সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কক্সবাজারে খালেদা, ত্রাণ দেবেন সোমবার

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা দিতে ঢাকা থেকে সড়কপথে রওনা দেওয়ার একদিন পর কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার রাত ৮টার দিকে তার গাড়িবহর কক্সবাজার পৌঁছে।
এরপর তিনি জেলা সার্কিট হাউজে ওঠেন। সেখানে যাত্রিযাপনের পর দলের সিনিয়র নেতাদের নিয়ে আগামীকাল সোমবার বেলা ১১টার পরে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা।

সোমবার রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের খোঁজ-খবর নেবেন। বিকালে আবার সার্কিট হাউজে ফিরে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

এর আগে, শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পথিমধ্যে একবার হামলার ঘটনাও ঘটে। পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করনের হাতেই অভিষেক শ্রীদেবী কন্যার

করন জোহর। যার হাত ধরে বলিউড অভিষেক হয়েছে বরুন ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ কাপুরের মতো বলিউড তারকাদের। যাঁরা এখন দাপিয়ে বেড়াচ্ছেন গোটা বলিউড। এবার সেই অভিষেকের তালিকায় যোগ হচ্ছে আরো একটি নাম। শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুর। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, করনের হাত ধরেই মারাঠি চলচ্চিত্র ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ দিয়ে বলিউডে পা রাখছেন জাহ্নবী।

মারাঠি ছবি সাইরাত মুক্তির পরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। চিরাচরিত ধনী-গরিব বৈষম্যেকে কেন্দ্র করে একটি প্রেমের কাহিনী উপস্থাপন করা হয়েছিল ছবিটিতে। তবে ছবিটির প্রেক্ষাপট মারাঠি হওয়ায় হিন্দি সংস্করণ নির্মাণের ক্ষেত্রে এর প্রেক্ষাপট বদলে দিতে চান করন। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’কে মাথায় রেখে সাজানো হবে ছবিটির প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খাইতান। প্রযোজনায় থাকছে করনের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন। শুধু ‘সাইরাত’এর হিন্দি সংস্করণই নয় আরো একটি হিন্দি সংস্করণে দেখা মিলবে শ্রীদেবী কন্যার। হলিউডের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ চলচ্চিত্রের হিন্দি সংস্করনেও অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর।

মারাঠি ছবিটি ‘সাইরাত’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মারাঠি তারকা রিঙ্কু রাজগুরু, আকাশ তোশার, তানাজি গালগুন্ডে এবং আরবাজ শেখের মতো মারাঠি তারকারা। ২০১৬ সালে মুক্তি পায় ছবিটি। ৪০ মিলিয়ন রুপি বাজেটের ছবিটি আয় প্রায় এক বিলিয়ন ছাড়িয়ে যায়। ছবিটির গল্প লেখার পাশাপাশি পরিচালনাও করেছিলেন নাগরাজ মানজুলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএসের হিটলিস্টে প্রিন্স জর্জ

আইএসের হিটলিস্টে রয়েছে প্রিন্স জর্জের নাম। লন্ডনের এক সংবাদপত্রে এই দাবি করা হয়েছে।
খবরে প্রকাশ, প্রিন্স উইলিয়াম ও ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনের একরত্তি ছেলেকে খুনের হুমকি দিয়েছে আইএস। চার বছরের জর্জকে গত মাসে সেন্ট্রাল লন্ডনের অভিজাত থমাস ব্যাটারসিয়া স্কুলে ভর্তি করা হয়েছে।

চার বছরের জর্জকে গত মাসে সেন্ট্রাল লন্ডনের অভিজাত থমাস ব্যাটারসিয়া স্কুলে ভর্তি করা হয়েছে। ওই সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযাযী, সোশ্যাল মিডিয়ায় জর্জের একটি ছবি পোস্ট করে আইএস। ছবির নিচে ইংরেজিতে লেখা ‘school starts early’ অর্থাত্ৎ সকাল সকাল স্কুল শুরু হয়ে যায়। এছাড়া পোস্টে আরবি ভাষায় আরও কিছু লেখা আছে। সংবাদপত্রের দাবি, তদন্তকারীরা সেই ভাষার মানে উদ্ধার করেছে। ওই আরবি ভাষায় খুদে প্রিন্সকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এরপরই ব্রিটেনের গুপ্তচর সংস্থা ও পুলিশ সতর্ক হয়ে যায়।
আইএসের গতিবিধির উপর নজর বাড়ানো হয়। স্কুলেও জর্জের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে এক মহিলাকে স্কুলের করিডরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

নজরদারি ক্যামেরায় তা ধরাও পড়ে। কিছুদিন পরে অবশ্য সেই নারীকে ধরা হয়। মনে করা হচ্ছে চুরির উদ্দেশে স্কুলে ঢুকে পড়ে সে। এরপরই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে নগর পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবার হারল রিয়াল মাদ্রিদ

গত মৌসুমে ফুটবলের প্রায় সবগুলো ট্রফি নিজেদের করে নেওয়া রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে খেই হারিয়ে ফেলেছে। ভ্যালেন্সিয়া-লেভান্তের মতো দলগুলোর বিপক্ষে ড্র করেছে জিনেদিন জিদানের দল। হেরে গেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এবার জিরোনার বিপক্ষেও পেরে উঠলেন না ক্রিস্টিয়ানো রোনালদোরা। জিরোনার মাঠে ২-১ গোলে হেরেছে আসরে বর্তমান শিরোপাধারীরা। এই হার রিয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার মিশনটা আরো কঠিন করে তুলল। কারণ চিরপ্রতিপক্ষ বার্সেলোনার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা।

জিরোনার মাঠে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদই। ১২তম মিনিটে রোনালদোর নেওয়ার শট আটকে দেন জিরোনার গেলরক্ষক বোনু। তবে বলটা ধরে রাখতে পারেননি তিনি। বল পেয়ে যান কাছেই থাকা রিয়াল তারকা ইসকো। সহজ বলটাকে জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ তারকা।

২১তম মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পায় জিরোনা। তবে বোজো গার্সিয়ার শটটা রিয়ালের সাইডবারে লেগে ফিরে আসে। এই অর্ধে গোলের আরো কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিক জিরোনা। সেখান থেকে গোল আদায় করতে পারেনি দলটি। বিরতির পর গোল শোধ করে স্বাগতিকরা। ৫৪ মিনিটে গোল করে সমতা ফেরান ক্রিস স্টুয়ানি। রিয়ালের ডি বক্সে বোজো গার্সিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ানে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড স্টুয়ানি।

মিনিট পাঁচের পর রিয়ালকে আবার হতাশা উপহার দেয় জিরোনা। ৫৮তম মিনিটে রিয়ালে জালে বল জড়ান পুর্তো। পাবলো মাফিয়োর বুলেট গতির শটে পা লাগান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২-১ গোলে পিছিয়ে পড়া রিয়াল শোল শোধের চেষ্টা করেছিল তবে নিষ্প্রভ রোনালদো-বেনজেমা-অ্যাসেনসিওদের কোনো চেষ্টাই ফলপ্রসু হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।

লা লিগায় ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। আর ১০ ম্যাচে ৬ জয় পাওয়া রিয়ালের সংগ্রহ ২০ পয়েন্ট। বার্সেলোনা পথ না হারালে এই মৌসুমে শিরোপা ধরে রাখা বেশ কষ্টসাধ্যই হবে রিয়ালের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ

লক্ষ্য ২২৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে খুব এক সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের দল। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দলটি। তাই শেষ পর্যন্ত ৮৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করে তারা।

পচেফস্ট্রুমে আজ রোববার অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪১ রানে।

এই হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের সাত মাচের সবকটিতেই হেরেছে তারা। টেস্টে ২-০, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হারের এবার টি-টোয়েন্টিতেও ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

এদিনের ম্যাচে বাংলাদেশ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে। তখন তিনি ঝুলিতে নিয়েছেন মাত্র ৬ রান। এরপর সাকিব (২), মুশফিকুর রহিম (২) ও সাব্বির রহমানও (৫), মাহমুদউল্লাহ (২৪), লিটন দাস (৯) ও মেহিদী হাসান মিরাজ (১৩) সাজ ঘরে ফিরেন। আর ওপেনার সৌম্য সরকার ৪৪ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই স্বাগতিক দুই ব্যাটসম্যান মাঙ্গালিসো মোসেলে ও অধিনায়ক জেপি ডুমিনিকে সাজ ঘরে ফেরত পাঠান। এই জোড়া আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের ২.৩ ওভারে সাকিব সরাসরি বোল্ড করেন প্রোটিয়া ওপেনার মাঙ্গালিসো মোসেলেকে। তখন তিনি করেন মাত্র ৫ রান। দলীয় রান ছিল ২৩। এরপর অধিনায়ক জেপি ডুমিনিকেও আউট করেন সাকিব। তিনিও নিজের ইনিংসটাকে খুব একটা বড় করতে পারেননি। মাত্র ৪ রান করে সাজ ঘরে ফিরেন।

তারপরও প্রোটিয়াদের রানের চাকা সচল ছিল। দশম ওভারের পঞ্চম বলে ডি ভিলিয়ার্সকে (২০) তরুণ সাইফুদ্দিন প্যাভিলিয়নে ফেরত পাঠালেও এক পাশ আগলে রাখেন আমলা। তিনি ৫১ বলে ৮৫ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে এই সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। ১১টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।

এদিন ডেভিড মিলার ছিলেন আরো বেশি উজ্জ্বল। তিনি ৩৬ বলে ১০১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। বিশেষ করে ইনিংসের ১৯তম ওভারে সাইফুদ্দিনের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে তিনি রীতিমতো ঝড় বইয়ে দেন বাংলাদেশের বোলিংয়ের ওপর।

বাংলাদেশের পক্ষে সাকিব ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মিলারের

রায় ছয় বছর এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রিচার্ড আর্নেস্ট লেভি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে দারুণ একটি সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে লেভির করা এই রেকর্ডকে এবার ভেঙেছেন তাঁরই এক স্বাদেশি ডেভিড মিলার। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে নতুন এই রেকর্ড গড়েন তিনি।

পচেফস্ট্রুমে রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন মিলার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৬ বলে তিনি করেন ১০১ রান।

আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ দু প্লেসি ৪৬ বলে সেঞ্চুরি করেন ২০১৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের লোকেশ রাহুলও ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন তাঁদের সবাইকে ছাড়িয়ে গেলেন মিলার।

মিলারের এদিনের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা করেছে ২২৪ রান। মিলারের এই ইনিংসে সাতটি চার এ নয়টি ছক্কার মার ছিল। তাঁর মধ্যে সাইফুদ্দিনের এক ওভারেই পাঁচটি ছক্কা মারেন তিনি।

কম যাননি হাশিম আমলাও, তিনি ৫১ বলে ৮৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ১১টি চার ও একটি ছক্কার মার ছিল। এ ছাড়া আর কেউ খুব একটা ভালো করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অতিরিক্ত পরিশ্রমে’ ফ্যাশন শোতে মডেলের মৃত্যু

চীনে ফ্যাশন শো চলাকালে রাশিয়ার এক মডেলের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ওই কিশোরী মডেল চরম অবসাদগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে সে কোমায় চলে যায়। এরপর আর তার জ্ঞান ফেরেনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভ্লাদা ডিজিউবা নামের ১৪ বছর বয়সী ওই রাশিয়ার মডেল চরম অবসাদ ও মস্তিষ্কের প্রদাহজনিত রোগে ভুগছিল।

রাশিয়ার পার্ম মডেলিং এজেন্সির পক্ষ থেকে মডেলিংয়ের কাজে তিন মাসের জন্য চীনে গিয়েছিল ভ্লাদা।

সাংহাইয়ে ১২ ঘণ্টার একটি ফ্যাশন শোতে কঠোর পরিশ্রমের কারণে অবসন্ন হয়ে ঢলে পড়ে ডিজিউবা। পরে সে কোমায় চলে যায়। এর দুদিন পর তার মৃত্যু হয়।

বেশ কিছু সংখ্যক রাশিয়ান মডেলকে চীনে পাঠানো হয়েছে। কিন্তু ভ্লাদার এই মর্মান্তিক ঘটনার পর অতিরিক্ত পরিশ্রমের বিষয়টি মডেলদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

দ্য সাইবেরিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোরী মডেল যখন ক্যাটওয়াক করতে যাচ্ছিল, এর ঠিক আগ মুহূর্তেই তার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়।

ভ্লাদার মা ওকসানা জানান, সে ফোনে কান্নায় ভেঙে পড়েছিল এবং বাড়ি ফিরতে চেয়েছিল।

শোকাহত ওকসানা বলেন, ‘সে ফোন করে বলেছিল, মা আমি খুব ক্লান্ত, আমার অনেক ঘুম দরকার।’ তিনি আরো বলেন, ‘আমি ঘুমোতে পারছিলাম না, তাকে বারবার ফোন দিতে থাকি, তাকে হাসপাতালের যাওয়ার জন্য বলি।’

ভ্লাদাকে বৈধভাবে সপ্তাহে তিন ঘণ্টা কাজের অনুমতি দেওয়া হয়েছিল। সে মারা যাওয়ার আগে তার ছোট বোনের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য ভিসা পাওয়ার চেষ্টা করছিল।

পার্ম মডেলিং এজেন্সির প্রধান এলভিরা জাইটশেবা বলেন, এমন ঘটনা ঘটবে তা কেউই আশা করেনি।

এদিকে, এ ঘটনার পর ওই মডেলের কাজের পরিস্থিতির বিশ্লেষণের দাবি জানিয়েছে মস্কো। কিশোরী মডেল ভ্লাদা এশিয়ায় থাকাকালে কেমন পরিশ্রম করেছে সেটার বিশ্লেষণই এখন প্রস্তুত করছে রাশিয়া।

তবে ক্রেমলিনের মানবাধিকারকর্মী পাভেল মিকভ ব্যক্তিগতভাবে ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি তদন্ত করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিরিক্ত ডিওডোরেন্ট মারাত্মক ক্ষতির কারণ!

নিয়মিত ডিওডোরেন্ট এবং অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহারের ফলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! কেননা, ডিওডোরেন্টের সবটাই কেমিক্যাল দিয়ে তৈরি এবং খুবই টক্সিক বা ক্ষতিকারক। প্রতিদিন ডিওডোরেন্ট ব্যবহারের কারণে ত্বক এই কেমিক্যাল শুষে নেয়‚ ফলে বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হতে পারে।
সাম্প্রতিক গবেষণায় ডিওডোরেন্টের সঙ্গে স্তন ক্যান্সারের সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে। আরও জেনে নিন-

ঘাম গ্রন্থি বন্ধ করে দেয়: ডিওডোরেন্ট আর অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহারের ফলে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ঘামের সঙ্গে শরীর থেকে বহু ক্ষতিকারক টক্সিনস বেরিয়ে যায়। কিন্তু রোমকূপ বন্ধ থাকলে তা শরীরের ভিতর জমতে থাকে। এতে শরীরের কোষ নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ক্যানসারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।

বিভিন্ন ত্বকের সমস্যা: সাধারণত ডিওডোরেন্টে প্রোপেলিন গ্লেকল (Propylene Glycol) নামের কম্পাউন্ড থাকে বলে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হতে পারে। যেমন: গায়ে লাল গুটি দেখা যেতে পারে বা ত্বক জ্বালা করতে পারে। একই সঙ্গে এই কম্পাউন্ড নিউরোটক্সিক।
ফলে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে। রোল অন বা স্টিক ডিওডোরেন্টে প্রোপেলিন গ্লেকলের মাত্রা বেশি থাকে।

অ্যালঝাইমারস ডিজিজ: অ্যান্টিপারসপিরেন্টের প্রধান উপদান হলো অ্যালুমিনিয়াম। এর ফলে হতে পারে ডিমনেশিয়া এবং অ্যালঝাইমারস ডিজিজ। বারবার ডিওডোরেন্টের গন্ধ শুকলে অ্যাজমাও হতে পারে।

হরমোনাল ইমবালেন্স: বেশিরভাগ ডিওডোরেন্টে প্রিজারভেটিভ হিসেবে প্যারাবেনস (Parabens) ব্যবহার করা হয়। এর ফলে শরীরে হরমোনাল ইমব্যালেন্স থেকে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা তৈরি হয় এবং মেয়েরা উপযুক্ত বয়েসের আগেই ঋতুমতী হয়ে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest