খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে দুই জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সাতক্ষীরার নলতা থেকে পিকনিকের জন্য কুয়াকাটায় যাচ্ছিল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘রূপসা নদীর ওপর থাকা খানজাহান আলী সেতুর টোলপ্লাজা অতিক্রম করার পর জাবুসা এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত বসটিতে ৪২ জন যাত্রী ছিল। উল্টে যাওয়ার ফলে বাসের যাত্রীরা আঘাত পান। গুরুতর অবস্থায় ১৬ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জন নিহত হন। তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী রোকনুজ্জামান নামে একজনের পরিচয় জানা গেছে।
তিনি আরও বলেন, ‘নিহতদের তালিকায় নলতা রূপালী ব্যাংকের নলতা শাখার ম্যানেজার জহুরুল ইসলাম রয়েছেন বলে জানা গেছে।’
জানা গেছে, নলতা থেকে ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীরা একত্রে কুয়াকাটায় পিকনিকের আয়োজন করেন। সে অনুযায়ী দুটিটি বাসযোগে তারা যাত্রা করেন। জাবুসায় এসে একটি বাসটি উল্টে যায়।