সর্বশেষ সংবাদ-
তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : আহত ১০শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালিসাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতসাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরুসাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতিএস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিনকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-

জেলখানায় বসেও ছলচাতুরী করছেন বাবা গুরমিত রাম!

ভারতের ধর্ষক ধর্মগুরু রাম রহিম সিং জেলে গিয়েও নানা কাণ্ড ঘটাচ্ছেন। আদালতের নিয়ম অনুযায়ী তাকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাই জেলখানায় বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে তাকে।সেই মতো হরিয়ানার সাজাপ্রাপ্ত ধর্ষক বাবাকে ‘পাপোশ’ তৈরির কাজ দিয়েছে জেল কর্তৃপক্ষ।বুধবার থেকেই তাকে সেই কাজের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু পাপোশ তৈরির কাজে ফাঁকি দেয়ার জন্য অসুস্থতার ভান করছেন তিনি।

কাজ না করার জন্য মাটিতে গড়াগড়ি দিয়ে অজ্ঞান হওয়ার নাটক করছেন। ক্ষেপে গিয়ে মাঝে মাঝেই উচ্চপদস্থ কারা কর্মকর্তাদের অভিশাপও দিচ্ছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান।এক কারা কর্মকর্তা ডিউটি থেকে ফিরে তার ঘনিষ্ঠদের বলেন, ‘বাবাজিকে নিয়ে আর পারা যাচ্ছে না। তাকে পাপোশ তৈরি করতে বললেই অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছেন। কারা কর্মকর্তারা কাজ করার জন্য জোর করলে তাদের অভিশাপ দিচ্ছেন।–কালেরকন্ঠ।

উল্লেখ্য, ধর্মগুরু রাম রহিম ডেরা সাচা সাওদার প্রধান। তার অধীনে ৩৮টির মতো আশ্রম রয়েছে। মূল আশ্রমটি হরিয়ানার সিরসায়। গরিব মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা কুড়ালেও তার জীবন-যাপন নিয়ে বিতর্কের অন্ত নেই। আশ্রমের নারী সেবিকাদের ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুনের অভিযোগও আছে। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে নানাভাবে তাদের হয়রানি করা হতো। তার অর্থের উৎস নিয়েও বিতর্ক রয়েছে।আশ্রমের দুই নারীকে ধর্ষণের দায়ে পৃথক দুই মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার। এখন তিনি রোতাকের কারাগারে সাধারণ আসামির মতো সাজা খাটছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লিতে এবার কুকুর ছানাকে ধর্ষণের পর হত্যা!

ভারতের রাজধানী শহর দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই নেই কুকুর ছানাদেরও! এবার কুকুরছানাকে ধর্ষণ করে হত্যায় অভিযুক্ত ৩৪ বছর বয়সী এক ট্যাক্সিচালক! ওই ব্যক্তি একটি মেয়ে কুকুর ছানাকে ধর্ষণ করে! অতিরিক্ত রক্তপাতের ফলে মারা যায় কুকুর ছানাটি! এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া।

ঘটনাটি ঘটেছে দিল্লির নারাইনা এলাকায়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণ ও রক্তপাতের ফলেই কুকুর ছানাটির মৃত্যু হয়েছে। নরেশ কুমার নামের ওই ধর্ষক ট্যাক্সি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক পশুপ্রেমী। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন তিনি।

অভিযুক্ত নরেশের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী বিকৃত স্বভাবের। এমনকি তাঁর ওপরও তার স্বামী নরেশ একইভাবে যৌন অত্যাচার করে। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন নরেশের স্ত্রী।

জানা গিয়েছে, ২৫ আগস্ট রাতে নেশার ঘোরে দুই সন্তানের বাবা নরেশ ওই কুকুর ছানাটিকে ধর্ষণ করে। কুকুরটিকে এলাকার লোকজন জেনি বলে ডাকতেন। পরে বড় ভাই সুরেশের সাহায্যে কুকুরটিকে একটি বস্তায় ভরে দুই কিলোমিটার দূরে নারাইনা ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি নর্দমায় ফেলে দিয়ে আসে নরেশ। স্থানীয় পশুপ্রেমী অভিষেক কুমার কুকুর ছানাটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এরপর স্থানীয় বাসিন্দারা নরেশকে চেপে ধরতেই সে অপরাধের কথা স্বীকার করে নেয়। অভিষেকের অভিযোগের ভিত্তিতে কুকুরটির দেহ তুলে নিয়ে ময়নাতদন্তও করা হয়। পরের দিন অর্থাৎ ২৬ আগস্ট পশু চিকিৎসকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিলেও, পুলিশ তা দেখাতে চায়নি বলে অভিযোগ। ঘটনার ৪ দিন পর ২৯ আগস্ট মঙ্গলবার এই ঘটনায় অভিষেকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীদের কোলে বসিয়ে ছবি তোলা শখ এই শিক্ষকের!

ছাত্রীদের কোলে বসিয়ে ছবি তোলা শখ এই শিক্ষকের!

শিক্ষক-শিক্ষিকাদের কাজ ক্লাসের শিক্ষার্থীদের পাঠদান করা। কিন্তু এই শিক্ষক সেই কাজটি কতটা করেন তা জানা নেই। তবে কোমলমতি ছাত্রীদের কোলে বসিয়ে অসংলগ্ন অবস্থায় ছবি তোলেন অহরহ।

এখানেই শেষ নয়, সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন নিয়মিত। তবে এত কিছুর পরেও গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তেই।

ভারতের অাসামের হাইলাকান্দি জেলার কাতলিচেরা টাউনের একটি সরকারি স্কুলে পড়ান অভিযুক্ত শিক্ষক ফইজুদ্দিন লস্কর। তার এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এক নারীকে প্রকাশ্যে জড়িয়ে ধরায় গণপিটুনির শিকার হন তিনি। উত্তেজিত জনতা তার একটি আঙুলও কেটে নেয় সে সময়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিক্ষকের সঙ্গে মেয়ের আপত্তিকর ছবি দেখার পর পুলিশে অভিযোগ করেন এক অভিভাবক। কিন্তু থানায় ডেকে ফইজুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এর জন্য স্থানীয় লালা থানার সিনিয়র অফিসার মনিরুল ইসলাম-কে দায়ী করছেন তারা।

স্যোসাল মিডিয়ার ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসের মধ্যেই ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়িয়ে-বসে এসব ছবি তোলা হয়েছে। এত দিন ধরে এ কাজ করার পরও কী ভাবে স্কুল কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেল বিষয়টা সেটাই বড় প্রশ্ন এখন।

শিক্ষকের বিরুদ্ধে FIR দায়ের হওয়ার পরেও কেনো তাকে গ্রেপ্তার করা হল না উত্তর মেলেনি সেই প্রশ্নেরও। সূত্র: এই সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এফডিসিতে পরীমনির দুই গরু

এফডিসিতে দুইটি গরু কুরবানি দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। গত ঈদেও এফডিসির শিল্পীদের জন্য একটি গরু কুরবানি দিয়েছিলেন তিনি।

শুক্রবার সকালে এফডিসির মুল গেট দিয়ে ঢুকেই হাতের বামের ছোট মাঠে দেখা যায় সাদা-কালো রঙের দুইটি গরু।

এফডিসির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ফারুক জানালেন, ‘গরু দুটি সকালে এফডিসিতে রেখে গেছেন নায়িকা পরীমনি। ঈদের দিন এফডিসিতে কুরবানি দেওয়া হবে। ঈদে ঢাকায় থাকা শিল্পীদের জন্য এই কোরবানি। তিনি গতবছর একটা গরু দিয়েছিলেন, এবার দিচ্ছেন দুইটি।’

গত ঈদে চলচ্চিত্রের এক্সট্রা-শিল্পীদের ঈদ নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। সেখানে উঠে আসে অর্থাভাবে তাদের কুরবানি না দেওয়ার কথা। সংবাদ পড়ে পরীমনি উদ্যোগি হয়ে এফডিসিতে একটি গরু কুরবানি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার কুরবানি দিচ্ছেন দুইটি গরু।

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য পরীমনির সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেলেকে ছাড়িয়ে ইতিহাসে ‘পঞ্চম’ রোনালদো

রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফারো আইল্যান্ডসকে ৫-১ গোলে হারানোর দিনে দারুণ একটি রেকর্ড গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে গোলের দিক থেকে ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রোনালদো এখন পঞ্চম সর্বাধিক গোলদাতা।

রোনালদো এদিন হ্যাটট্রিক করেন। জাতীয় দলের হয়ে তিনি এখন ৭৮টি গোলের মালিক।

চারবারের বিশ্বসেরার সামনে আছেন আলী দেই (১০৯), ফ্রেঙ্ক পুসকাস (৮৪), কুনিসেইগে কামামোটো (৮০) এবং গডফ্রে চিতালু (৭৯)।

এই রেকর্ডের দিনে রোনালদো আরেকটি কীর্তি গড়েছেন। এবারের বাছাইপর্বে ১৪ গোল হল তার। ছুঁয়ে ফেললেন যুগোস্লাভিয়ার সাবেক প্রেদ্রাগো মিয়াতোভিচের রেকর্ড।

আগের মৌসুমে রোনালদো নিজের দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভাল করতে সাহায্য করেছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বেও যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এখনেও তার জন্য সুখকর কিছু অপেক্ষা করছে বলে মনে হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেদারল্যান্ডসকে ছাড়াই বিশ্বকাপ?

এ গ্রুপের দল নেদারল্যান্ডস রাশিয়া কাপে খেলার সম্ভাবনা কমিয়ে ফেলেছে। শেষ রাতে ফ্রান্সের বিপক্ষে ৪-০ গোলের বড় হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে দলটি।

২০১৪ সালের বিশ্বকাপে এই নেদারল্যান্ডস তৃতীয় হয়েছিল। ফ্রান্সের থেকে তারা ছয় পয়েন্ট নিচে। সুইডেনের থেকে তিন পয়েন্ট, এবং বুলগেরিয়ার থেকে দুই পয়েন্ট কম। ১৬ পয়েন্ট নিয়ে ফ্রান্স এই গ্রুপের শীর্ষ দল।

ইউরোপের গ্রুপ চ্যাম্পিয়ন দলটি সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। রানার-আপ দলকে প্লেঅফ খেলে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হবে।

ডাচদের হারাতে ফ্রান্স এদিন দেখার মতো ফুটবল খেলেছে। অ্যান্টোনিও গ্রিজম্যান প্রথম গোল করার পর উদীয়মান তারকা থমাস লিমার জোড়া গোল করেন। অন্য গোলটি এমবাপের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ উপলক্ষে টানা ৪ দিন ভোমরায় আমদানী-রপ্তানী বন্ধ

আসাদুজ্জামান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে টানা ৪ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যথারীতি আবারও আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চার দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের অর্থ সম্পাদক এস এম মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারী তিন দিন ছুটির সাথে আমরা সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে আরও একদিন (সোমবার) বাড়িয়ে মোট চার দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো জানান, আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ ও আতশবাজি জব্দ

কেএম রেজাউল করিম : শুক্রবার দিবাগত রাতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স অফিসার মেজর আব্দুল্লাহ আল মামুন (এসপিপি)’র নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাখরা বিওপি’র দায়িত্বপূর্ণ বহেরা এলাকায় বিআইপি সদস্য ল্যান্স নায়েক ফারুকের তথ্যের ভিত্তিতে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় উক্ত মালামাল জব্দ করা হয়েছে। এসময় ভারতীয় আর কে পায়েল ইমিটেশন গলার চেইন ১,২০০ পিস, মূল্য-১,২০,০০০ টাকা, বিভিন্ন প্রকার আতশ বাজি ৫৫,২০০(বুড়িমার চকলেট বোম ৭২০টি, ম্যাজিক গ্রীণ ২৭ টি, গোল্ডেন বেননজা ২১ টি ও হোয়াইট হ্যান্ডার ১২ টি) টাকা এবং বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট ২২০০ পিস (অনাগ্রা ৫০০ পিস ও জেমস বোম বোম ১৭০০ পিস), মূল্য- ২,৬২,০০০টাকার মালামাল আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, আটককৃৃত মালামালের সর্বমোট মূল্য-৪,৩৭,২০০(চার লক্ষ সাঁইত্রিশ হাজার দুইশত ) টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest