সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানার নতুন ভবন তৈরীর কাজ শেষের পথে। নতুন এই ভবনটি উদ্বোধন করতে আগামী ১০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) দেবহাটায় আসছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়। ঐ ভবনটি ছিল বাংলাদেশের একটি প্রাচীন কীর্তির নিদর্শন। কিন্তু ঐ ভবনটি অত্যন্ত খারাপ ও জরাজীর্ণ হওয়ার কারণে ভবনটি ভেঙ্গে উক্ত স্থানে একটি নতুন ভবন করার প্রস্তাব পাশ করা হয়। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ৪ তলা থানা ভবন ও প্রাচীর নির্মাণ করার জন্য টাকা বরাদ্দ দেয়া হয়।
জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মাণ বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ^াস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ইং ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ইং ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ঘষামাজা ও রং শেষ করার কাজ। পুলিশ সূত্র জানায়, আগামী ১০ মার্চ এই নতুন ভবনটি উদ্বোধনের জন্য দেবহাটায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি)। তিনি ঐদিন থানা ভবন উদ্বোধন করবেন এবং একটি জনসভায় যোগদান করবেন বলে জানা গেছে। তবে এখনো জনসভার স্থান ঠিক করা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের বিষয়টি আমরা শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে আমাদের করনীয় নির্ধারণ করা হবে। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আগামী ১০ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দেবহাটায় আগমেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার এ ফলাফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন।

কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এক্ষেত্রে PSC38Registration Number Send to ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রায় দুই মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হলো। এর আগে আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস-বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা-২০১৮ আহবান করা হয়েছে। আগামী-০২ মার্চ শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সাধারণ সভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন তার বাবা। নেইমার সিনিয়রের দাবি, মাঠে ফিরতে তার ছেলের ছয় থেকে আট সপ্তাহ লাগবে।

গত রোববার ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে ২৬ বছর বয়সী নেইমারের ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়। ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়।

এরপর মঙ্গলবার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সমস্যার পুরোপুরি সমাধানে এবং বিশ্বকাপ নিয়ে কোনোরকম ঝুঁকি এড়াতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। আর তাতে দুই মাসের মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে। তবে নেইমার অস্ত্রোপচার করানো সিদ্ধান্ত নেয়নি বলে জানান পিএসজি কোচ উনাই এমেরি। আগামী মঙ্গলবার রিয়ালের বিপক্ষে খেলার ‘ক্ষীণ সম্ভাবনা’ আছে বলেও দাবি করেন তিনি।

তবে নেইমারের বাবা ইএসপিএন ব্রাজিলকে জানান, তার ছেলে ওই ম্যাচে খেলতে পারবে না।

“আমাদের ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। পিএসজি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। দলের চিকিৎসক (ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার) আসবে এবং তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবে। আগামীকাল (বুধবার) তারা আলোচনা করে ঠিক করবে।”

“পিএসজি এরই মধ্যে জানে যে তার অস্ত্রোপচার লাগুক বা না লাগুক, তারা নেইমারকে ছয় থেকে আট সপ্তাহের জন্য পাবে না।”

“সিদ্ধান্তটি দ্রুত নেওয়া গুরুত্বপূর্ণ কারণ আমরা অপেক্ষা করতে পারি না। খেলোয়াড়টির সবচেয়ে দ্রুত সেরে ওঠার পথ হলো অস্ত্রোপচার।”

গত অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসা ২৬ বয়সী নেইমার এ মৌসুমে ৩০ ম্যাচে করেছেন ২৯ গোল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। ফলে কোয়ার্টার-ফাইনালে উঠতে ফিরতি পর্বে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে প্যারিসের ক্লাবটিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আগামী ৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে নামবে ওয়েস্ট ইন্ডিস। তার আগে বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে মাঠে নিমেছিলেন ক্যারিবীয়ানরা।

যেখানে আফগানদের কাছে হারের লজ্জায় ডুবেছে গেইল-স্যামুয়েলসরা। ফলে বিশ্বকাপের টিকিট পেতে যে কঠিন সংগ্রাম করতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সেই ইঙ্গিত দিয়ে রাখলেন নবি-রশিদ খানরা।

খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৩৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা মোহাম্মদ নবীদের শুরুটা হয়েছিল অবশ্য ব্যাটিং বিপর্যয় দিয়ে। ১২ রানের মধ্যে ৩ উইকেট হারানো দেশটি ৭১ রানেই হারিয়েছিল তাদের মূল্যবান ৮ উইকেট। তবে স্রোতের বিপরীতে ব্যাট করে অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি (৪২*) ও বোলার গুলবুদ্দিন নঈবের (৪৮) দৃঢ়তায় ৯ উইকেটে ১৬৩ রান তোলে আফগানিস্তান।

কিন্তু বৃষ্টি হানা দেওয়ায় জয়ের জন্য ৩৫ ওভারে ১৪০ রানের লক্ষ্য পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।   অবশ্য ক্যারিবীয়ানদের মারকুটে ব্যাটিংয়ের সামনে এই স্কোর টপকে যাওয়া কোনো ব্যাপার না হলেও সেটাই পাহাড়সম হয়ে দাঁড়ায় হোন্ডার বাহিনীর কাছে। এরই মধ্যে আবার ২৫ রানে গেইলের উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিস দুই উইকেটে তুলে ফেলেছিল ৮০ রান।

কিন্তু এরপর আর পথ খুঁজে পায়নি তারা। জাদরান-রশিদ খানদের বোলিং তোপে ২৬.৪ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে। এছাড়া মারলন স্যামুয়েলস করেন ৩৪ রান।

আফগানদের হয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন দৌলত জাদরান। এছাড়া রশিদ খান ও সরাফুদ্দিন আশরাফ দুটি করে উইকেট নেন।

জিম্বাবুয়েতে আসন্ন বাছাইপর্ব মিশন সামনে রেখে বড় এক ধাক্কাই খেল ক্যারিবীয় ক্রিকেট। বাছাইপর্বে খেলাটাই দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কলঙ্কজনক। তার ওপর প্রথম প্রস্তুতি ম্যাচেই সঙ্গী হলো পরাজয়ের লজ্জা। বাছাইপর্বে ১০ দলের মধ্যে দুটি দল জায়গা পাবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে। তবে ক্যারিবীয়ানদের জন্য স্বস্তির বিষয় হলো বাছাইপর্বে আফগানদের মুখোমুখি হতে হবে না তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে লিখলেন মনিকা লিউনস্কি

সাবেক হোয়াইট হাউজ ইন্টার্ন মনিকা লিউনস্কি জানিয়েছেন, যে সম্পর্কের কারণে বিল ক্লিনটন (যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট) অভিসংশনের মুখোমুখি হয়েছিলেন তা যৌন হেনস্থা ছিল না। তবে সেখানে বড় ধরনের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

ভ্যানিটি ফেয়ার সাময়িকীর মার্চ সংস্করণে লিখেছেন মনিকা। সেখানেই তিনি এসব দাবি করেন। মনিকা বলেন সম্প্রতি তিনি চোখে পানি ধরে রাখতে পারেননি যখন ‘#মি টু’ (যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন) এর এক নেতা তাকে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে তখন তুমি একা ছিলে। ‘ আন্দোলনটির প্রশংসা করে মনিকা বলেন, ‘আরও অনেক নারী-পুরুষ আছেন যাদের নিপীড়নের গল্পগুলো আমারটার আগে শোনা উচিত। ‘

মনিকা আরও লিখেছেন, কিছু মানুষ ভাবে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে আমার হোয়াইট হাউজ অভিজ্ঞতার (তিক্ত) কোনো জায়গা নেই, ‘বলা হয়েছে বিল ক্লিনটন ও আমার ঘটনাটি যৌন হেনস্থা ছিল না, যদিও এখন আমরা এটিকে আমরা ক্ষমতার বড় অপব্যবহার হিসেবে চিহ্নিত করতে পারি। ‘  সূত্র : গার্ডিয়ান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা ইউপিতে অর্ধকোটি টাকা আত্মসাত ॥ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : লাবসা ইউনিয়নের দুর্নীতিবাজ, ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী চেয়ারম্যান আলিম কর্তৃক অর্ধ কোটি টাকা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, মেম্বর মনিরুল ইসলাম, কাজী মনির, সাঈদ আলী সরদার, আসাদুল ইসলাম, আজিজুল ইসলাম, সাবেক মেম্বর রবিউল ইসলাম, সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক সিরাজুল ইসলাম, গাউস, ইয়ারুল, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি এনামুজ্জামান নিপ্পন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রহমত, প্রভাষক মনিরুল ইসলাম, মহসিন হাবিব মিন্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। ঠিক তখনই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ইউনিয়নের উন্নয়নের কোন কাজ না করে অর্ধকোটি টাকা লুটপাট করে। শুধু তাই নয় চেয়ারম্যান আলিম একজন চিহ্নিত ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী। ওই চেয়ারম্যান ইতোপূর্বে সংখ্যালঘু নিতাই মুহুরীর জমি দখল করে তাকে দেশে ছাড়া করেছিলো। এছাড়া ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার সাথেও চেয়ারম্যান আলিমের সংশ্লিষ্টতা রয়েছে। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভপতি পদে থাকা দুর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুল আলিম একজন সু-চতুর ব্যক্তি। তিনি ইউপি সচিবের যোগ সাজসে ইউনিয়নের সকল মেম্বরদের কাছ থেকে রেজুলেশন বিহীন সাদা কাগজে সহি করিয়ে নেয়। কি কারণে মেম্বরদের কাছ থেকে সাদা কাগজে সহি নেওয়া হয়েছে সে বিষয় কোনো ইউপি সদস্যকে জানানো হয়নি। রেজুলেশন বিহীন সাদা কাগজে সহি এর বিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন রেজুলেশন পরে লিখে নেব। উক্ত রেজুলেশন বিহীন সকল কাগজপত্র ইউনিয়ন পরিষদে না রেখে চেয়ারম্যান তার নিজ বাড়ীতে নিয়ে রাখেন যেন কেউ তা দেখতে না পারে। এ বিষয় কেউ কিছু বলতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি- ধামকি দিয়ে থামিয়ে রাখা হয়।
বক্তারা আরো বলেন, আলিম চেয়ারম্যান এতটায় হীন মানসিকার মানুষ যে তিনি তার চাচাতো ভাইয়ের জমি জবর দখল করে নিতেও দিধাবোধ করেন নি। তিনি শুধু নিতে জানেন কাউকে দেওয়ার মতো মানুষিকতা তার নেই। কেউ প্রতিবাদ করলে তাকে ভিটেছাড়া করতেও তিনি এতটুকু কার্পন্য করেন না। যার উজ্জল দৃষ্টান্ত তারই ইউনিয়নের সংখ্যালঘু নিতাই মুহুরী। এ ঘটনায় ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর তার পক্ষ নিয়ে কথা বলায় তাকেও অকাতরে জীবন দিতে হয়েছে ওই চেয়ারম্যান আলীমসহ তার সহযোগীদের হাতে। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি থাকায় চেয়ারম্যান সেই রুমে বসে কোনো দিন মিটিং করেননি। ইউপি নির্বাচন দুই বছরের অধিক সময় ধরে অতিবাহিত হলেও চেয়ারম্যান মাত্র কয়েকদিন পরিষদে এসেছেন। মেম্বরদের নিয়ে কোন দিন মিটিং পর্যন্তও করেন নি। ইউনিয়ন পরিষদের নাগরিকদের কাছ থেকে জন্ম নিবন্ধনের জন্য ৫০ টাকা নেওয়ার কথা থাকলেও তিনি জনপ্রতি ১শ টাকা করে নিয়েছেন। এ বিষয়ত জানতে চাইলে তিনি বলতেন এটা আমার বিষয় আপনাদের বিষয় না। নাশকতামুলক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। যে কারণে চেয়ারম্যান বর্তমানে পলাতক রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে ১২লক্ষ ১৫হাজার ৮৮৮ টাকা এবং হাট ইজারা থেকে পাওয়া ৩৭লক্ষ ২৮হাজার ৭২৩টাকা মোট ৪৯লক্ষ ৪৪হাজার ৬১১ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এঘটনায় রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত র্নীতিবাজ, ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী চেয়ারম্যান আলিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের উপকরণ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় এমন উপকরণ সিরিয়ায় সরবরাহ করছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞদের তৈরি করা একটি প্রতিবেদনের বরাত দিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি।

রাসায়নিক অস্ত্রে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে, এসিড প্রতিরোধী টাইলস, ভালভ ও থার্মোমিটার। টাইলসগুলো রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের সিরিয়ার অস্ত্র তৈরির কারখানাগুলোতে দেখা গেছে।

সম্প্রতি সিরিয়ার ঘৌটায় বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে সিরীয় বাহিনীর বিরুদ্ধে। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া।

সিরিয়ার বিরোধীদলীয় অন্তর্বর্তীকালীন সরকার বলছে, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে বিষাক্ত ক্লোরিন গ্যাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেশ কয়েকজনকে পাশ্ববর্তী আল-শিফোনিয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের শ্বাসনালীতে যন্ত্রণা, প্রদাহ, চোখ জালা-পোড়া ও মাথা ঘোরার লক্ষণ পাওয়া গেছে।

হোয়াইট হেলমেট বলছে, বেশ কয়েকজন নারী ও শিশু শ্বাস-প্রশ্বাসের কষ্টে ভুগছেন। বিদ্রোহীদের হাত থেকে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী একাধিক ফ্রন্ট থেকে হামলা চালিয়ে আসছে। গত এক সপ্তাহে পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর হামলায় নারী শিশুসহ পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

নিজেদের পারমাণবিক কর্মসূচির কারণে বহুদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বার বার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে জানানো হয়েছে, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে একটি চীনা ট্রেডিং ফার্মের মাধ্যমে পণ্যের পাঁচটি চালান সিরিয়ায় পাঠানো হয়েছে। এগুলো কয়েক বছর ধরে পাঠানো বহু চালানের একটি অংশ।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে আরও জানানো হয়েছে সিরিয়ার সরকারি সংস্থা দ্য সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (এসএসআরসি) বেশ কয়েকটি ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এসব চালানের মূল্য পরিশোধ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest