সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরায় ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (সিনিয়র গ্রুপ) ২০১৭-১৮ ১ম পর্বের ম্যাচের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বহি-বিশ^ ছাড়িয়ে ক্রিকেট এখন বাংলাদেশের একটি প্রিয় খেলায় রুপ নিয়েছে। দিন দিন ক্রিকেট খেলার আগ্রহ বেড়েছে। খেলোয়াড়দের খেলার স্টাইল পরিবর্তন হয়েছে। ক্রিকেটে আগের তুলনায় অনেক উন্নতমানের খেলা দেখতে পায় দর্শকেরা। এ জেলায় ক্রিকেটে অনেক সুনাম রয়েছে। পরবর্তীতে এ খেলোয়াড়দের কাছে আরো উন্নতমানের খেলা দেখতে চাই।’
উদ্বোধনী খেলায় প্রতিদন্দ্বিতা করে পাবনা জেলা বনাম ঠাকুরগাঁও জেলা দল।
এসময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, তৈয়েব হাসান বাবু, ইকবল কবির খান বাপ্পি, সৈয়দ হায়দার আলী তোতা, আ.ম আক্তারুজ্জামান মুকুল, স.ম সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, কাজী কামরুজ্জামান কাজী, ইদ্রিস বাবু, মো. আলতাপ হোসেন ও খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রিকেট প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি, বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল : শাওন

ঢালিউডের আলোচিত ছবি ‘ডুব’ এর সঙ্গে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামটি বারবার জড়িয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পরও এমন বিতর্ক থামেনি।
ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী কিংবা জীবনী নয়- এ দুই ভাগে ভাগ হয়ে গেছে দর্শক।

ছবিটি লেখকের জীবনী নির্ভর এমন আশঙ্কা থেকে সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছিলেন লেখকের স্ত্রী অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের সঙ্গে তার সম্পর্ককে নেতিবাচকভাবে দেখানো হতে পারে- এমন শঙ্কাও ছিল তার।

এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সেসময় লেখকের মেয়ে শীলা আহমেদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। জানান, শীলা আহমেদ কখনই তার সহপাঠী ছিলেন না। সম্প্রতি শীলা আহমেদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন শাওন। এ প্রসঙ্গে টিভি অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’র উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নে তিনি বলেন, আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি বরং আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে।

সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে ‘ডুব’ ছবির মুক্তি পাওয়ার বিষয়ে অনুষ্ঠানে শাওন বলেন, আমি যেই আশঙ্কাগুলো করছিলাম, অনেকবার ব্যাখা করেছি, আশঙ্কার কথা জানিয়ে আমি চিঠি দিয়েছি সেন্সর বোর্ডে। পাঁচটি জায়গায় তারা দৃশ্য কর্তন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামান্য পানিও হতে পারে মৃত্যুর কারণ!

শরীর সুস্থ রাখতে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেই পরিমাণ বেশি হলে কী ঘটতে পারে কখনও ভেবে দেখেছেন কি?

যুক্তরাষ্ট্রের ‘কেমিস্ট্রি সোসাইটি’র থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনের চেয়ে বেশি পানি খেলে মৃত্যুও হতে পারে আপনার।

একটি আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭০-৭৫ কেজি ওজনের একটি পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি যথেষ্ট। এর চেয়ে সামান্য কমবেশি হলেও ক্ষতি নেই।

কিন্তু যুক্তরাষ্ট্রের ‘কেমিস্ট্রি সোসাইটি’র মতে, ১৬৫ পাউন্ড (৭৪.৮ কেজি) ওজনের কেউ দিনে ৬ লিটার পানি খেলে তা মৃত্যুও ডেকে আনতে পারে।

অতিরিক্ত পানি শরীরে জমা হওয়া লবণের সঙ্গে খুব বিপজ্জনক মাত্রায় মিশে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর অন্য নাম, ‘হাইপোন্যাট্রেমিয়া’। এতে মস্তিষ্কের কোষগুলি ফুলে ওঠে এবং বমি বমি ভাব ছাড়াও শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়।

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে ক্যালিফোর্নিয়ার একটি রেডিও স্টেশনে পানি খাওয়ার প্রতিযোগিতায় প্রায় ৬ লিটারের মতো পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন জেনিফার স্ট্রেঞ্জ। বমি এবং প্রচণ্ড মাথাব্যথা নিয়ে বাড়িতে ফেরার পর তিনি মারা যান। সূত্র: এবেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুদিনা পাতা দিয়ে ব্রণের দাগ দূর করুন !

স্বাস্থ্য ডেস্ক: অতি প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খাদ্য হিসেবে পুদিনা আপাত অবহেলিত হলেও ওষুধ হিসেবে অবহেলিত নয় মোটেও। বরং যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে, আর ততই মানুষ জানছে এসবের গুণাগুণ সম্পর্কে। আর তাই ব্যবহারের আগ্রহও তৈরি হচ্ছে নানা ভেষজ সম্পর্কে। শুধু খাবার আর ওষুধ হিসেবে নয়, রূপচর্চার উপাদান হিসেবেও পুদিনার রয়েছে যথেষ্ট অবদান। বিশেষ করে ব্রণের দাগ দূর করতে এর তুলনা নেই। কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন পদ্ধতিটি।

১। পুদিনায় রয়েছে মেন্থল যা ব্রণের লালচে ভাব কমায়। এছাড়া ব্রণ শুকানোর পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও কার্যকর পুদিনা। চাইলে পুদিনা পাতার রস সরাসরি ব্যবহার করতে পারেন ব্রণে।

২। ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান। সম্ভব হলে সারারাত রাখুন। নতুবা কমপক্ষে ২/৩ ঘণ্টা রাখুন। তারপর ধুয়ে ফেলুন। মাস খানেকের মাঝেই দাগ দূর হবে।

৩। মুঠোভর্তি পুদিনা পাতা ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। তুলার টুকরায় পুদিনার পেস্ট নিয়ে ব্রণের দাগের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবার এই পেস্ট ব্যবহার করুন। ধীরে ধীরে ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।

উপরের যে কোন একটি পদ্ধতি আপনি ব্যবহার করে ব্রনের জন্য ট্রাই করে দেখতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতের আদেশ পালন না করায় সাতক্ষীরার এসপি ও আশাশুনির ওসিকে হাইকোর্টে তলব

অনলাইন ডেস্ক : আদালতের আদেশ পালন না করায় সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট।
রোববার (২৯ অক্টোবর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২ নভেম্বর এসপি ও ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাইকোর্ট সূত্র জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে আশাশুনি উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দ জমি নিয়ে নেওয়ায় সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতে হাজির করতে গত ২২ অক্টোবর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রোববার ছিল হাজির হওয়ার নির্ধারিত দিন।
কিন্তু ওই দুই পুলিশ কর্মকর্তা এ আদেশ পালন করেননি। এমনকি এ বিষয়ে আদালতে কোনো প্রতিবেদনও দেননি। এ কারণে ওই দুই পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
একই সঙ্গে যারা মিথ্যা তথ্য নিয়ে জমি বরাদ্দ নিয়েছেন তা বাতিল করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপিল বিভাগেও সাড়া পাননি খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ। আদালতের এ আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদুকের আইনজীবী খুরশীদ আলম খান।

সোমবার (৩০ অক্টোবর) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ২২ অক্টোবর খালেদার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আরো দুই সাক্ষীর পুনঃজেরার প্রয়োজন নেই বলে আদেশ দিয়েছেন আদালত। পরে এই আদেশের বিরুদ্ধে ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিলে আবেদন করেন খালেদা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুতা-জামায় ইয়াবা ঢুকিয়ে পুলিশের গ্রেপ্তার বাণিজ্

রাত ১১টা। ব্যবসায়ী আজমল হোসেনের বাসায় হাজির পুলিশের এক টিম।
পরিবারের সবাই যখন হতবাক, একজন পুলিশ সদস্য বলেন, ‘আপনার বাসায় ইয়াবা ট্যাবলেট আছে। ’ প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে ওঠেন মিরপুর থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও তাঁর কথিত সোর্স শামিমুল্লাহ। এরই মধ্যে ব্যবসায়ীর একটি জুতার ভেতর থেকে অভিযানকারীদের একজন তিনটি ইয়াবা বের করে নিয়ে আসেন এবং ব্যবসায়ীকে আটক করার প্রস্তুতি চলে। তখনই পুলিশের সোর্স বলে ওঠেন, ‘স্যারকে ১০ হাজার টাকা দিয়ে দেন। বাইচা যাবেন। ’ নিরুপায় হয়ে আজমল চার হাজার টাকা তাঁদের হাতে তুলে দেন এবং বাকি টাকা পরের দিন দেবেন বলে জানান। এসআই মেনে নিলে সোর্স বলে ওঠেন, “স্যার, তার কাছে আরো ‘বড়ি’ আছে। ” এই ঘটনা চলার খবর পেয়ে একজন সাংবাদিক তখনই ওই এসআইকে ফোন করেন। সঙ্গে সঙ্গে পুলিশ সটকে পড়লেও হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিয়ে যায়নি। রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকার কিছুদিন আগের ঘটনা এটি।

ব্যবসায়ী আজমল পরে বলেছেন, ‘ইয়াবা কী, জীবনেও দেখিনি। আমি কিছু বোঝার আগেই তারা পাশেই রাখা আমার জুতায় হাত ঢোকায় এবং কয়েকটা বড়ি বের করে। তার মানেই হচ্ছে, আঙুলের ফাঁকে ইয়াবা লুকিয়ে পুলিশ হাত সাফাইয়ের কাজটি করছিল। ’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টাকা না দিলে পুলিশ তো আমার নামে মিথ্যা মামলাই ঠুকে দিত। ’

ইয়াবা আটকের নাম করে এভাবেই পুলিশ বাণিজ্য করছে, এমন অভিযোগ মাঝেমধ্যেই উঠছে। এই প্রতিবেদকের কাছেও কিছু ঘটনার তথ্য-প্রমাণ রয়েছে। ইয়াবা বাণিজ্যের অভিযোগে কিছু কিছু পুলিশ সদস্য আটকও হয়েছেন; তাঁদের বিচার চলছে। এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে অভিযোগ নাকচ করে দেননি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দু-একটি ঘটনা সম্পর্কে আমরা অবহিত আছি। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, নিরপরাধ কাউকে পুলিশ কোনো ধরনের হয়রানি করলে ছাড় দেওয়া হবে না। পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ লোকজনকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবেই।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ী, গেণ্ডারিয়া ও ডেমরায় পুলিশ ইয়াবা বাণিজ্য করছে, এমন অভিযোগ সাধারণ মানুষের। তারা বলছে, ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। অপরাধ বিশ্লেষকরা বলেছেন, আকারে ছোট বলেই ইয়াবা দিয়ে মানুষকে বোকা বানানো পুলিশের জন্য সহজ হয়ে গেছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থানে না গেলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরো কমে যাবে। পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে তিনি বলেন, গত এক বছরে ইয়াবা দিয়ে জিম্মি করার ঘটনায় শতাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে লঘু থেকে গুরুদণ্ড দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাস্তিপ্রাপ্তরা অনেকে কলকাঠি নাড়িয়ে আগের জায়গায় ফিরে আসছে, এটা ঠিক। ভাইরে, এটা বাংলাদেশ। সব রাতারাতি বদলানো যাবে না। ’

কিছু ঘটনা : ইসলামী বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর নাতি মোহাম্মদ রিফাত (বয়স ১৪, আসল নাম নয়) রাজধানীর জুরাইন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় রিফাত ও তার এক বন্ধু পোস্তগোলা সেতুর ওপর দাঁড়িয়ে ছিল। শ্যামপুর থানা পুলিশের একটি টহল টিম তাদের গাড়িয়ে উঠিয়ে দুই কিশোরকে বলে, ‘তোমাদের পকেটে ইয়াবা আছে। ’ কিশোররা অস্বীকার করলে পুলিশের এক সদস্য তাদের একজনের প্যান্টের পকেট থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট বের করে বলে, ‘এই যে ইয়াবা!’ কিশোর দুটি তখন হতবাক! এ কী করে সম্ভব? খবর পেয়ে যুক্তিবাদীর গাড়ির চালক কবির হোসেন ছুটে যান থানায়। কবির হোসেন বলেছেন, শ্যামপুর থানার সাব-ইন্সপেক্টর জাকির হোসেন রিফাতসহ দুজনকে আটক করে পকেটে হাত দিয়ে নিজেই ইয়াবা ঢুকিয়ে দেন, তারপর বের করে আনেন। এরপর ৮০ হাজার টাকা দাবি করে বলা হয়, হেরফের হলে মাদক মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। কবির বলেন, ‘ওই এসআইকে ২০ হাজার টাকা দিয়ে রক্ষা পাই। আর রিফাতের বন্ধুকে ছাড়িয়ে আনতে তার বাবা পাঁচ হাজার টাকা দিয়েছেন। ’ তবে অভিযোগ সম্পর্কে এসআই জাকির হোসের বলেছেন, ‘সম্পূর্ণ মিথ্যা অপবাদ। ওই সময় কাউকে আটক করিনি। আর টাকা নেওয়ার প্রশ্নই আসে না। ’

ইয়াবা বাণিজ্য করতে গিয়ে পুলিশ হাতেনাতেও ধরা পড়ছে। চলতি বছরই ঢাকার অদূরে দোহারে মারুফ খান নামের এক যুবককে আটক করেন দোহার থানার এএসআই রফিকুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, মারুফের শার্টের পকেটে ১০টি ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে এক লাখ টাকা দাবি করে পুলিশ। মারুফ প্রতিবাদ করলে আশপাশের লোকজন জড়ো হয়। তারা এএসআইকে উল্টো আটক করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়। এ সময় এএসআই লোকজনের কাছ ক্ষমা চান। মারুফ খান অভিযোগ করে বলেন, ‘সোর্সদের মাধ্যমেই পুলিশ আমাকে ফাঁসাতে চেয়েছে। থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে এএসআই রফিককে উদ্ধার করে নিয়ে যায়। ’

গত ২৭ জুনের ঘটনা। পল্টন থানা এলাকার শান্তিনগর থেকে ডেইলি অবজারভার পত্রিকার ফটো সাংবাদিক আশিক মোহাম্মদ আটক হন। আশিকের ঘনিষ্ঠজনরা বলছে, থানার সহকারী সাব-ইন্সপেক্টর আশরাফ খারাপ ব্যবহার করলে আশিক প্রতিবাদ করছিলেন। একপর্যায়ে ১০টি ইয়াবা ট্যাবলেট আশিকের পকেটে ঢুকিয়ে দিয়ে মামলা ঠুকে দেন আশরাফ। আশিকের পরিবার ও তাঁর সহকর্মীরা বলেছেন, এক লাখ টাকা দেওয়ার শর্তে মামলা তোলার কথা বলেছিলেন তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মিজান। আশিকের পরিবার পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়, পুলিশ নাকচ করে দেয়।

গত ৬ জুলাই ফরিদপুরের সদরপুরে প্রাইভেট কারচালক শ্রাবণ ইসলামকে ৫১টি ইয়াবাসহ আটক করে সদরপুর থানার এসআই আব্দুল আজিজ ও এএসআই সোহেলসহ একদল পুলিশ। ৭ জুলাই শ্রাবণের পরিবার সংবাদ সম্মেলন করে বলে, এক লাখ টাকা চেয়ে না পেয়ে পুলিশ ইয়াবার গল্প ফেঁদেছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলছে, শ্রাবণ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ছাড়া গত বছরের ৩০ আগস্ট ঢাকার রূপনগর থেকে আটক করা হয় বিসিআইসি কলেজের ছাত্র মুজাহিদুল ইসলামকে। তার ভাই সাংবাদিকদের জানান, পুলিশ ধরে তাঁর ভাইয়ের পকেটে দুটি ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেয়। পরে ১০ হাজার টাকা দিলে ছেড়ে দেয় পুলিশ।

রানা আহমেদ ও মো. আজাদ নামের দুই ব্যবসায়ীকে আটকের পর একজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া এবং অপরজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে আদালতে গত ৯ জুলাই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আবছার উদ্দিন রুবেল ও কনস্টেবল পাপ্পুকে আসামি করে মামলা করা হয়। আসামিরা দুই ব্যবসায়ীকে ক্রসফায়ারেরও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন পুলিশ সদস্য।

চট্টগ্রামে ইয়াবা বাণিজ্যের বেশ কয়েকটি ঘটনায় একাধিক পুলিশ সদস্য প্রত্যাহার হয়েছেন এবং বিভাগীয় শাস্তির মুখোমুখি হয়েছেন। গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশির সময় অনলাইন পোর্টাল বিডিনিউজের সাংবাদিক মোস্তাফা ইউসুফকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন দুই কনস্টেবল। ইউসুফ গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থেকে নগরের অফিসে ফিরছিলেন। পরে চান্দগাঁও থানার মোহরা পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল নাজমুল হাসান ও তন্ময়কে প্রত্যাহার করা হয়। ২০১২ সালের এপ্রিলে কোতোয়ালি থানার লাভ লেন এলাকার আবেদীন কলোনির একটি বাড়ির মালিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা পড়েছিল র‌্যাবের সোর্স এবাদুল। গত বছরের নভেম্বর মাসে পটিয়া থানার উপপরিদর্শক নাদিম মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ইয়াবা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়ে টাকা আদায় করছেন। ২০১৫ সালের ২২ অক্টোবর চট্টগ্রাম মহানগর এলাকায় পুলিশের তিন এসআইয়ের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় উপপরিদর্শক শাহাদাত হোসেন, জুয়েল সরকার ও শেখ সজীবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। ২০১২ সালের ১৯ জানুয়ারি সাইফুদ্দিন নামের এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় নগর গোয়েন্দা পুলিশের এএসআই আহমেদ নূরকে প্রত্যাহার করা হয়েছিল।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের ৬০ বছর বয়স্ক বাসিন্দা আলী আকবরকে টেকনাফ থানার এসআই একরামুজ্জামান গত ২০ রমজান রাতে তাঁর ঘর থেকে তুলে নিয়ে যান। আলী আকবর স্থানীয় আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। আলী আকবর জানান, চোখে কাপড় বেঁধে পুলিশ থানায় তাঁকে আটকে রাখে। এসআই একরাম একপর্যায়ে তাঁকে বলেন, ‘১৫ লাখ টাকা না দিলে ইয়াবা নিয়ে চালান দেব। শেষ পর্যন্ত আমার পৈতৃক ছয় কানি (চার একর) জমি বন্ধক দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমি মুক্তি পাই। ’ টেকনাফ থানার গেটের মোবাইল বিকাশের দোকানি নুরুল মোস্তফাকে এসআই রহিম ধরে নিয়ে যান ইয়াবা পাচারকারী ও হুন্ডি কারবারের অভিযোগে। তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত দুই লাখ ১০ হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত ৫ জুলাই রাতে টেকনাফের হাজি গনি মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী রাশেদকে ধরে এসআই মনোয়ার ১০ লাখ টাকা দাবি করেন। পরে দুই লাখ টাকায় রফা হয়। এ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, অভিযোগগুলো খুবই উদ্বেগজনক। পুলিশের যারা এসব অপকর্ম করে আসছে তাদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। প্রকৃত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে মাদকের ব্যবহার কমে আসবে। তাঁর মতে, কোনো ব্যবস্থা না নেওয়া হলে এসব অপকর্ম করতেই থাকবে অসাধু পুলিশ সদস্যরা।

নিয়মিত ইয়াবা চালান ধরা পড়া, ব্যাপক হারে তরুণ-তরুণীদের ইয়াবা আসক্ত হয়ে পড়াসহ নানাভাবেই স্পষ্ট যে মিয়ানমার থেকে আসা ইয়াবা বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে। এমনকি মিয়ানমারে সহিংসতার জের ধরে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার এই অস্থির সময়েও থেমে নেই চক্রটির অপকর্ম। সীমান্তেও দুই পাড়েই ধরা পড়েছে কোটি কোটিসংখ্যক ইয়াবা।

সূত্র : কালের কণ্ঠ, ৩০.১০.২০১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরু রক্ষায় কলকাতায় ‘কাউফি’!

আজকাল ছেলে-বুড়ো সবাই সেলফির নেশায় মত্ত। তাই কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফির এই নেশাকে গরু রক্ষার কাজে লাগাল।
‘গরু-সেবা পরিবার’ নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা গরুর সঙ্গে সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যেই এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে।

এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ‘গরু-সেবা পরিবার’ অ্যাপটি ডাউনলোড করে গরুর সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করতে হবে। সঙ্গে দিতে হবে নিজের যোগাযোগ ঠিকানা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে গরু হত্যা ও গরু রক্ষা যখন সারা দেশে অন্যতম রাজনৈতিক ইস্যু হয়ে দেখা দিয়েছে, তখন শহরের এক স্বেচ্ছাসেবীর সংস্থার এই কর্মসূচি ঘিরে উঠছে বহু প্রশ্ন। যদিও সংস্থার তরফে সাফ দাবি, তাদের এই সেলফি প্রতিযোগিতার সঙ্গে রাজনীতি বা ধর্ম গুলিয়ে না ফেলাই ভাল। গোরক্ষার উদ্দেশ্যেই তাঁদের এমন উদ্যোগ। সামাজিক ও বৈজ্ঞানিক কারণেই গরুকে রক্ষা করা উচিত।
কারণ গরুর দুধ, মূত্র বা গোবর সবই মানুষের দরকারে লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest