নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে পহেলা বৈশাখে শিক্ষিকার শ্লীলতা হানির ঘটনায় বখাটে বিল্লালকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শ্যামনগর সহকারী ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওই বখাটে বিল্লাল কাশিমাড়ী গ্রামের মৃত. এন্তাজ আলী সরদারের ছেলে।
উল্লেখ্য : ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কাশিমাড়ী ইউনিয়নের ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান পরিচালনাকালে সহকারী শিক্ষিকা ফাতিমা আক্তারের হাত ধরে টানাটানি করে শ্লীতহানী ঘটায়। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয়দের তোপের মুখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় ফুসে এলাকার সাধারণ মানুষ। শিক্ষিকার উপর এমন ঘৃন্য কর্মকাণ্ডের ঘটনায় এলাকার শিক্ষানুরাগী সচেতন মহল ওই মাদক সেবী বখাটে বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এবং ১৬ এপ্রিল মানববন্ধনের কর্মসূচির ঘোষণা করেন। কিন্তু শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন এলাকাবাসী। এর জের ধরে মঙ্গলবার সকালে শ্যামনগর থানা পুলিশ বিল্লাল কে কাশিমাড়ী বাজার থেকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে ৬ মাসের জেল প্রদান করা হয়। ওই মাদকসেবী বখাটে বিল্লালের শাস্তি হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির ফিরে এসেছে।
১৭.০৪.২০১৮