শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জুয়েলার্সে সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় ২৫ তম শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু পরিষদের যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষ, উপজেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সহ-সভাপতি সমীরণ কুমার দে, যুগ্ম সম্পাদক উত্তম কুমার দে, সদস্য কার্তিক কর্মকার,রনজীৎ বিশ্বাস, আনন্দ দে এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টায় জুয়েলার্স সমিতির নিচ তালায় বিশ্ব ভূবণ নির্মাতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজায় পুরোহিত্য করেন অশোক চক্রবর্তী।
এবং পূজা শেষে সর্ব সাধারণের মাঝে সারদিন ব্যাপি প্রসাদ বিতরণ করেন কমিটির সদস্য বৃন্দ। পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক, অনাথ মন্ডল , যুগ্ম আহবায়ক সুজন দাস, হিমাংশু মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল ও সদস্য দেবব্রত মন্ডল।