সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

দেশের একটা মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে।

আজ শনিবার সকালে আজিমপুর সরকারি কলোনীতে নবনির্মিত বহুবল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে হয়েছে। এসব ভবনে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতার বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।

তিনি বলেন, দেশে বর্তমানে শতকরা ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ শুরু করি। বর্তমানে দেশে ১৮৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এ সময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিল টুর্নামেন্টের সেরা দল, আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত ব্যক্তি: বেলজিয়াম কোচ

খেলার খবর: বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, আমি মনে করি, ব্রাজিল টুর্নামেন্টের সেরা দল এবং নিঃসন্দেহে তাদের আক্রমণাত্মক খেলা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল।

শুক্রবার রাতে কাজানে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠার পর সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

৫বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারে উঠাটা যেন বিশ্বাসই হচ্ছে না বেলজিয়ামের কোচের। এজন্য তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে গর্বিত মানুষ বলেও দাবি করেন।

রবার্তো মার্তিনেজ বলেন, “আজ আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত মানুষ। কারণ, আমি আমার ছেলেদের একটি খুব কঠিন কৌশল ঠিক করে দিয়েছিলাম। এবং তারা শেষ সেকেন্ড পর্যন্ত সেই পথেই হেঁটেছে, যা অবিশ্বাস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

খেলার খবর: ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরল ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে যায় তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। আগামীকাল সিরিজের ফাইনাল ম্যাচ হবে নটিংহ্যামে।

গতকাল টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ধোনি-কোহলিদের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না প্লাওয়ার প্লে’তে প্রমাণ করে দেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক বলের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ডাগআউটে ফেরেন রোহিত।

অন্য ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১০। পঞ্চম ওভারের মধ্যেই ফিরে যান লোকেশ রাহুলও। গত ম্যাচের সেঞ্চুরিয়নের এদিন সংগ্রহ মাত্র ৬ রান। ২২/৩ থেকে রায়ানের ২৭ ও কোহলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সন্মানজনক স্কোর করে ভারত। ২৪ বলে ধোনি করেন ৩২ রান।

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে দুই উইকেট তুলে নেন জ্যাক বল। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এদিন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। শচিন-দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মাহি।

ধোনির কেরিয়ারের স্মরণীয় ম্যাচে অবশ্য জয় উপহার দিতে পারল না ভারত। জেসন রয়কে ১৫ ও জস বাটলারকে ১৪ রান ডাগআউটে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল ভারত। এরপর ইংল্যান্ডের ইনিংসে হাল ধরেন অ্যালেক্স হেলস। ডান হাতি হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে উমেশ-হার্দিকরা রান খরচ করে বসে। ১৪৯ রান তাড়া করতে নেমে হেলসের ৪১ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে পাঁচ উইকেট সহজ জয় পায় ইংল্যান্ড। হেলসের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ আটের লড়াইয়ে আজ মাঠে নামছে ইংল্যান্ড-সুইডেন

খেলার খবর: শেষ ষোলোর অগ্নিগর্ভ ম্যাচে টাইব্রেকারে শেষ পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে শেষ হাসি হাসে ইংল্যান্ড। বিশ্বকাপে কখনও টাইব্রেকারে জিততে না পারার দুর্ভাগ্য পেছনে ফেলেছে ইংলিশরা। শেষ চারে ওঠার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

তারকাখ্যাতি ও শক্তির বিচারে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবেন হ্যারি কেনরা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইংলিশরা দুর্দান্ত খেলেছে। নিজেদের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে ওঠা ইংল্যান্ড সুন্দর ফুটবলে সবার মন ভরিয়েছে। অধিনায়ক হ্যারি কেনের ওপরই এ ম্যাচের স্পটলাইট থাকবে। তিন ম্যাচে ছয় গোল করে তিনিই বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার সবচেয়ে বড় দাবিদার। সুইডিশদের বিপক্ষে ম্যাচেও থ্রি লায়নরা জিতবে বলে বিশ্বাস ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের, ‘পেনাল্টি শুটআউটে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছি। আশা করি, শেষ চারে ওঠার পথেও ইংলিশদের বড় সাফল্য উপহার দিতে পারব।’

ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস আরও একধাপ এগিয়ে বললেন বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা, ‘আমরা ট্রফি নিয়ে ফিরতে চাই।’

তবে সুইডেনকে হিসাব থেকে বাদ দিলে ভুল হবে। জার্মানির গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছিল সুইডেন। শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ আটে এসেছে সুইডিশরা। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা সুইডেন নিজেদের বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রাখতে মরিয়া হয়েই লড়বে আজ। ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসও তা জানেন, ‘আপনি যদি বলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহজ, তাহলে ভুল করবেন। কখনও কখনও এমন দলই আপনাকে আঁস্তাকুড়ে ছিটকে ফেলবে। তারাও ভালো দল।’

অনেকেই মনে করেছিলেন, জ্লাটান ইব্রাহিমোভিচের অবসরের পর সুইডেন বিশ্বকাপের মূলপর্বে আসতে পারবে না। সেই অনুমান ভুল প্রমাণ করে সুইডিশরা রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ও ইতালিকে ছিটকে দেয়ার পর মূলপর্বে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর বিপক্ষে পেয়েছে জয়। সুইডিশ গোলকিপার ইয়োনসন বলেন, ‘এখন আমরা সম্মিলিত শক্তির একটি দলে পরিণত হতে পেরেছি। আমরা সবাই মিলে একসঙ্গে খেলি। সম্মিলিত বোঝাপড়ার মাধ্যমে। জ­াটান ছিল একক নৈপুণ্যের ওপর নির্ভরশীল, এ কারণে খেলাটাও তাকে কেন্দ্র করে হতো। এখন পুরো দল একসঙ্গে খেলতে পারছি।’ এএফপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেলল ব্রাজিল, জিতল বেলজিয়াম

খেলার খবর: অধিকাংশ সময় বল পায়ে থাকল, স্কিল মুগ্ধতা ছড়ালো, দেখার মতো মুহুর্মুহু আক্রমণ হলো। তবু কাঙ্ক্ষিত গোল এলো না। গোটা ম্যাচে কী দুর্দান্তই না খেলল ব্রাজিল! অথচ হেরে মাঠ ছাড়তে হলো। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় ঘটল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ব্রাজিল গোলে শট নিয়েছে ২৬টি, বেলজিয়াম ৮টি। এর মধ্যে ব্রাজিল সরাসরি গোলে শট নিতে পেরেছে ৯টি, বেলজিয়াম ৩টি, যার দুটিতে গোল এসেছে। ব্রাজিল ৮টি কর্নার পেলেও বেলজিয়াম পেয়েছে ৪টি। বল পিজশনিং ব্রাজিল ৫৭%, বেলজিয়াম ৪৩%।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজান এরিনায় মুখোমুখি হয় ব্রাজিল-বেলজিয়াম। আক্রমণাত্মক সূচনা করে ব্রাজিল। সূচনালগ্নে নান্দনিক ফুটবলের পসরা সাজায় সেলেকাওরা। ফলে সুযোগ আসতেও বিলম্ব হয়নি। তবে ৮ মিনিটে তা কাজে লাগাতে পারেননি থিয়াগা সিলভা।

পরেও আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। কিন্তু ১৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার থেকে কেভিন ডি ব্রুইনার ক্রসে ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে লিড পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ হানতে থাকে দলটি। কিন্তু বিধিবাম! তা-ই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় দলটির জন্য। আরেকটি গোল হজম করে এর খেসারত গুনতে হয় তাদের। ৩১ মিনিটে পাল্টা আক্রমণে ফেলাইনির কাছ থেকে বল পান লুকাকু। মাঝমাঠ থেকে তা একাই টেনে চারজনকে কাটিয়ে বল বাড়ান ডি ব্রুইনার দিকে। ডি বক্সের বাইরে থেকে অসামান্য দক্ষতায় দূরপাল্লার বুলেটগতির শটে তা জালে বল জড়ান তিনি। এতে স্কোরলাইন হয় বেলজিয়াম ২-০ ব্রাজিল।

এরপর দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠে বেলজিয়াম। ঘন ঘন আক্রমণে ব্রাজিল শিবিরে ত্রাস ছড়ান বেলজিয়ানরা। তবে আর গোলের দেখা পায়নি তারা। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠেছে নেইমার-মার্সেলোরা। তবে তাদের আক্রমণগুলো ছিল একেবারে অগোছালো। ফলে গোল পায়নি তারাও।

স্বভাবতই গোল পেতে বিরতির পর বেলজিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়ে সেলেকাওরা। একের এক আক্রমণে রেড ডেভিলদের ব্যতিব্যস্ত রাখে তারা। এবার তাদের আক্রমণ আলোর মুখও দেখে। ৭৬ মিনিটে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান অগাস্টো রেনোতো। এতে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল।

লড়াইয়ের ফেরার সুযোগও পায় তারা। তবে শেষদিকে ডি বক্সে নেইমারের বাড়ানো বল নাগালে পেয়েও তা ঠিকানায় পাঠাতে পারেননি কুতিনহো। এদিন যেন ফুটবল দেবীও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। না হলে একেবারে অন্তিমলগ্নে নেইমারের অনন্যাসাধারণ শটটি বা কেন দেবদূত হয়ে ঠেকিয়ে দেবেন বেলজিয়াম গোলরক্ষক কর্তোয়া? স্বাভাবিকভাবেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তিতের শিষ্যদের। এর মধ্য দিয়ে স্বপ্নের হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশন ব্যর্থ হলো তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে বেলজিয়াম

খেলার খবর: দলটাকে বলা হচ্ছে সোনালী প্রজন্মের বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে সেই সোনালী আভাতেই জ্বলে উঠেছে কাজান অ্যারেনা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বেলজিয়াম।

অথচ এই ব্রাজিলকে বলা হচ্ছে হট ফেভারিট। যদিও বেলজিয়াম রক্ষণের কাছে পাত্তা পায়নি ফেভারিটদের আক্রমণ। হয়তো ভাগ্য দেবীও মুখ তুলে তাকাননি। নাহলে ১৩ মিনিটে নিজেদের আত্মঘাতী গোলে এগিয়ে যেত না বেলজিয়াম।

এই অর্ধে প্রাণভোমরা নেইমারও ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হতে চেয়েছিলেন। বেলজিয়াম রক্ষণের দমনীয় মেজাজে ঘেঁষতে আর পারেননি।

শুরুতে আক্রমণাত্মক ছিল তিতের দল। বেশ কিছু সুযোগ তৈরি হয় ১০ মিনিটেই। বেলজিয়ামের পেনাল্টি এরিয়ায় বল পেয়েছিলেন মিরান্দা। তার ছোঁয়ার পর থিয়াগো সিলভা বলে টোকা দিলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে।

১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। তাতেই ঘটে অঘটন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার কিক থেকে ছুটে আসা বল ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে চলে যায় নিজেদের জালে।

আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা ছিল ২০ মিনিট। এক দিক ব্রাজিল হেনেছে আক্রমণ তো আরেক দিক দিয়ে বেলজিয়াম। এগিয়ে যাওয়ার বেলজিয়াম হয়ে পড়ে আরও খুনে মেজাজে। ২১ মিনিটে হ্যাজার্ড কে দিয়ে আক্রমণ শানায় বেলজিয়াম। তার থেকে বল পেয়ে ব্রাজিল রক্ষণে হানা দেন মুনিয়ের। লুকাকুকে উদ্দেশ্য করে বল দিলেও তা ক্লিয়ার করেন ব্রাজিল ডিফেন্ডার।

৩১ মিনিটে আবারও আক্রমণ বেলজিয়ামের। যেই গোলটা ছিল দুর্দান্ত। কোনাকুনি শটে দর্শনীয় এক গোল করেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। যার অ্যাসিস্টে ছিলেন ৪ গোল করা লুকাকু।

৩৭ মিনিটে পাল্টা আক্রমণে আবারও সুযোগ তৈরি করে ব্রাজিল। বেলজিয়াম রক্ষণের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন মার্সেলো। বেলজিয়াম গোলরক্ষক কার্তোয়া লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেই শট।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে সুযোগ তৈরি করেন মার্সেলো। বল বাড়িয়ে দিয়েছিলেন ঠিক মতোই। কিন্তু সেই বলে সংযোগ ঘটাতে পারেননি নেইমার, ফিরমিনো।

৭৬ মিনিটে দুর্দান্ত হেডে এক গোল শোধ করে ব্রাজিল। কৌতিনিয়োর বানিযে দেওয়া বলে হেড করে ব্রাজিল গোলকিপারকে পরাস্ত করেন অগাস্তো।

ইনজুরি নেইমার চেষ্টা নিয়েছিলেন আরেকবার। নেইমার দূর থেকে শট নিলেও বেলজিয়াম গোলরক্ষক হাতের ছোঁয়ায় রক্ষা করেন সেই শট।আক্রমণের পসরা সাজালে শেষ বাঁশি বাজার পর পর ম্লান মুখে বের হয়ে যায় নেইমারদের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারল বাংলাদেশ

খেলার খবর: এন্টিগুয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ সংগ্রহ মাত্র ১৮৭ রান। প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৪৪।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের পর ব্যাট করতে নেমে ৪০৬ রান করেছিল স্বাগতিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বাঁকাল-ইসলামপুর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা রিক্সাÑভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: ২৩২৯) সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে মোঃ আহম্মদ আলীর সভাপতিত্বে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোমিন হাওলাদার, সহ-সভাপতি আমের আলী, কওছার আলী, সাংগঠনিক সম্পাদক গফুর মোড়ল, কোষাধ্যক্ষ কবিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আহমেদ আলীকে সভাপতি, আঃ মজিদ ও শহীদ সরদার কে সহ-সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, আলতাফ হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, আ: রশিদ কেনাকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest