নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামী হোমিওপ্যাথিক ডাক্তারসহ ২জামায়াত কর্র্মীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ২জামায়াত কর্মী লাঙ্গলঝাড়া গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে ও লাঙ্গলঝাড়া বাজারে হোমিও প্যাথিক ডাক্তার আব্দুর রাজ্জাক (৫৭) এবং গোয়ালচাতর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুুর রশিদ (৫১)। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার গভীর রাতে কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুলের পিছনে বসে আটকরা আগামী সংসদ নির্র্বাচনকে ঘিরে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা পরিকল্পনা করার জন্য কয়েকজন জামায়াত-শিবিরের নেতা কর্মীদের নিয়ে গোপনে বৈঠক করছিল। এ সময় পুলিশ খবর পেয়ে ওই রাতেই সেখান থেকে জামায়াত-শিবিরের ৯ নেতা কর্মীকে আটক করেন। পরে এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অঙ্গতদের আসামী করে একটি মামলা নং (৫০) ৬/১৭ দায়ের করেন। সেই মামলার আসামী হওয়ায় থানার এসআই পিন্টু লাল দাস শুক্রবার দুপুরে ডাক্তার আব্দুর রাজ্জাক ও আব্দুুর রশিদকে এলাকা থেকে আটক করেন। বর্তমানে মামলাটি থানার এসআই পিন্টু লাল দাস তদন্ত করছে বলে জানা যায়। এদিকে বর্র্তমান সরকারকে উৎখাত করার জন্য ডাক্তার আব্দুর রাজ্জাক জামায়াত-শিবির নেতাকর্মীদের অর্থ যোগানদাতা হিসেবে দীর্র্ঘদিন ধরে কাজ করেই চলেন বলে স্থানীয়রা জানান।
পূর্ববর্তী পোস্ট