নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা ভারসা যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় দড়াটানা ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকালে ভারসা জিসান উদ্যানে মিনিস্টার ফ্রিজ ও মার্সেল ফ্রিজের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেলর সিনিয়র ডেপুটি এসিসটেন্ট ডিরেক্টর ফিরোজার রহমান, সিনিয়র মার্কেটিং অফিসার আতাউর রহমান, আনন্দ টিভি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, ভারসা জিসান উদ্যানের পরিচালক কামাল আহমেদ, পাটকেলঘাটা থানার এসআই মোঃ ফরিদ হোসেন, এএসআই নুর উদ্দীন প্রমুখ , সার্বিক পরিচালনায় ছিলেন জাহিদুল ইসলাম পলাশ। পাটকেলঘাটা মিনিস্টার ফ্রিজ শোরুম ও মার্সেল ফ্রিজের শোরুমের সৌজন্যে বিজয়ীদল ফলেয়া চাদকাটি ও বাউখোলা দলের মধ্যে একটা ২১” কালার টিভি ও ১৪” কালার টিভি উপহার দেওয়া হয়।
পাটকেলঘাটার ভারসা যুব সংঘের ১৬ দলীয় দড়াটানার ফাইনাল খেলা
পূর্ববর্তী পোস্ট