্দুস সালাম, আহসান হাবিব, লুৎফর রহমান ও শেখ মহিউদ্দীন সহ সকল নেতৃবৃন্দ।
অনুরূপভাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা সভাপতি এপিপি এডভোকেট রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এজিপি এডভোকেট শম্ভু কুমার সিংহ। আইনজীবী সহকারি প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায় ও সাধারণ সম্পাদক আবুল বাশার।
এড.পলাশ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ’র ভারপ্রাপ্ত সম্পাদক
পূর্ববর্তী পোস্ট