সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

ত্রিপুরার দুর্গও হারাল বামরা

পশ্চিমবঙ্গ পতন ঘটলেও ত্রিপুরায় লাল পতাকা উড্ডীন রেখেছিলেন মানিক সরকার; এবার বিজেপির কাছে সেই দুর্গও হাতছাড়া হল বামদের।

ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য ত্রিপুরার বিধান সভা নির্বাচনের যে ফল এসেছে শনিবার দুপুর পর্যন্ত; তাতে দেখা যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এই রাজ্যটির ক্ষমতায় বসতে যাচ্ছে।

রাজ্যটিতে আগের নির্বাচনেও নরেন্দ্র মোদীর দলের কোনো অবস্থান ছিল না। এখন কংগ্রেসকে পেছনে ফেলে সিপিএমকেও ঠেলে জয় নিয়েই এই প্রথম ছোট রাজ্যটিতে সরকার গড়তে যাচ্ছে বিজেপি।

ত্রিপুরার ৬০টি বিধান সভার আসনের মধ্যে ৫৯টিতে গত ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। সিপিএমের এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছিল।

শনিবার আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে ভোটগণনা শুরুর আগেই বুথফেরত জরিপগুলো গেরুয়াধারীদের জয়ের আভাস দিচ্ছিল।

দুপুরে টাইমস অব ইন্ডিয়া ৫৯ আসনের অধিকাংশটিতে বিজেপির জয়ের আভাস দিয়েছে। তারা বলছে, বিজেপি জিতছে ৪২টি আসনে, অন্যদিকে বাম ফ্রন্ট জিতছে ১৬টি আসন।

এই রাজ্যে সরকার গঠনে প্রয়োজন ৩১টি আসন; ফলে কেন্দ্রের শাসক বিজেপি এই রাজ্যটিও শাসন ক্ষমতাও নিচ্ছে।

ত্রিপুরায় বাম ফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। ১৯৮৩ সালের নির্বাচনেও জয় ধরে রেখেছিল তারা। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে হারলেও পরের ভোটেই (১৯৯৩ সালে) ক্ষমতা পুনরুদ্ধার করে বাম ফ্রন্ট। তারপর টানা চার বার ক্ষমতায় মানিক সরকার। গতবারও জিতেছিল ৬০টির মধ্যে ৫০টি আসন।

টানা ৩৪ বছর শাসনের পর ২০১১ পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটলেও মানিকের নেতৃত্বে ত্রিপুরায় দুর্গ আগলে রাখছিল তারা। এখন তাও হারাতে হল।

হিন্দুত্ববাদী দল বিজেপি এর আগে কখনও ত্রিপুরায় কোনো আসন না জিতলেও এবার বেশ আঁটঘাট বেঁধে নেমেছিল।

সৎ, নির্লোভ ভাবমূর্তির মানিক সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে অর্থ ও গ্ল্যামারের তুমুল প্রদর্শনী ছিল বিজেপির পদ্মফুল মার্কাধারীদের।

ত্রিপুরার পাশাপাশি মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যেও ভোটগণনা চলছে।

মেঘালয়ে কংগ্রেস এগিয়ে থাকলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কেউ পাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে। রাজ্যটিতে বিজেপি জিতছে ৬টি আসনে।

তবে নাগাল্যান্ডে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি; বিধান সভার ৬০ আসনের মধ্যে ২৯টিতে তারা জিততে চলেছে, তাদের পেছনে রয়েছে আঞ্চলিক দল এনপিএফ, তারা এগিয়ে আছে ২৬টিতে, কংগ্রেস জিতছে একটি আসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কালা’র টিজারে রজনীকান্তের গর্জন

ট্যুইটার সেলিব্রেট করছে তাঁর ফিরে আসা। সদ্যঃপ্রকাশিত কালা ছবির ১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে দারুণভাবে ফিরেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

আর তাই নিয়েই দারুণ সরগরম মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার। রজনীকান্তের সাধারণ ভক্ত-অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র বোদ্ধা-সমালোচক সবাই হাজির ট্যুইটারে, রজনীকান্তকে নিয়ে আলোচনায়।

‘থালাইভার ইজ ব্যাক, মাইন্ড ইট’ (মনে রাখিস, নেতা ফিরেছে)। এমনই বলা হচ্ছে। আর এ মন্ত্র নিয়েই চলছে ট্যুইটার-বাজি। ‘গ্যাংস্টার’ রজনীকান্ত এসেছেন কালা কারিকালান রূপে। মেগাস্টারকে দেখা গেছে তাঁর অন্য অনেক ছবির থেকে আলাদা। আসলে, প্রতিবারই নিজেকে ভেঙে ফেলা এই মেগাস্টার সম্পর্কে নতুন করে আর কী-ই বা বলার আছে।

বৃহস্পতিবার গভীর রাতে রিলিজ করা হয় কালা ছবির এই টিজার।

এটা পি এ রণজিৎ-এর সাথে রজনীকান্তের দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা একসাথে সুপারহিট ছবি ‘কাবালি’ করেছিলেন। ২৭ এপ্রিল মুক্তিপ্রত্যাশী এই ছবিটিতে আরো আছেন সুপারস্টার নানা পাটেকার। ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা-প্রযোজক ধানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুরকিনা ফাসোতে সামরিক সদরদপ্তর ও ফরাসি দূতাবাসে হামলায় নিহত ৭

পশ্চিমা আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। ছয় হামলাকারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী ওয়াগাদুগুতে সামরিক সদরদপ্তর ও ফরাসি দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছেই হামলার ঘটনা ঘটেছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছে।
দূতাবাসে চার হামলাকারী এবং সদরদপ্তরে দুই হামলাকারী নিহত হয়েছে। দুটি স্থানে একইসঙ্গে গুলি চালানো হয় এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রিপুরায় ভোট গণনা; বিজেপি ও বামদের জোর টক্কর চলছে

ভারতের ত্রিপুরা বিধানসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বর্তমান শাসকদল বামফ্রন্ট ও বিজেপি’র মধ্যে। গত ১৮ ফেব্রুয়ারি রাজ্যটির ৬০ আসনের মধ্যে ভোট হয় ৫৯ আসনে। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার সকাল আটটায় শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্যে বামেরা এগিয়ে রয়েছে ২৭ আসনে, বিজেপি ও ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) জোট এগিয়ে রয়েছে ২২ টি আসনে। এছাড়া ২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

ত্রিপুরার পাশাপাশি ভোট গণনা চলছে উত্তরপূর্ব ভারতের আরও দুই রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ে। গত ২৭ ফেব্রুয়ারি এই দুই রাজ্যে ভোট গ্রহণ হয়। দুই রাজ্যেই ৬০ আসনের মধ্যে ভোট হয়েছে ৫৯ আসনে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ধনপুর কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি প্রার্থীর চেয়ে সামান্য কিছু ভোটে এগিয়ে রয়েছেন।

নাগাল্যান্ডে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী নেইফিউ রিও’এর নেতৃত্বাধীন ন্যাাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টি (এনডিপিপি) ও বিজেপি জোট ২৫ টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যটির শাসক দল নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট (এনপিএফ) এগিয়ে রয়েছে ২২ আসনে।

কংগ্রেস শাসিত মেঘালয়ে এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫ টি আসনে। পি.এ.সাংমা’র দল ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি) ৬ এবং বিজেপি ২ আসনে এগিয়ে রয়েছে।

আজ বিকালের মধ্যেই তিনটি রাজ্যেই ভোটের ফলাফলের ছবিটা পরিস্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় যুবলীগ সভাপতি ম‌িন্নুরের বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ

ন‌িজস্ব প্রত‌িব‌েদক:  এক ব্যবসায়ীর নির্মিত প্রতিষ্ঠানের একাংশ দাবি করে না পেয়ে সম্পূর্ণ অংশ জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর বিরুদ্ধে।

রোববার দেবহাটা উপজেলার পারুলিয়া মাছ বাজারের পাশে এ জবরদখলের ঘটনা আওয়ামী লীগ নেতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তিনি। উত্তর পারুলিয়ার ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, পারুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত জামাত আলীর বন্দোবস্তকৃত পারুলিয়া মাছ বাজারের পুরাতন ব্রিজ সংলগ্ন সাপমারা খালের চরভরাটি ৮০ বর্গফুট জমির উপর নির্মিত গাজী বোর্ডিং হাউজটি ২০০৪ সালে নিয়ম অনুযায়ি মালিকানা পরিবর্তন করে তার ছেলে ইব্রাহীম খলিল, জামাতা আরশাদ আলী, শ্যালক জাহাঙ্গীর আলম ও ভাইঝি নাছিমা খাতুনের নামে বন্দোবস্ত নেয়। যার মেয়াদ চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত নবায়ন রয়েছে। উপজেলা সহকারী ভূমি কমিশনারের কাছে বন্দোবস্তের আবেদন করে ওই জমি সংলগ্ন জেগে ওঠা চরে তিনি অ্যাসবেস্টার্সের চাল দিয়ে তিনটি দোকান ঘর নির্মাণ করেন। সম্প্রতি ওই তিনটি ঘর সংস্কার করে অ্যাসবেস্টর্সের পরিবর্তে টিনের চাল দেওয়ার প্রক্রিয়া শুরু করলে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর তার কাছে একটি দোকান দাবি করেন। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে গত রোববার মিন্নুরের নেতৃত্বে কয়েকজন তার নির্মিত তিনটি দোকানের দেয়ালে ২নং পারুলিয়া ইউনিয়ন যুবলীগের অস্থায়ী কার্যালয় ও পারুলিয়া মৎস্য অকসান সেন্টারের অস্থায়ী কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেওয়া হয়। প্রতিবাদ করায় তাকে জামায়াত শিবিরের নাশকতার মামলায় চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরপরই মিন্নুরের নেতৃত্বে ওই তিনটি দোকানের সামনে টিনের দরজা লাগানোসহ অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকক‌ে জান‌িয়ে কোন প্রতিকার পাননি। উপরন্তু মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্কে রয়েছেন তিনি।

জানতে চাইলে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, কারো জায়গা দখল নয়, সরকারি পরিত্যক্ত জমিতে দলীয় অফিস বানানো হয়েছে। কােন ব্যক্তিকে মিথ্যা গ্রেপ্তার করানোর হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। পারুলিয়া মৎস্য অকশান সেনটারের স্বত্বাধিকারী নাজমুল হোসেনের সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পাকাপোলের মোড়ে আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মিভূত

ন‌িজস্ব  প্রত‌িব‌েদক: সাতক্ষীরা শহরের পাকাপোলের  ম‌োড়ে আগুনে পুড়ে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩মার্চ) রাত ৩ টার দিক‌ে  একটি ফলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাত সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স’র দুটি ইউনিট দ্রুত আগুন নিভাতে সক্ষম হলেও দোকানের সকল ফল ও মালামাল ভস্মিভূত হয়ে যায়। এতে ৬টি দোকানের কয়‌েক লক্ষ টাকার ফল ও অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দোকানে ধুয়া উড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সব দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, পাকাপোলের মোড়ে দোকানে অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এসে আগুণ নিয়ন্ত্রনে আনার আগেই ৫টি ফলের দোকান ও একটি কসমেটিস্ দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূচনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনে সমরাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে রাশিয়ার আপত্তি ছিল।

তবে রাশিয়ার সেই আপত্তি উপেক্ষা করে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অস্ত্র বিক্রির এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের দ্য ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২১০টি ক্ষেপণাস্ত্র ও ৩টি উৎক্ষেপক বিক্রির অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউক্রেনের ব্যয় হবে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং অস্ত্র বিক্রির মধ্যস্থতাকারীরা ইউক্রেন সেনাবাহিনীর হাতে এ অস্ত্র পৌঁছে দেবে। ইউক্রেনের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ আ.লীগের উন্নয়ন ও সফলতা দেখে স্বেচ্ছায় কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের হাতে ফুল দিয়ে অর্ধশতাধীক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শুক্রবার বিকালে উপজেলা আ’লীগের সভাপতির বাসভবণে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবুর রহমান মফের নেতৃত্বে বিএনপি থেকে আ’লীগের যোগদান করেন- ২নং ও ৪নং ওয়ার্ডের বিএনপি কর্মী আলমগীর কবির বাবলু, আ: আলিম, আবু মুছা, মিজানুর রহমান, জাকির হোসেন, আ: জলিল, মাওলানা নাদিমুদ্দিন ফারুকী, তোহার মোহাম্মাদ, মো: আলমগীর হোসেন, শিশির, মহির, নাজিবুল্লাহ, শফিকুল, নুরুল ইসলাম, সাজাউদ্দিন, জাহিদ, সায়দুর রহমানসহ অর্ধশতাধীক নেতাকর্মী উপজেলা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা লীগের সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমির রতœা, উপজেলা মহিলালীগের সদস্য ও ইউপি সদস্য কাজল, দেয়াড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য আ: রশিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest