সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

পাইকগাছায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালালো হায়হায় কোম্পানি!

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় মুরগী খামারী ব্যবসায়ীদের কাছ থেকে একটি হাইহাই কোম্পানী কোটি টাকা হাতিয়ে পালানোর অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্থরা সংবাদ সম্মেলন করেছে।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মহাসিন আলম ৪৭জন খামারীদের পক্ষে বলেন, ৩৭/২, ফাইনান্স এপার্টমেন্ট (৮ম তলা), ১০, পুরানা পল্টন, ঢাকার ই. ডি. পি. মিনি হ্যাচারির মালিক শচীন্দ্রনাথ ভক্ত, শাইদুল করিম, আমিনুল করিম ও খাইরুল আমিন পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে ছয় মাস পূর্বে একটি সাব অফিস করেন। আমিসহ ৪৭ জন মুরগি খামারী ব্যবসায়ী উক্ত প্রতিষ্ঠানের সহিত লিখিত চুক্তিবদ্ধ হই। সেই চুক্তি মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদেরকে মুরগির বাচ্চা, খাবার, ঔষধ সরবরাহ করিবে মর্মে ১ হাজার মুরগী বাচ্চা বাবদ ৬০ হাজার টাকা জামানাত, প্রদান করি। এছাড়া প্রতিষ্ঠানের মালিকগণ মুরগীর পালন চার্জ হিসাবে আমাদের প্রতি কেজি মুরগীর তেত্রিশ টাকা প্রদান করিবে। তারা বিগত ছয় মাস ভালো ভাবে ব্যবসা করিলেও গত এক সপ্তাহের অধিক মুরগীর খাবার ও ঔষধ সরবরাহ না করায় খামারীদের অনেক মুরগী মারা যায়।

গত ০৮/১০/২০১৭ তারিখে উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদের জামানাত কৃত কোটি টাকা ও মুরগীর লভ্যাংশ টাকা না দিয়া ভোর রাতে আগড়ঘাটা বাজার অফিসটি বন্ধ করে পালিয়ে যায়। পরবর্র্তিতে তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করিলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। ইতোমধ্যে উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদের জানমালের ক্ষতি সহ বিভিন্ন মিথ্যা মামলা করিয়া হয়রানি করিবে মর্মে মোবাইল ফোনে হুমকি অব্যহত রেখেছে। এসব বিষয় গত ০৯/১০/২০১৭ তারিখে পাইকগাছা থানায় এক সাধারণ ডায়রি করেছি, যার নম্বর ৪১৬। উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী খামারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে হেরেও রেটিং বাড়লো বাংলাদেশের

টেস্ট র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। হেরে গিয়েও ২ রেটিং পয়েন্ট বাড়িয়েছে সফরকারীরা। এর ফলে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান আরও কমিয়েছে মুশফিক বাহিনী। ৭২ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ আর ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।

অপরদিকে রেটিং এক পয়েন্ট বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের সংগ্রহ ১১১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে ফাফ ডু প্লেসিসের দল।

এদিকে বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস এগিয়েছেন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে। চার ধাপ এগিয়ে রয়েছেন ৬৯তম স্থানে।  এগিয়েছেন লিটন দাসও।  ৩০ ধাপ এগিয়ে রয়েছেন ৯১তম স্থানে। বোলার শুভাশীষও এগিয়েছেন। ১৮ ধাপ এগিয়ে রয়েছেন ৮৬তম স্থানে।

প্রোটিয়াদের পক্ষে বোলার কাগিসো রাবাদা রয়েছেন দুর্দান্ত ফর্মে। দুই টেস্টে দুর্দান্ত বোলিং করে দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা ‌র‌্যাংকিংয়ে। রয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে নিয়েছেন ৫টি করে উইকেট। ৬৩ রানে নিয়েছেন মোট ১০টি উইকেট। আর তাতেই এক ইনিংস ও ২৫৪ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। ডুয়েন অলিভিয়ের ৯ ধাপ এগিয়ে রয়েছেন ৪৮তম স্থানে।

প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক ডু প্লেসিস দুই ধাপ এগিয়েছেন র‌্যাংকিংয়ে। বর্তমানে তার অবস্থান ১৪তম। বাংলাদেশের বিপক্ষে অভিষেক করা মারক্রাম ৪৩ ধাপ এগিয়ে রয়েছেন ক্যারিয়ার সেরা ৬১তম স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত, নতুন দুই সদস্য নিয়োগ

ন্যাশনাল ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি ) পুনর্গঠন করা হয়েছে। এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি শাহীনুর ইসলাম। নতুন করে দু’জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিচারপতি আমির হোসেন ও আবু আহমেদ জমাদার। বুধবার বিকালে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

কবে নাগাদ টাইব্যুনাল পুনর্গঠন হতে পারে, এ বিষয়ে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় আইনমন্ত্রী দুপুরে বলেন, ‘আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে, আগামিকাল (বৃহস্পতিবার) ইউ উইল গেট এ নোটিফিকেশন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; শালিসে লাখ টাকায় দফারফার চেষ্টা

আসাদুজ্জামান : আশাশুনির পল্লীতে লম্পট কলেজ ছাত্র ভগিরাথ মন্ডল কর্তৃক ১৩ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে বলে জানা গেছে। লম্পট কলেজ ছাত্র ভগিরাথ মন্ডল (২৪) উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বিধান চন্দ্র মন্ডল ওরফে বিধির ছেলে।
এদিকে, বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বররা শালিসি বৈঠকে ১ লাখ টাকার ক্ষতিপুরন ও অবৈধ গর্ভপাত করানোর জন্য খরচ বাবদ আরো কিছু টাকা দেয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ভুপল মিস্ত্রী, সুফল মন্ডল, কমলেশ সরকারসহ একাধিক লোকজন জানান, আশাশুনি সরকারি কলেজের ছাত্র লম্পট ভগিরাথ মন্ডল তার প্রতিবেশী ৮ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীক (১৩) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতো। মেয়েটি কোন ভাবে রাজি না হলে সে প্রতিবেশী রবেনের স্ত্রী সাবিত্রিকে ব্যবহার করে তাকে রাজি করানোর জন্য। সাবিত্রি মেয়েটিকে ফুঁসলিয়ে নিয়ে যায় ভগিরাথের বাড়িতে। সেখানে তাকে কযেক দফায ধর্ষন করে ভগিরাথ। আর এ কাজে তাকে আরো সহযোগিতা করে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ধিরাজ মন্ডল, অলজ মন্ডল, চিরঞ্জীত মন্ডল ও কলেজ ছাত্র সুব্রত মন্ডল।
ধর্ষিতা ওই স্কুলছাত্রী জানায়, ভগিরাথের বাবা-মা বেশিরভাগ সময় বাড়ি থাকে না। বৈশাখ মাসের কোন একদিন রবেনের স্ত্রী সাবিত্রি তাকে ডেকে নিয়ে ভগিরাথকে তরকারি রান্না করে দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। মেয়েটি সরল বিশ্বাসে তার ঘরে গেলে কথাবার্তার এক পর্যায়ে পাষন্ড ভগিরাথ তার মুখ চেপে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষণের পর ভগিরাথ তাকে বলে, সাবিত্রির কাছে ঔষধ আছে খেয়ে নিস। এভাবে সাবিত্রি তাকে কমপক্ষে ৫ বার ভগিরাথের বাড়ি ডেকে নিয়ে ধর্ষণে সহায়তা করে। আর এসময় উপরোক্ত ছেলেগুলি তাকে পাহারা দেয় বলে জানায় ধর্ষিতা ওই মেয়েটি। মেয়েটির শারীরিক অবস্থা দেখে সর্বশেষ বিষয়টি জানাজানি হয় গত বৃহস্পতিবার বিকালে।
মেয়েটির বাবা মা তার কাছে জানতে চাইলে সে সবই স্বীকার করে জানায়, সে ৬ মাসের অন্তঃসত্তা। পওে তার বাবা-মা স্থানীয় ইউপি সদস্য শচীন্দ্র মন্ডলকে বিষয়টি জানালে তিনি গত শুক্রবার রাতে রতন মন্ডল, ক্ষিতিশ মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে শালিসি বৈঠকে বসেন। শালিসি বৈঠক থেকে সিদ্ধান্ত নেযা হয় ক্ষতিপূরণ হিসাবে মেয়েটির পরিবারকে নগদ ১ লক্ষ টাকা দিতে হবে। আর গর্ভপাত করাতে যে খরচ হবে সে খরচটিও দিতে হবে লম্পট ধর্ষকের পরিবারকে। সে মোতাবেক ৫০ হাজার টাকা নিয়ে সোমবার মেয়েটিকে লম্পট ভগিরাথের মামা বামনডাঙ্গা গ্রামের মনিন্দ্র নাথ ঢালী প্রভাবখাটিয়ে সাতক্ষীরার একটি ক্লিনিকে অবৈধভাবে গর্ভপাতের জন্য নিয়ে যান। কিন্তু সেখানে মেয়েটির গর্ভের বাচ্চার বয়স ৬ মাস পেরিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এতে রাজি হননি। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে একপর্যায়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। তবে, মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। মেয়েটিকে বর্তমানে বিভিন্ন গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এদিকে, ৬ মাসের অন্তঃসত্তা অপ্রাপ্ত বয়স্ক মেয়েটির গর্ভপাত ঘটালে তার জীবন শঙ্কায় পড়ে যাবে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় লম্পট ভগিরাথ মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধভাবে ভারত থেকে সাতক্ষীরায় প্রবেশের সময় ১৯ রোহিঙ্গা আটক

আসাদুজ্জামান : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ১০ জন শিশু, ৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হল, মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল কেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। অবশিষ্ট ১০ জন শিশু তাদের বয়স ৬ মাস থেকে সর্বোচ্চ ১২ বছর।
বিজিবির পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে ১৯ রোহিঙ্গা পদ্মশাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরো জানান, তারা সবাই ভারত থেকে বিএসএফএর সহায়তায় বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের উত্তরপ্রদেশে যান। সেখানে তারা বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে চলে এসেছেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন জানান, আটক রোহিঙ্গাদের বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সদর থানায় সোপর্দ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা নাগাদ) তারা বিজিবির হেফাজতে ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চি‌লি‌কে উ‌ড়ি‌য়ে দিল ব্রা‌জিল

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের শেষ ম্যাচে হারানোর ছিল না কিছুই। কিন্তু তিতের অধীনে দুর্দান্ত হয়ে ওঠা দলটি মাঝের দুই ম্যাচের জয়খরা কাটাতে কতটা মরিয়া ছিল তা বোঝা গেল স্পষ্ট। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল নেইমার-গাব্রিয়েল জেসুসরা। আর তাতেই শেষ টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিশ্বকাপে ওঠার স্বপ্ন।

বাংলাদেশ সময় বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাওলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন জেসুস।

২০১৫ সালের ৮ অক্টোবরে এই চিলির কাছে ২-০ গোলে হেরেই বাছাইপর্বে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তারপর থেকে আর হারেনি তারা। তিতের অধীনে বাছাইপর্বে টানা নয় জয়ের পর গত দুই রাউন্ডে ড্র করেছিল। সবমিলিয়ে এবারের বাছাইপর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ষষ্ঠদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় ব্রাজিল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি নেইমার, ঠেকিয়ে দেন গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। ৩৮তম মিনিটে বাঁ থেকে রেনাতোর অগাস্তোর ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর হেড করেন গাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা।

৫৫তম মিনিটে দানি আলভেসের সোজাসুজি ফ্রি-কিক ব্রাভো ঠেকিয়েছিলেন ঠিকই কিন্তু বল তার হাত থেকে ছুটে যায়। ফিরতি বল অনায়াসে জালে ঠেলে দেন পাওলিনিয়ো।
পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল খায় অতিথিরা। রক্ষণে উপর দিয়ে উড়ে আসা বল নেইমার দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে জেসুসকে বাড়ান। কোনো ভুল করেননি ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সহজতম গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন জেসুস। গোল পেতে মরিয়া চিলি ৯২তম মিনিটে কর্নার পেয়েছিল। নিজের পোস্ট ছেড়ে ব্রাজিলের ডি-বক্সে চলে আসেন ব্রাভো। এই সুযোগে বল ধরে লম্বা করে বাড়ান উইলিয়ান। মাঝমাঠ থেকে ছুটে গিয়ে বিনা বাধায় নিজের দ্বিতীয় গোলটি করেন জেসুস।

 

 

 

 

 

 

 

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির হ্যাট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজের প্রথম হ্যাট্রিক করলেন লিওনেল মেসি।
আর আর্জেন্টিনা ৩-১গোলের ব্যবধানে হারালো ইকুয়েডরকে।
এর আগে গত জুন মাসে লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না- যার ফলে ব্যাপক প্রতিক্রীয়া তৈরি হয়েছিল ভক্তদের মাঝে।
কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে চিলির বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা।
টাইব্রেকারের প্রথম শটে মেসি গোল মিস করেন। খেলার ফলাফলের পর তার চোখেমুখে ফুটে ওঠে চরম হতাশা। মেসি মাথায় হাত দিয়ে মাঠে কিছুক্ষণ বসে থাকেন সেসময়।
খেলা শেষে ঘোষণা আসে মেসির অবসরের। পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন মেসি।
এখন তার খেলার নৈপুণ্যেই দল পৌঁছে গেলো বিশ্বকাপের আসরে।
লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিল এর আগেই চিলিকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।

এছাড়া রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল ও ফ্রান্স। তবে ছিটকে পড়েছে নেদারল্যান্ডস।
ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে ‘বি’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাতে ২-০ ব্যবধানে হেরেছে সুইসরা।
‘এ’ গ্রুপে ২-১ গোলে বেলারুশকে হারায় ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স।
এদিকে ডাচদের বিদায় একরকম নিশ্চিতই ছিল। প্লেঅফে জায়গা করে নেয়ার জন্য তাদের দরকার ছিল সুইডেনের বিপক্ষে খেলায় সাত গোলের জয়। সেখানে তারা জয়ী হয় ২-০ গোলের ব্যবধানে।
বিশ্বকাপ বাছাইপর্বের অন্যান্য খেলায় মঙ্গলবার ‘এইচ’ গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠা বেলজিয়াম ৪-০ গোলে সাইপ্রাসকে হারিয়েছে। আর জিব্রাল্টারকে একই ব্যবধানে অর্থাৎ ৪-০ গোলে হারিয়েছে গ্রীস।
ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্স-আপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ।বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজের প্রথম হ্যাট্রিক করলেন লিওনেল মেসি।
আর আর্জেন্টিনা ৩-১গোলের ব্যবধানে হারালো ইকুয়েডরকে।
এর আগে গত জুন মাসে লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না- যার ফলে ব্যাপক প্রতিক্রীয়া তৈরি হয়েছিল ভক্তদের মাঝে।
কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে চিলির বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা।
টাইব্রেকারের প্রথম শটে মেসি গোল মিস করেন। খেলার ফলাফলের পর তার চোখেমুখে ফুটে ওঠে চরম হতাশা। মেসি মাথায় হাত দিয়ে মাঠে কিছুক্ষণ বসে থাকেন সেসময়।
খেলা শেষে ঘোষণা আসে মেসির অবসরের। পরে অবশ্য সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন মেসি।
এখন তার খেলার নৈপুণ্যেই দল পৌঁছে গেলো বিশ্বকাপের আসরে।
লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিল এর আগেই চিলিকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে বড় লজ্জা দিয়ে সমতায় অস্ট্রেলিয়া

ভারতকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ১৫.৩ ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া।

গৌহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ১১৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল অজিরা।

১৩ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে হেনরিকস ও হেড মিলে ৭৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। হেড ৪৬ বলে চারটি করে চার ছক্কায় ৬২ রান করেন। হেড ৩৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন ৪৮ রান। অ্যারন ফিঞ্চ ৮ এবং ডেভিড ওয়ার্নার ২ রান করে আউট হয়েছেন। ফিঞ্চকে আউট করেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ শিকার করেন ওয়ার্নারকে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা জেসন বেহরেনডোর্ফের বোলিং তোপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে যায়। প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফেরান তিনি। এরপর তৃতীয় ওভারে মনীষ পান্ডেকে এবং পঞ্চম ওভারে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নের পথ দেখান বেহরেনডোর্ফ। শুরুর ধাক্কা সামলে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারত। ইনিংসের শেষ ওভারেই ১১৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ভারতের হয়ে কেদার যাদব ২৭, হার্দিক পান্ডিয়া ২৫, কুলদীপ যাদব ১৬, এবং এমএস ধোনি করেন ১৩ রান। চার শীর্ষ ব্যাটসম্যান রোহিত (৮), ধাওয়ান (২), কোহলি (০) এবং মনীষের (৬) নামের পাশে মোবাইলের ডিজিট।

অস্ট্রেলিয়ান সফলতম বোলার বেহরেনডোর্ফ। ২১ রানের বিনিময়ে ভারতের প্রথম চারটি উইকেট তুলে নেন তিনি। এছাড়া অ্যাডাম জাম্পা দুটি ও নাথান কোল্টার-নিল, আন্দ্রে টাই ও মার্কাস স্টোয়নিস নেন একটি করে উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জেসন ব্রেনডর্ফ।

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট ছিল ৬ ওভারে ৪৮ রান। অনায়াসে সে রান টপকে জয় পেয়েছিল স্বাগতিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest