সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধারসাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুজিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টসাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণশ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

‘ছেলেরাও কাজ পেতে বিছানায় যায়’

সিরিয়াল এবং চলচ্চিত্রের সঙ্গে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন পরিচালক একতা কাপুর। সম্প্রতি তিনি জানিয়েছেন, বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাঁরা কাজ পেতে তাঁদের যৌনতা ব্যবহার করে থাকেন।

বিশ্বজুড়ে চলছে যৌন হেনস্তার জোর বিতর্ক। হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বলিউডের ভেতরেও এমন যৌনশোষণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একতার মতে, ওয়েইনস্টেইনের ঘটনাটি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের বিষয়টিও জড়িত। আর এটাই বাস্তব।

তিনি যোগ করেন, এই ঘটনা হার্ভে ওযয়েনস্টেইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। বলিউডে এমন অনেক পরিচালক বা প্রযোজক আছেন যাঁরা অনেকেই এই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছেন তাঁরা স্ব ইচ্ছায় নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন কেবলমাত্র কাজ পাওয়ার আশায়।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে শিকারীকে ক্ষমতার উপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটা সর্বদা সত্য নয় যে, যার ক্ষমতা নেই তারাই একমাত্র এই ঘটনার শিকার হয়ে থাকেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেয়েছে নূরজাহান

মুক্তি পেয়েছে নূরজাহান

কর্তৃক Daily Satkhira

যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ মুক্তি পেয়েছে আজ শুক্রবার। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এমনটাই জানিয়েছেন সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে পূজার। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নতুন নায়ক আদ্রিত। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃদরোগ ও হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ১০ খাবার

আপনি হয়তো জানেন বা নাও জানতে পারেন বিশেষ কিছু খাবার আছে যেগুলো উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরল সমৃদ্ধ যেগুলো হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আসুন জেনে নেওয়া যাক কী সেই খাবারগুলো।

১. প্যাকেটজাত স্যুপ
আপনি কি জানেন রেস্টুরেন্টে বা প্যাকেটজাত যে স্যুপ আপনি কিনে খান তাতে আছে এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট যা আপনার হৃদডিণ্ডের জন্য পুরোপুরি ক্ষতিকর? এই ধরনের স্যুপে থাকে প্রচুর সোডিয়াম যা আপনার রক্তের শিরা-উপশিরাগুলোকে ধ্বংস করতে পারে। যা থেকে পরে হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং ঘরে বানিয়ে স্যুপ খান।

২. ফ্রাইড চিকেন
সুস্বাদু হলেও ক্ষতিকর। এক টুকরো ফ্রাইড চিকেনে থাকে ৬৩ গ্রাম চর্বি, ৩৫০ গ্রাম কোলেস্টেরল এবং ৯২০ গ্রাম ক্যালোরি। আর এ থেকেই বুঝা যায় ফ্রাইড চিকেন কতটা ক্ষতিকর হতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রাও বাড়ায় এই খাবার।

৩. সসেজ
হট ডগ এর রুপে আপনি যে সসেজ খান তাতে থাকে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম। ১০০ গ্রাম সসেজে থাকে ৩০১ ক্যালোরি যা আপনার রক্তের শিরা-শিরাগুলো বন্ধ করে দিতে পারে।

৪. চিজকেক
এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং চর্বি যা হার্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এক টুকরো চিজকেকে আছে ৮৬০ ক্যালোরি, ৫৭ গ্রাম চর্বি এবং ৮০ গ্রাম কার্বোহাউড্রেটস। সুতরাং খাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন।

৫. স্টিক
এতে থাকে উচ্চহারে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট যা আপনার হার্টকে দুর্বল করার জন্য যথেষ্ট। এক বিফ স্টিকে থাকে ৫৯৪ ক্যালোরি, ১৮.৫ গ্রাম চর্বি এবং ১৯১ মিলিগ্রাম কোলেস্টেরল। আর রান্না করার পর তা দ্বিগুন হয়ে যায়।

৬. বার্গার
একটি সিঙ্গেল বার্গারে থাকে ২৯ গ্রাম চর্বি, ৫৪০ ক্যালোরি এবং ১৪০ মিলিগ্রাম সোডিয়াম। যা বেশি খেলে হার্টের জন্য মারাত্মক বিপজ্জনক।

৭. পিজ্জা
এতে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম থাকে উচ্চহারে, যথাক্রমে ৪.৪ গ্রাম এবং ৫৫১ মিলিগ্রাম। পিজ্জা ক্রাস্ট উচ্চামাত্রায় কার্বোহাউড্রেট ও সোডিয়াম সমৃদ্ধ। আর পিজ্জা সসেও সোডিয়াম থাকে উচ্চহারে। যা আপনার হার্টকে ধ্বংস করার জন্য এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ানোর জন্য যথেষ্ট।

৮. চিপস
আপনি জেনে হয়তো চমকে যাবেন লবণাক্ত এক প্যাকেট পটেটো চিপসে আছে ১৫৫ ক্যালোরি, ১০.৬ গ্রাম চর্বি এবং ১৪৯ মিলিগ্রাম সোডিয়াম। ফলে চিপস খেলে অপ্রত্যাশিতভাবে ওজন বেড়ে স্বাস্থ্যের বারোটা বাজাবে।

৯. ব্লেন্ডেড কফি
বিখ্যাত কফিশপে যে ব্লেন্ডেড কফি বিক্রি করা হয় তা আপনার স্বাস্থ্যের জন্য বেশ অস্বাস্থ্যকর। কেন জানেন? ওই কফিতে থাকে সিরাপ, সুগার, হুইপড ক্রিম এবং অন্যান্য টপিং যেসব উচ্চামাত্রার ক্যালোরি এবং চর্বি সমৃদ্ধ। এসব রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্তহারে বাড়িয়ে তোলে। যা থেকে ডায়াবেটিস এবং হৃদরোগ হয়।

১০. ফ্রেঞ্চ ফ্রাই
এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, চর্বি এবং সোডিয়াম যা রক্তে সুগারের মাত্রা বাড়ায়। প্রতিদিন ফ্রেঞ্চ ফ্রাই খেলে ওজন বেড়ে রক্তের শিরা-উপশিরায় চর্বি জমবে। যা হার্টে ব্লক তৈরি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ১’শ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন !

নিজস্ব প্রতিনিধি: ১’শ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো কলারোয়ার এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেলাতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল হোসেন (২৮) হেলাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হেলাতলা গ্রামের (উত্তর দিগং) হাসানুর রহমান দফাদারের পুত্র।
স্থানীয়রা জানায়- ভ্যানচালক রুবেলের কাছে ১’শ টাকা পেতো তারই চাচাতো ভাই আফছার আলীর পুত্র রং মিস্ত্রি আবু সাঈদ (২২)। শুক্রবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে এক পর্যায়ে সাঈদ কাছে থাকা চাকু (ছোড়া) দিয়ে রুবেলের গলায় টান মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সাতক্ষীরা মর্গে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ‘হেলাতলা ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান- ১’শ টাকাকে কেন্দ্র করে চাচাতো ভাই সাঈদের হাতে খুন হয়েছে রুবেল। ঘাতক সাঈদ রং মিস্ত্রির কাজ করতো। তার পিতা মালয়েশিয়া প্রবাসী। আর রুবেল চাষকাজ করতো ও ভ্যান চালাতো। শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাড়ির পাশে ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস এ ঘটনায় ঘাতকের মা তরুনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
নিহত রুবেলের ছোট ভাই ইমামুল ও খালা সাজেদ খাতুন জানান- ‘রুবেলের কাছে ১’শ টাকা পেতো চাচাতো ভাই সাঈদ। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের ঝগড়া হয়। সেসময় সাঈদ চাকু দিয়ে রুবেলের গলায় পোচ দিয়ে খুন করে।’
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘১’শ টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে আনুমানিক সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার উত্তর হেলাতলা গ্রামের আবুল হাসানের পুত্র রুবেল হোসেন (২৮)কে চাকু দিয়ে গলায় টান দেয় তারই চাচাতো ভাই একই গ্রামের আফছার আলীর পুত্র আবু সাঈদ (৩০)। পরে গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। সংবাদ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা তরুনা বেগমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) সাঈদ পলাতক রয়েছে। তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।’
ওসি বিপ্লব দেব নাথ আরো জানান- ‘এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে মেহেরাব নির্মাণ কাজ উদ্বোধন

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে ঈদগাহের মেহেরাব ও মিম্বার নির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠুর উদ্যোগ ও পরিকল্পনায় বড়খামার যুব কমিটির বাস্তবায়নে এ নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের সভাপতি ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আরশাদ আলী, বড়খামার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার কারিকর, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক, বাগান বাড়ী জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ শামসুর রহমান, বড়খামার যুব কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রাজ, অর্থ-সম্পাদক আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ নজরুল ইসলাম, আব্দুল মালেক কারিকর, রনি প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্দ মাটি কেটে উদ্বোধন ঘোষনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গুনাকরকাটি খানকায়ের ওরশ

মইনুল ইসলাম: আশাশুনির ঐহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ৯৫তম ওরশ শরীফ ও ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে ওরশ ও ফাতেহা শরীফ শুরু হয়ে শুক্রবার সকালে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণে শেষ হয়। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী।

গুনাকরকাটি (ছালেমপুর) নকশবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহঃ) এর ৯৫ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ওরশ ও ফাতেহা শরীফে বাস, মাইক্রো, প্রাইভেট, লঞ্চ ও অন্য যানবহান যোগে যোগদান করেন। ফাতেহা শরীফে মোনাজাত পরিচালনা করেন দিল্লী হুজুর হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। ওরশ শরীফে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান/মইনুল ইসলাম: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, সদস্য তপন বিশ্বাস ও সত্যরঞ্জন সরকার। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় রিপোর্টার্স ক্লাবের আয় ব্যায়, বার্ষিক কর্ম পরিকল্পনা, প্রতি সদস্যের মাসিক ফি ধার্য করা সহ বিগত কমিটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে তার পত্রের মাধ্যমে রিপোর্টার্স ক্লাবের সদস্যপদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আশাশুনি রিপোর্টার্স ক্লাব সংক্রান্ত কোন বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য সর্ব সাধরণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় মিলছে না

প্রেস বিজ্ঞপ্তি: সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির সন্ধান মিলছে না। শুক্রবার সকালে বিনেরপোতা এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন এক ভ্যান চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তিনি গুরুতর আহত হওয়ায় ঠিকানা মিলছে না তার পরিবারের।

এদিকে, তার অবস্থা আশংকাজনক। এনিয়ে অনেকটা বিপাকে পড়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। যদি কেউ তার বাড়ির সন্ধান দিতে পারেন তাহলে সাতক্ষীরা সদরহাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest