সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

কালিগঞ্জে ইঁদুর নিধন অভিযানে উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : “ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবীদ শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। এসময় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু। এসময় বক্তারা বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ক্ষেতের ফসল উৎপাদন করে। আর সেই ফসল ঘরে তোলার পূর্বেই ইদুর নামক একটি ছোট্র স্তান্যপায়ি প্রাণী ক্ষতি সাধন করে। এই ছোট প্রাণীটি বছরে ৭৭ হাজার মে: টন ফসল খায় ও নষ্ট করে, অনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইদুর জাতীয় শত্রু এরা সামনে যা পায় তাই খায় ও নষ্ট করে। ইদুর এতো চালাক প্রাণী বিষটোপ দিলেও খেতে চায়না। বাচ্চা প্রসবের পর ৪৮ ঘন্টার মধ্যে আবারও গর্ববতী হয় এবং বছরে তিন বার পর্যন্ত বাচ্চা প্রসব ও দ্রুত বংশ বিস্তার করে। ইদুর প্লে রোগের জীবানু বহন করে, এই প্রানীটি আমাদের চারীপাশে থাকে বিধায় সকলকে সচেষ্ঠ থাকতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের কল্যানে সার, বীজ, কীটনাশকসহ কৃষি সেবা কৃষকদের দোরগড়ায় পৌছে দিয়েছেন। জামায়াত বিএনপির শাষন আমলে কৃষকরা সারের অভাবে জীবন দিয়েছিল। আজ আর সেই দিন নেই, দিন বদলে গেছে দেশের কৃষকরা ফসল উৎপাদনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই কষ্টের ফসল ইদুর খেলে দু:খের সীমা থাকে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবারুণ স্কুলের একাডেমিক ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

ননিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান উল্লাস, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, সনি ইন্টারন্যাশনালের ঠিকাদার মো. শফিউল ইসলাম প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের (চারতলা ভীত বিশিষ্ট) ভবনটি নির্মাণ করা হচ্ছে। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে ‘জোরপূর্বক গৃহবন্দি রাখা এবং কৌশলে বিদেশে পাঠানো’র অভিযোগে সাতক্ষীরায় বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবুল হোসেন-২। সাধারণ আইনজীবীগনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তুজাম, এড. আশরাফুল আলম, এড. আকবর আলী, এড. শাহরিয়ার হাসিব, এড. আবুল হাসান, এড. হেলালুজ্জামান হেলাল, এড. আল আমিন, এড. নুরুল আমিন, এড. জাহাঙ্গীর আলম, এড. আমজাদ হোসেন, এড. ফেরদৌসী আলম, এড. রেজাউল ইসলাম, এড. রফিকুল ইসলাম-৩, এড. সিরাজুল ইসলাম-৫, এড. শাজাহান আলী, এড. আলমগীর আশরাফ, এড. অসীম কুমার মন্ডল, এড. আমিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি রায় সরকারের মতে না হওয়ায় আজ প্রধান বিচারপতিকে জোরপূর্বক বাড়িতে গৃহবন্দি ও কৌশলে বিদেশে পাঠানো হচ্ছে। নিজেদের স্বার্থে সরকার বিচার বিভাগের উপরও হস্তক্ষেপ করছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগের প্রধানের যদি এই অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের কিভাবে হয়রানি হতে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রধান বিচার প্রতি সুরেন্দ্র কুমার সিনহা স্বাক্ষরিত যে পত্র দেখিয়ে তাকে ছুটিয়ে পাঠিয়েছে ওই পত্রের স্বাক্ষরটি তার না। এছাড়া উক্ত পত্রে ৫টি বানান ভুল। একজন বিচারপতি ৫টি বানান ভুল করবে এটি হতে পারে না। জনগনের আর বুঝতে বাকী নেই রায়টি তাদের মতের না হওয়ায় চাপ প্রয়োগ করে প্রধান বিচারপ্রতিকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। অবিলম্বে বিচার বিভাগের নিজস্ব স্বাধীনতা দেওয়ার দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিনহার বিদেশে যাওয়ার অনুমতিপত্রে রাষ্ট্রপতির সই

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১১ অক্টোবর) রাত সারে ৮ টার দিকে অনুমতিপত্রে সই করেন তিনি। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জানান, প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত আবেদনের সারসংক্ষেপে রাষ্ট্রপতি সই করেছেন।

এর আগে দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে দুপুর ১ টার দিকে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় যান তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলেটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. একেএম সালেক।

তিন মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করে দুপুর দেড়টায় তিনি বেরিয়ে যান। তারও আগে দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতির বাসায় যান তার বন্ধু ধানমণ্ডির ব্যবসায়ী মঞ্জুর রহমান। দুপুর পৌনে ১টার দিকে তিনি বেরিয়ে যান। পরে বেঞ্চ রিডার মাহবুব হোসেন বিকাল পৌনে ৩টার দিকে ভেতরে প্রবেশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভোমরা ও ঘোজাডাঙ্গা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে দুদেশের স্থল বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তগণ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শন করেছে।
বুধবার বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী ও ভারতীয় চেয়ারম্যান ল্যাপ ইন্ডিয়ান বি আর শর্মা এর নেতৃতে দুদেশের ভোমরার ওয়ার হাউজ পরিদর্শন শেষে বন্দর হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। সভায় বাংলাদেশের মোঃ সাফায়েত হোসেন (যুগ্ম সচিব নৌ মন্ত্রণালয়), আনিস আহমেদ (যুগ্ম , বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষ), এএইচএম আহসান (যুগ্ম-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়), লেঃ কঃ মোঃ হেফাজুর রহমান পরিচালক Ÿাংলাদেশ বর্ডার গার্ড, বিল্লাল হোসেন, উপ-সচিব কৃষি মন্ত্রণালয়, মোঃ মোরশেদুর রহমান তালুকদার, মোঃ হাসান আলী তত্বাবধায়ক প্রকৌশলী (অঃদা) বাংলাদেশ স্থলবন্দর, মোঃ কবির খান চেয়ারম্যানের একান্ত সচিব স্থল কর্তৃপক্ষ, ভারতীয় মি. অনিল কুমার বাম্বা মেম্বর,(পিএন্ডডি) এলপিএ ইন্ডিয়া, ড. বালম্লিকি প্রষাদ, মি. অনুরাগ শর্মা, মি. রাহুল মাথো, মোঃ নোভেরা মোয়াজ্জেম চৌধূরী ২য় সচিব শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড , মি. বিপুল কুমার মিশরিয়া, মি. শিশির কুঠারী প্রমুখ। এছাড়া ভোমরা সিএন্ডএফএর সভাপতি নওশের জাহান রাজু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নাসিমসহ সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা ও কাস্টম কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার পুলিশ কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

প্রেস রিলিজ : আজ ইং ১১/১০/১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ০১.০০ ঘটিকা পর্যন্ত তুফান কনভেনশন সেন্টার, কামালনগর, সাতক্ষীরায় GIZ এর IRSOP প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা, সাতক্ষীরার আয়োজনে জেলার পুলিশ কর্মকর্তাদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন এবং কর্মশালা শেষে সমাপনী বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম । আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিঃ পুলিশ সুপার মেরিনা আক্তার, এএসপি (সদর) মোঃ হুমায়ুন কবির, এএসপি (প্রবিঃ) মোঃ শামিম আহম্মেদ, জেলা বিশেষ শাখার ডিআইও-(১) মোঃ মিজানুর রহমানসহ জেলার ০৮ (আট) থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)গণ।

কর্মশালায় Improvement of the Real Situation of Overcrowding in prison in Bangladesh (IRSOP), মামলার প্রবাহ কমানো, আপোষযোগ্য বিরোধসমুহ স্থানীয় ভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)পদ্ধতি ইত্যাদি বিষয়ে পুলিশ সুপার, সাতক্ষীরাসহ অন্যান্য কর্মকর্তারা আলোচনা এবং মতবিনিময় করেন। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস সভাপতিত্ব করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেঁচো খুড়তে কেউটে! সাতক্ষীরা পৌরসভায় অর্ধকোটি টাকার নির্মাণ কাজের ঠিকাদার কে?

মো. বশির আহমেদ : সম্প্রতি ‘সাতক্ষীরা পৌরসভার তৃতীয় তলার উত্তর পাশের বর্ধিত করণ’ এর ঠিকাদারি কাজ নিয়ে ব্যাপক অনিয়মের সংবাদ প্রকাশের পর হুলুস্থুল শুরু করেছে। নির্মাণ কাজের অর্ধেক সম্পন্ন হওয়ার পর ব্যবহৃত উপকরণ পরীক্ষা করানো হচ্ছে। বিভিন্ন ফোরামে প্রকাশিত সংবাদ ও সংবাদপত্র সম্পর্কে ক্রমাগত বিষোদগারও চলতে থাকে। সংবাদের কোথায় তথ্যগত ক্রুটি আছে বা ভুল আছে সে সম্পর্কে নিয়মতান্ত্রিক কোন প্রতিবাদ বা ভাষ্য না দিয়ে এধরনের ঢালালোও সমালোচনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য! এ যেন কোঁচো খুড়তে কেউটে! এই নির্মাণ কাজে সরকারি বিধি মোতাবেক সাতক্ষীরা পৌরসভার মেয়রের অনুকূলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহিন এন্টারপ্রাইজকে প্রায় আড়াই লক্ষ টাকার একটি ব্যাংক ড্রাফট নির্মাণ কাজের পারফর্ম্যান্স সিকিউরিটি হিসেবে জমা দিতে হয়। যা দরপত্র অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার ২৮(আঠাশ) দিন পর ঠিকাদার ফেরত পাবেন। বিষ্ময়কর তথ্য হলো- নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় এই পারফর্ম্যান্স সিকিউরটির ব্যাংক ড্রাফটটি ছাড় করা হয়েছে এবং ব্যাংক থেকে ইতিমধ্যেই সে টাকা উত্তোলিত হয়েছে! এ ধরনের অনিয়ম বড় ধরনের দুর্নীতি এবং সরকারি বিধির চরম লঙ্ঘন।
প্রথমেই আমরা অনুসন্ধানে নামিÑ নির্মাণ কাজের দুর্নীতি বা অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় ঠিকাদারের পরিবর্তে পৌর মেয়রের অসন্তুষ্ট হওয়ার কারণ কি তা জানতে। তথ্যানুসন্ধানে ওই কাজের ভয়ংকর অনিয়মের নানা তথ্য বেরিয়ে এসেছে। যা জানতে পারলে চমকে উঠবেন সাতক্ষীরা পৌরবাসীসহ সচেতন সকল নাগরিক।
তথ্যানুসন্ধানে জানা গেছে, একটি বিদেশি প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য সাতক্ষীরা পৌরসভার একটি প্রশস্ত ভবন প্রয়োজন হয়। সে অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার উত্তর পাশের ছাদ ঢালাই করে সেখানে ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে সাতক্ষীরা পৌরসভা। স্থানীয় সরকারের ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের সারাদেশে প্রায় ৫৩০ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেয়া হয়। সাতক্ষীরা পৌরসভা এই উন্নয়ন বরাদ্দের প্রায় ৫০ কোটি টাকা পাচ্ছে। এই বরাদ্দের বিপরীতে ২১ জুন’১৭ তারিখে কাজটি করানোর জন্য টেন্ডার আহ্বান করা হয়। ওই দিন অনেকে টেন্ডার জমা দেন। দরপত্র জমা দেওয়া ঠিকাদারদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০৫ নং স্মারকে ৯ জুলাই ’১৭ তারিখে ছাদের ওয়ার্ক অর্ডার(প্রাক্কলিত ব্যয় ৪৯, ৯৯, ৯৫৪ টাকা, চূক্তিমূল্য ৪৭, ৪৯, ৯৫৬ টাকা) পায় সাতক্ষীরা শহরের কাছারী পাড়া এলাকার মাহিন এন্টারপ্রাইজ। যার স্বত্ত্বাধিকারী মো. মফজুলার হক। কাজটি ১৫ সেপ্টেম্বর ’১৭ তারিখে ২ মাসের মধ্যে শেষ করার কথা উল্লেখ করা হয় কার্যাদেশে।
একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এ ঠিকাদারি কাজটি কৌশলে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজকে করতে দেয়া হয়নি। বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে স্বয়ং পরোক্ষভাবে পৌর মেয়রই এ কাজের ঠিকাদারি করছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ঠ প্রমাণও পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিন এন্টাপ্রাইজের সাথে ও জেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের একাধিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। মাহিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মফজুলার হকের ভাই এম এম মজনুকে তাজকিন আহম্মেদ তার এবি ব্যাংক সাতক্ষীরা শাখায় তার ব্যক্তিগত একাউন্ট থেকে এই নির্মাণ কাজের কার্যাদেশ প্রদানের পর চার লক্ষ টাকা একটি চেকের মাধ্যমে প্রদান করেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে তাজকিন আহম্মেদ অবিযোগ অস্বীকার করে বলেন, “কাজটি মাহিন এন্টারপ্রাইজই করছে। আমি নিজেও একজন ঠিকাদার। তাই অন্য ঠিকাদারের সাথে আমার লেনদেন এর সম্পর্ক থাকতেই পারে।”
বিশ্বস্ত একটি সূত্র থেকে আরও জানা গেছে, নির্মাণ কাজ শুরুর পর প্রথম দফায় ঠিকাদারী প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজের অনুকূলে ১৬ লক্ষ টাকা ছাড় করা হয়। এর দু’একদিন পরই ঠিকাদারী প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই ষোল লক্ষ টাকা নিজ(তাজকিন আহম্মেদ) নামে একটি চেকে গ্রহণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র তাজকিন আহম্মেদ বলেন, “আমি ঠিকাদার মানুষ। কখন কিভাবে কার সাথে কত টাকা লেনদেন করেছি তা মনে নেই। তবে আমার ব্যবসার কারণে আমি লেনদেন করতেই পারি।”
নির্মাণ কাজের বিপরীতে জমাকৃত পারফর্মান্স সিকিউরিটির আড়াই লক্ষ টাকার ব্যাংক ড্রাফট কিভাবে কাজ শেষ হওয়ার আগে ছাড় করা হলো জানতে চাইলে মেয়র বলেন, “এটি আমার জানা নেই। এসব বিষয় একাউন্টস বলতে পারবে। আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলুন।” তার পরামর্শ মতো নির্বাহী প্রকৌশলী নাজমুল করিমের কক্ষে গিয়ে বুধবার দুপুর আড়ইটার সময় তাকে রুমে পাওয়া যায়নি। পরে তাকে ফোন করলে তিনি ছুটিতে আছেন এবং ঢাকার পথে গাড়িতে আছেন বলে জানান।
অন্যদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহিন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. মফজুলার হক ও তার ভাই এম এম মজনুর নিকট এ সম্পর্কে জানতে চাইলে তারা উভয়েই এসম্পর্কে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন, “মেয়র মহোদয় সবকিছু জানেন।”
নির্মাণ উপকরণের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা এলজিইডি’র ল্যাব টেকনিশিয়ান নূরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “কিছুদিন আগে পৌরসভা ফরওয়ার্ডিং করে কিছু মালামাল জমা দিয়েছে।” কিন্তু কাজ তো শেষে হয়ে গেছে। এখন মালামাল টেস্ট করে কি লাভ হবেÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ শেষ হয়েছে তো বেশ কয়েকদিন আগে। কি লাভ হবে সেটি পৌর কর্তৃপক্ষের ব্যবহার। এছাড়া উক্ত কাজে কি কি মালামাল ব্যবহার করেছেন তা তার জানা নেই বলে তিনি জানান।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দখিনায়ন সম্পাদক মুফতী কচির স্মরণে ‘কচিকথা’ শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি : আগামী শুক্রবার বিকাল ৩ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জাগ্রত সাতক্ষীরার আয়োজনে কবি, লেখক, সাপ্তাহিক দখিনায়ন সম্পাদক মুফতী আব্দুর রহিম কচির স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘কচিকথা’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জাগ্রত সাতক্ষীরার সভাপতি সায়েম ফেরদৌস মিতুল এর সভাপতিত্বে আলোচনা করবেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত এর উপদেষ্টা সম্পাদক আনিছুর রহিম, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ এর সভাপতি পল্টু বাসার, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীদুর রহমান, সাতক্ষীরা উপভাষা চর্চা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, আকাশ সাহিত্য সংসদ এর সভাপতি গাজী শাহ্জাহান সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি করবেন সব্যসাচী আবৃত্তি সংসদ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা। অনুষ্ঠানে সবান্ধবে আমন্ত্রিত হওয়ার আহবান জানিয়েছেন কচিকথার আহবায়ক স.ম তুহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest