সর্বশেষ সংবাদ-
পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

সমুদ্র তলায় লুকিয়ে আছে ২ কোটি টন সোনা!

রিখটারসবেল্ট পর্বতমালায় হীরে তো দূর সামান্য সোনার রেণুর খোঁজ না পেয়েই হতাশ হয়েছিলেন অ্যালভারেজের বন্ধু জিম কার্টার। অ্যালভারেজ কিন্তু হতাশ হননি। জীবনের শেষ অবধি অভিযান চালিয়ে এক বঙ্গ কিশোরের চোখে তুলে ধরে ছিলেন এই ধরিত্রীর অমূল্য রতন।

রহস্য, রোমাঞ্চ এবং বিপদসঙ্কুল পরিবেশেই যে লুকিয়ে রয়েছে এই পৃথিবীর অধিকতর সম্পদ, তা শঙ্করও তাঁর অভিজ্ঞতায় বুঝেছিলেন। অ্যালভারেজের মতো তিনিও ফের বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের খোঁজে।

তবে, শঙ্করের মতো সোনা সন্ধানকারীরাও মনে করেন এই পৃথিবীর বেশিরভাগ সম্পদে এখনও আঁচড় পড়েনি মানুষের। আর সেই সম্পদের সিংহভাগই ঘুমিয়ে রয়েছে সমুদ্রের অতলান্তে। এমনটাই অন্তত দাবি সোনা সন্ধানকারীদের।

ফোর্বসের একটি প্রতিবেদনে ভূগবেষক ট্রেভর নেস জানাচ্ছেন, সমুদ্রের অতলে লুকিয়ে রয়েছে ২ কোটি টন সোনা। তাঁর মতে, আজকে সোনার যা বাজারদর তাতে (৪২.৫১ ডলার প্রতি গ্রাম) ওই সম্পদের মূল্য হবে আনুমানিক ৭৭১ লক্ষ কোটি ডলার।

২০১৬-১৭ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যা জিডিপি, তার ৪১ গুন বেশি মূল্যের সম্পদ রয়েছে সেখানে। উত্তরোত্তর এই মূল্য যে আকাশ ছোঁবে তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন একটাই, এই সম্পদ আদৌ মানুষের হাতে পৌঁছবে কি?

এই মুহূর্তে যে প্রক্রিয়ায় সমুদ্র থেকে সোনা উত্তোলন হয়, তাতে খরচ তেমন একটা নেই বরং লাভজনক। কিন্তু সমুদ্রের যে সব জায়গায় সোনা মজুত রয়েছে, সেখানে পৌঁছানো বিপুল ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৮৯০ সালে ফোর্ড জার্নেগান নামে এক যাজক মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড সাউন্ড থেকে সোনা উত্তোলনের জন্য অভিনব পরিকল্পনা করেছিলেন। পারদ এবং বিদ্যুতের সাহায্যে সোনা তোলার কথা ভেবেছিলেন তিনি।

বিনিয়োগকারী জোগার করে ইলেকক্ট্রনিক মেরিন সল্টস নামে একটি সংস্থাও খোলেন তিনি। এবং বিনিয়োগকারীদের চোখের আড়ালে শুরু করে দেন সোনা উত্তোলনের কাজ।

তবে, যখন বিনিয়োগকারীরা প্রশ্ন করতে শুরু করেন, তখন যাজক জার্নেগান টাকা পয়সা নিয়ে বেপাত্তা হয়ে যান। কিন্তু রয়ে গিয়েছিল জার্নেগানের তৈরি সেই সোনা উত্তোলক যন্ত্র।

এর পর অনেকেই এসেছেন সমুদ্র থেকে সোনা উত্তোলন করতে। কিন্তু এখনও পর্যন্ত সেই স্বর্ণ গহ্বরে পৌঁছতে পারেনি মানুষ। আর তাই বিশেষজ্ঞদের মতে, সুবর্ণ সুযোগ এখনও অধরাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেন্ডুলকারকে ছাপিয়ে কোহলি

মাত্র ১০ দিনের মধ্যেই আবার সেরার আসন ছিনিয়ে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বিরাট।
পয়েন্টে ছাপিয়ে গেলেন শচীন টেন্ডুলকারকে।

১০ দিন আগেই বিরাটকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ১০ দিনের বেশি সেই স্থান ধরে রাখতে পারেননি ডি ভিলিয়ার্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতেই আবার শীর্ষে। ২-১ এ সিরিজও জিতে নিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাটের মোট রান ২৬৩। রেটিং পয়েন্ট পৌঁছে গেছে ৮৮৯-এ।

ভারতীয়দের মধ্যে এটাই সেরা। আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, এর আগে সর্বোচ্চ পয়েন্ট ছিল ৮৮৭।
যা ছিল শচীনের দখলে। ১৯৯৮এ এই পয়েন্টে পৌঁছে ছিলেন শচীন টেন্ডুলকার। যা ভেঙে দিলেন বিরাট।

বিরাটের সঙ্গে রোহিত শর্মাও তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়েও র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরেই থেকে গেলেন। তার পয়েন্ট ৭৯৯। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একধাপ উঠে জায়গা করে নিলেন ১১ নম্বরে। বোলিংয়ের শীর্ষে অবশ্য এখনও রাজত্ব করছেন পাকিস্তানের হাসান আলি।

অন্যদিকে, ভারতের জসপ্রীত বুমরাহ ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং তিন নম্বরে জায়গা করে নিলেন। এই সিরিজে মোট ছ’টি উইকেট পেয়েছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে তুলে আনলেও ভারত কিন্তু ছাপিয়ে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দু’পয়েন্ট পিছনে রয়েছে ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার রোনালদোকে আইএসের হুমকি

বিশ্বজুড়ে আতঙ্ক ছাড়ানো ইসলামিক স্টেট (আইএস) কিছুদিন আগেই মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করে হুমকি দিয়েছিল। এবার রোনালদোর ছবি ব্যবহার করে রাশিয়া বিশ্বকাপে আরও বড় আকারে হুমকি দিল তারা।

বিতর্কিত সংস্থা সাইট ইন্টেলিজেন্স রোনালদোর ওই ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তার পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি।

সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়। অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!’

কদিন আগে মেসিকে নিয়ে একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করেছিল আইএস। সেই ছবিতে দেখা গেছে, হাজতে আটকে থাকা লিওনেল মেসিকে। মেসির চোখ বেয়ে নামছে রক্ত। আর পাশে লেখা, ‘জাস্ট টেরোরিজম’!

এরপর নেইমার, ফ্রান্স ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমও আইএসের হুমকির শিকার হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প সহযোগী

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট এবং তার সাবেক ব্যবসায়িক সহযোগী রিক গেটসের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছে দেশটির তদন্ত দল।

এই দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উল্লেখ্য, ২০১৬ সালের জুন-আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের জন্য কাজ করেছেন মানাফোর্ট। তবে মানাফোর্ট এবং গেটস এর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ধরণ জানা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে দিতে ট্রাম্পকে সহযোগিতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তাদের অভিযোগ, হ্যাকিং, লজ্জাজনক ইমেইল প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে হিলারি নির্বাচনি প্রচারণা বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশটি। তবে ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। বিশেষ কাউন্সেল এবং সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে অভিযোগটির তদন্ত চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিষ্ঠিত : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ওসি তদন্ত আব্দুল হাশেম প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন ও লাবসা ইউপি সচিব মো. আব্দুর রাজ্জাকসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলায় এলজিইডির সকল টেন্ডারে অংশগ্রহণে বিরত ও নির্মাণ কাজ বন্ধের সিন্ধান্ত ঠিকাদার সমিতির

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির কার্য্করী কমিটির এক সভা ২৭/১০/২০১৭ তারিখে সকাল ১১টায় আলহাজ্ব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ঠিকাদারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব আব্দুস সবুর, আলহাজ্ব শেখ আজহার হোসেন, আলহাজ্ব এস এম শওকত হোসেন, আলহাজ্ব খন্দকার আলী হায়দার, আলহাজ্ব ফিরোজ আহমেদ, এনছান বাহার বুলবুল, আলহাজ্ব শামছুজ্জামান পুটু, আসাদুজ্জামান সেলিম সহ সকল উপজেলা ঠিকাদার নেতৃবৃন্দ। সকল বক্তাই বর্তমানে এলজিইডিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তন্মধ্যে প্রধান সমস্যা চলতি অর্থ বছরে যে রেট সিডিউল দেওয়া হয়েছে তা গত বছরের তুলনায় ১০-১৫% কম। যেটা বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ নয়। সেই জন্য এই রেটে কাজ করলে বা টেন্ডার দিলে আমরা(ঠিকাদাররা) ব্যাপক ক্ষতিগ্রস্ত হবো। বিস্তারিত আলোচনান্তে সিন্ধান্ত হয় যে, ১. প্রধান প্রকৌশলী বরাবর রেট বৃদ্ধির জন্য একটা আবেদন দেওয়া। ২. আগামী ০১/১১/২০১৭ ইং তারিখ হইতে পরবর্তী সিন্ধান্ত না হওয়া পর্যন্ত এলজিইডির সকল টেন্ডারে অংশগ্রহণ থেকে বিরত থাকা। ৩. চলমান সকল নির্মাণ কাজ বন্ধ রাখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে মটর শ্রমিক নেতার কুলখানি

পলাশ দেবনাথ : সোমবার শ্যামনগর উপজেলার নুরনগর মটর শ্রমিক মৃত শফিকুল সরদার সফির কুলখানি অনুষ্ঠিত হয়েছে। কুলখানি অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ হাফিজুর রহমান। এছাড়া পবিত্র কুরআন ও হাদীস থেকে আলোচনা করেন মুফতি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নুরনগর মটর শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপদেষ্টা আব্দুল কাদের, সদস্য আব্দুল আজিজসহ নূরনগর মটর শ্রমিক সমিতির সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য ১৫ই অক্টোবর সে নুরনগর ত্রিমোহনী মোড় সংলগ্ন মসজিদে মগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এসময় অন্যান্য মুসল্লিরা তাকে তুলে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বলেন তার স্ট্রোক হয়েছে। তাৎক্ষণিক তার স্বজনরা তাকে নিয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল ৪টা ৩০মিনিটে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি : নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে পল্লী কর্ম-গহায়ক ফাউন্ডেশন (পিকেএগএফ) এর অর্থায়নে এনজিএফ এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার নকিপুর গরকারী এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরসহ শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আন্তঃ কুইজ প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান ও নকিপুর গরকারী এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেন। বিতর্ক প্রতিযোগতিায় প্রধান বিচারক এর দ্বায়িত্ব পালন করেন শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারুখ, এনজিএফ এর পরিচালক (মাইক্রো ক্রেডিট) আলমগীর কবির, নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, হেড এ্যাডমিন হুমাইরা লুৎফি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরদার জিয়া উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest