সর্বশেষ সংবাদ-
জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনসাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতাসহ তিনজন গ্রেফতারনাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে ২৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে ফেরি ডুবিতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া।

এ পর্যন্ত মোট ৬১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ইন্দোনেশিয়ায় প্রায় নৌকা-ফেরি ডুবির ঘটনা ঘটে। কারণ অতিরিক্ত যাত্রীবহন এবং নিরাপত্তার প্রতি উদাসীনতা। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইন্দোনেশিয়ার লেক তোবাতে ফেরি ডুবিতে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনা ম্যাচের আগে অপহৃত হন নাইজেরীয় অধিনায়কের বাবা

খেলার খবর: বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়ক জন মিকেল ওবির বাবা। তবে তিনি তখন সেই তথ্য কাউকে জানাননি।

২৬ জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে নাইজেরিয়া আর্জেন্টিনার কাছে হেরে যায় ২-১ গোলে। ম্যাচটির চার ঘণ্টা আগে বন্দুকের মুখে জন মাইকেল ওবির বাবা ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। সেই খবর জেনেও খেলতে নামেন জন মিকেল ওবি। সোমবার তার বাবাকে মুক্তি দেয়া হয়।

২০১১ সালেও অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়কের বাবা। দেশের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় অধিনায়ক বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাবাকে হারানোর ভয় আমাকে ঝেঁকে ধরেছিল। আজ আমার বাবাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আগামীকাল হয়তো অন্য কাউকে অপহরণ করা হবে। এটা খুবই ভয়ানক।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের জন্য বড় সুখবর

খেলার খবর: কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বড় সুসংবাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।ইনজুরি কাটিয়ে আগামী শুক্রবারই বেলাজিয়ার বিপক্ষে মাঠে ফিরছেন উইঙ্গার ডগলাস কস্তা। এদিন কাসেমিরোকে না পেলেও কস্তা ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন কোচ তিতে।

এদিকে, জুভেন্টাস উইঙ্গার ট্রেনিং সেশনে যোগ দেওয়ায় ব্রাজিল দলের অন্যদের মনোবল এখন আরও চাঙ্গা। বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র ৪৫ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সময়টুকু তিনি খেলেছিলেন দুর্দান্ত। পরে তার ইনজুরিতে পড়লে কিছুটা হলেও বিপাকে পড়ে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোয়ার্টার ফাইনালে কে কখন কার সাথে খেলবে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইতোমধ্যে প্রথম ও নক-আউট পর্ব শেষে বিদায় নিয়েছে ফেভারিট অনেক দল ও তারকা খেলোয়াররা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া। এছাড়া নক-আউট পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগারের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো। তবে দুর্দান্ত খেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যোগ্য দলগুলোই।

কোয়ার্টার ফাইনালের দলগুলো হলো : উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। দুইদিনের বিরতি শেষে (বুধবার ও বৃহস্পতিবার) আগামী শুক্রবার থেকে এই কোয়ার্টার ফাইলানের খেলা শুরু হবে। কোয়ার্টারের ৮টি দলের মধ্য থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে।

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সময় (প্রতিটা খেলা বাংলাদেশ সময় অনুযায়ী):

৬ জুলাই (শুক্রবার) : ফ্রান্স-উরুগুয়ে (নভগোরোদ, রাত ৮টা)
৬ জুলাই (শুক্রবার): ব্রাজিল-বেলজিয়াম (কাজান, রাত ১২টা)

৭ জুলাই (শনিবার): সুইডেন-ইংল্যান্ড (সামারা, রাত ৮টা)
৭ জুলাই (শনিবার): রাশিয়া-ক্রোয়েশিয়া (সোচি, রাত ১২টা)

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে পর্দা উঠেছে গত ১৪ জুন। ফাইনাল খেলা হবে আগামী ১৫ জুলাই। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগে, ৩২ দল থেকে ১৬ হয়ে মঙ্গলবার ঠিক হয়েছে কোয়ার্টারের ৮ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা, ভাই ও খালাকে হত্যার অভিযোগ

দেশের খবর: পাবনার বেড়ায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান বলেন, ভোর ৪টার দিকে সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের বড় ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুনকে (৪৫) কুপিয়ে গলা কেটে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ সকালে বাড়ির উঠোন থেকে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারী তুহিন পলাতক। হত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

খেলার খবর: নাটকের পর নাটক জন্ম দিল ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচ। প্রথমে জয় দেখছিল ইংল্যান্ড। সেখানে অন্তিমলগ্নে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কলম্বিয়া। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান ইয়েরি মিনা। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

স্বভাবতই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি হয়নি। এতে দ্বারস্থ হতে হয় টাইব্রেকার নামক ভাগ্যের। যেখানে জিতে যায় গেল থ্রি লায়নসরা। ৪-৩ গোলে হারিয়ে সবশেষ দল হিসেবে শেষ আটে নাম লেখাল তারা।

শেষ ষোলোর সবশেষ ম্যাচে স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও কলম্বিয়া। শুরু থেকেই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে ইংলিশরা। ৬ মিনিটে প্রথম সুযোগ পায় তারা। ডি বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় কেনরা। তা থেকে দুর্দান্ত শট নেন অ্যাশলি ইয়াং। তবে তার শট দারুণ নৈপুণ্যে পাঞ্চ করে প্রতিহত করেন ডেভিড ওস্পানিয়া। ১৬ মিনিটে ট্রিপিয়েরের ক্রসে গোলমুখে হেড করেন কেন। কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে উঠে ইংল্যান্ড। তবে তাদের পরিকল্পিত কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি। কলম্বিয়ার জমাট রক্ষণভাগ ডিঙাতে পারেনি তারা। মাঝে মাঝে বল নিয়ে ক্ষীপ্রগিতর দৌড় দিয়েছে কলম্বিয়ানরা। তবে তাদের সব প্রচেষ্টা থেমেছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে। ৪১ মিনিটে আবার ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় ইংল্যান্ড। এবার শট নেন ট্রিপিয়ের। তবু সাফল্য আসেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পরও আক্রমণের গতি সচল রাখে ইংল্যান্ড। এবার গোল পেয়ে যায় ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ডি বক্সে হ্যারি কেনকে গুরুতর ফাউল করেন কার্লস সানচেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে নিশানাভেদ করতে মোটেও ভুল করেননি কেন। এ নিয়ে এবারের বিশ্বকাপে ব্রিটিশ গোলমেশিনের গোল হলো ৬টি। এর সুবাদে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেলেন তিনি।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে কলম্বিয়া। মুহুর্মুহু আক্রমণে ইংলিশ শিবিরে ত্রাস ছড়ায় তারা। ৮১ মিনিটে সুবর্ণ সুযোগ পায় ল্যাতিন আমেরিকার দলটি। তবে গোলরক্ষককে একা পেয়েও ঠিকানায় বল পাঠাতে পারেননি হুয়ান কুয়াদ্রাদো। পরক্ষণে ফের সুযোগ পায় তারা। এবার মিস করেন রাদামেল ফ্যালকাও। এতে মনে হচ্ছিল হেরেই মাঠ ছাড়ছে তারা।

কিন্তু না নাটকের বাকি ছিল তখনও। একেবারে অন্তিমলগ্নে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় কলম্বিয়া। আবারো ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইয়েরি মিনা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান তিনি। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

স্বভাবতই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এ সময়েও নিষ্পত্তি ঘটেনি ঘটনাবহুল ম্যাচটির। ১-১ সমতাতেই পরিসমাপ্তি ঘটে। ফলে খেলা গড়ায় টাইব্রেকার নামক ভাগ্যে। যেখানে জিতে যায় ইংল্যান্ড। ফলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাসায় ঢুকে এসিল্যান্ডের স্ত্রীকে ছুরিকাঘাত

দেশের খবর: বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বরালকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুলাই) বিকাল সোয়া ছয়টার দিকে বেতাগী সরকারি কলেজের সামনে মানছুরা ভিলায় এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় অদিতি বড়ালকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা। কিছুদিন পূর্বে বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল এর সাথে বিয়ের পর বেতাগীতে আসেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী পৌর শহরের কলেজ রোড এলাকার মানছুরা ভিলার দ্বীতিয় তলায় বসবাস করেন সহকারী কমিশনার (ভূমি) ও তার স্ত্রী। মঙ্গলবার বিকাল সোয়া ছয়টার দিকে বাসার কলিং বেলে কেউ নক করলে ঘরের দরজা খোলেন অদিতি পাল। এসময় অপরিচিত এক ব্যক্তি ছুরি দিয়ে অতর্কিত তার উপর হামলা চালায়। এতে তার পেটের বাম পাশে গুরুতর জখম হয়। এসময় তিনি নিজেকে রক্ষার জন্য আত্মচিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর তার পিত্রালয় বাগেরহাটের চিতলমারীর বাসায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে কুপিয়ে তাকে গুরতর জখম করে। এর থেকে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রতার জের ধরে বাগেরহাট থেকে কোন সন্ত্রাসী এসে এ ঘটনা ঘটাতে পারে ।

ঘটনার সাথে সাথে বরগুনার জেলা প্রশাসক মোখলেছুর রহমান, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ রতনপুরে জন্ম নিবন্ধন দিবস উদযাপন

পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রতনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউ এস আইডি ,এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় যেমন জন্ম নিবন্ধন সঠিক সময় নিশ্চিত করতে সচেতনতা এবং জন্ম নিবন্ধন করে বাল্য বিবাহের হার কমানোর বিষয় আলোচকগন আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম আহমেদ, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাসুম বিল্লা সুজন, ইউপি সদস্য আহসানুল হাবিব শিশির, ইউপি সদস্য শামীমা বেগম, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম লায়লা, নবযাত্র প্রকল্পের এমসি এইচ এন অফিসার বিধান জন কস্তা, নবযাত্র প্রকল্পের টিও জেন্ডার মোঃ ডালিম খান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মোঃ মাহফুজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest