সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

সারাবিশ্বে সবচেয়ে বেশি মেধাবী বাংলাদেশের শিক্ষার্থীরা

দেশের খবর: সারাবিশ্বের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মেধাবী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের ছেলে-মেয়েরা এত মেধাবী, আমি মনে করি সারা বিশ্বে বাংলাদেশের ছেলে-মেয়েরাই সবচেয়ে মেধাবী।’

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৮’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী ১২ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দেশে-বিদেশে বহু জায়গায় গিয়ে আমার এ অভিজ্ঞতা হয়েছে। গ্রাম বাংলায় সোনার টুকরো ছড়িয়ে আছে। আমরা সেই সোনার টুকরোগুলো খুঁজে বের করছি। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি।

তিনি বলেন, আমি দেখেছি আমেরিকা এবং ইংল্যান্ডের ছেলে মেয়েদের দুই-দুইয়ে কত হবে জিজ্ঞেস করলে গুনতে বসবে, কিন্তু আমাদের ছেলে-মেয়েরা সহজেই বলে ফেলবে চার।

শেখ হাসিনা বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের দেশে বিদেশে কাজের সুযোগ করে দেয়া হবে। যাতে তারা নিজেদের মেধা মননের প্রতিফলন ঘটাতে পারেন। আমি এইটুকু আশা করবো যে, আমাদের ছাত্ররা মন দিয়ে পড়ালেখা করবে। দেশের জন্য কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন। তিনি কুদরত-ই-খুদা কমিশন গঠন করেছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর শিক্ষা, স্বাস্থ্যসহ সবদিক থেকে বাংলাদেশের অগ্রযাত্রা থমকে দাঁড়ায়। পঁচাত্তরের পর অবৈধ ক্ষমতা দখলকারীরা শিক্ষার মানোন্নয়নে কোনো কাজ করেনি। তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়।

আধুনিক বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ছেলে মেয়েদের প্রতিযোগীতায় টিকে থাকার জন্য নতুন নতুন বিষয় সংযোগ করতে হবে।

দেশব্যাপী সুপ্ত প্রতিভার খোঁজে ষষ্ঠবারের মতো বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে অংশ নেয়ার পর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১২ জনকে বাছাই করা হয়েছে। এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভাগ হয়ে তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৫০

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক মামলার আসামী ও দুই জামায়াত-শিবির কর্মীসহ ৫০ জনকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৫০ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৭ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পনের বছর পর চাঁদপুরের আবুল খায়ের সাতক্ষীরা থেকে উদ্ধার

আসাদুজ্জামান ঃ দীর্ঘ পনের বছর যাবত বহু জায়গায় খুঁজেছি আমার পিতাকে। আমি একজন দিনমজুর। কয়েকদিন পর পর কামলা খেটে যে টাকা পাই, তা দিয়ে সংসার চালাই, আর আমার আব্বাকে খুঁজি। ঢাকা, চট্রগ্রাম, সিলেট কোথায় যাইনি আমি আমার আব্বাকে খুঁজতে ? এরই মধ্যে আমার মা তার স্বামীকে হারিয়ে শুধু কাঁদতেন। এক পর্যায়ে তিনি শয্যাশায়ী হলে গেলেন। আর উঠলেননা। আব্বার চিন্তায তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। আপনারা যারা আমার আব্বাকে ফিরে পেতে সহায়তা করেছেন, তাদের ঋণ আমি কোন দিন শোধ করতে পারবোনা। এ সব কথা গুলো বলছিলেন চাঁদপুরের আবুল খায়ের সরকারের ছেলে শাজাহান সরকার। তিনি রোববার সকালে সাতক্ষীরা ত্রিশমাইলে বাবাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে অঝোরে কাঁদছিলেন আর এসব কথা গুলো বলছিলেন।
এখান থেকে দীর্ঘ পনের বছর আগের কথা। পড়ন্ত বিকেলে চা পানের কথা বলে হুট করে বাড়ি থেকে বেরিয়ে যান ৫৫ বছর বয়স্ক আবুল খায়ের সরকার। স্থানীয়ভাবে যাকে সবাই লনু মিয়া বলে চেনেন। ২ ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক লনু মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তবে তার আচরণের মধ্যে পাগলামির তেমন কোন নমুনা ছিলনা। চা পানের কথা বলে সেই যে তিনি বেরিয়ে গেলেন আর বাড়ি ফেরেননি। এরপর তিনি কোথায় ছিলেন তা আর কারো জানা ছিলনা।
পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার চা বিক্রেতা নুর ইসলাম জানান, মাস তিনেক আগে স্থানীয় সাইকেল মিস্ত্রি গাউসের দোকানের সামনে বৃদ্ধ লোকটাকে অচেতন অবস্থায় তিনি পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাকে তুলে তার বাড়ির পাশে মসজিদের নিকট থাকতে দেন। স্থানীয়দের সহায়তায় তিনি অপিরিচিত এই লোকটাকে খাইয়েছেন। এমনকি তার চিকিৎসাসেবাও দিয়েছেন। পরে বাঁশ ও কাঠ দিয়ে তার থাকার জন্য একটা জায়গাও করে দেন। তবে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তিনি চিন্তায় পড়ে যান। বয়স্ক লোকটা কোন কথা না বলায় তার পরিচয় জানা সম্ভব হচ্ছিলনা। বহুচেষ্টার একপর্যায়ে তিনি কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে তার পরিচয় জানা সম্ভব হয়। পরে তার ঠিকানা সংগ্রহ করে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন।
গণমাধ্যমকর্মী আবুল কাসেম বলেন, নুর ইসলামের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে তিনি দৈনিক সংবাদের চাঁদপুর প্রতিনিধি শাহ মাকসুদের সাথে যোগাযোগ করেন। তিনি মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের ফোন নাম্বার দিলে তার মাধ্যমেই খোঁজ মেলে লনু মিয়ার পরিবারের। তার একটি কান বোচা দেখেই নিশ্চিত হওয়া যায়, ইনিই সেই হারিয়ে যাওয়া লনু মিয়া।
লনু মিয়ার ছোট ভাই শাহ আলম বলেন, সাংবাদিক শ্যামল দাশের কাছ থেকে ভাইয়ের খবর জানতে পেরে তাৎক্ষনিকভাবে স্বল্প প্রস্তুতি নিয়েই তারা বাড়ি থেকে বের হয়ে পড়েন। ভাইকে খুঁজে পাওয়ার আনন্দে রাতে গাড়ির মধ্যে এতটুকু ঘুমাতে পারেননি তারা কেউই।
নাতি ফারুক হোসেন বলেন, নানার চেহারা কেমন, আমার মায়ের কাছ থেকে শুনে মনের মধ্যে একটা ছবি এঁকে রেখেছিলাম। নানির আদর পাইনি। নানাকে পেয়ে তার দীর্ঘদিনের একটি মনোবসনা পূর্ণ হল।
ত্রিশমাইলে যে ছোট্র কাঠের ঘরটিতে লনু মিয়া থাকতেন সেই ঘরের মধ্যে বসেই ছেলে-নাতি আর ভাইকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছিলেন বয়োবৃদ্ধ আবুল খায়ের সরদার। কথা বলতে পারছিলেননা। চোখের নোনা জ¦লে শুধুই কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন নীরবে।
ছেলে শাজাহান সরকার জানান, রাতেই তারা বাবাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসামি ছেড়ে দেয়ায় ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

দেশের খবর: অস্ত্রসহ দুই আসামি গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মাহাবুব মোরশেদকে শুক্রবার রাতে নোয়াখালী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীনকে প্রধান করে শনিবার ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্প্রতিবার বেগমগঞ্জ মডেল থানার জীরতলী থেকে অস্ত্রসহ ২ আসামিকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে আসে ওসি তদন্ত। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় ওসি তদন্ত মাহবুব মোরশেদ।

বিষয়টি নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফের নজরে যাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে মাহবুব মোরশেদকে প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠিত হয়। নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ কোটি ছাড়িয়েছে ‘অপরাধী’ (ভিডিওসহ)

বিনোদন সংবাদ: প্রকাশের আড়াই মাসের মাথায় ইউটিউবে আলোচিত ‘অপরাধী’ গানটি ১০ কোটি বারেরও বেশিবার শোনা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন আরমান আলিফ। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। ভিডিওতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে ‘অপরাধী’ গানটির মিউজিক ভিডিও। আজ রবিবার সকাল পর্যন্ত গানটি ১০ কোটি ৮ লাখ ৪৩৮ বার শোনা হয়েছে। গানটির সাফল্য নিয়ে আরমান আলিফ বলেলেন, শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করব।

‘অপরাধী’ গানটি বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার শিল্পীরাও গানটি গেয়েছেন। বাংলাদেশেও গানটি অনেকে গেয়েছেন যেগুলো পরে ভাইরাল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে টুম্পা খানের করা কাভারটি।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেল সানি কাহিনির ট্রেলার

বিনোদন সংবাদ: সানি লিয়নের অন্ধকার জগতে প্রবেশ, সেখান থেকে বেরিয়ে আসার গল্প নিয়ে নির্মিত ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে।

আর পাঁচ জনের মতোই বড় হচ্ছিল মেয়েটা। শিখ পরিবার। কিছু রক্ষণশীলতা ছিলই। কিন্তু তার মধ্যে থেকেও নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে। প্রথম আঘাতটা এলো বন্ধুদের থেকে। সে শুনল সে দেখতে সুন্দর না। কান্নাটা বদলে গেল রাগে। আর ক্রমে রাগটা পরিণত হল জেদে। তারপর মেয়েটাও সুন্দর হওয়ার লড়াইয়ে নামল।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। বাড়িতে শুরু হলো তুমুল অশান্তি। তাতে তার কোন মাথাব্যথা ছিলো না । এর পরই ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তারপর সেই দুনিয়া থেকে ছুটি নিয়ে নিজেকে যুক্ত করল বলি ইন্ডাস্ট্রিতে । চিনতে পারছেন মেয়েটিকে?

মেয়েটিকে আপনারা প্রায় সকলেই চেনেন। সানি লিওন। আবেদন তৈরি করা এই নামটার পিছনে লুকিয়ে আছে একটা ব্যাকস্টোরি। এবার তা প্রকাশ্যে। ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানি-কাহিনি। সদ্য মুক্তি পেয়েছে এর ট্রেলার।

কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে সেখান থেকে বেরিয়ে এসে মূলধারার বলিউড সিনেমায় জায়গা করে নিলেন? এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। নির্মাতা এমনটাই দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সায়ন্তিকার ওপর হামলায় অভিনেতা গ্রেফতার

বিনোদন সংবাদ: কলকাতার সিনেমায় গরম খবর, অভিনেত্রীকে হামলা করার অভিযোগে অভিনেতা গ্রেফতার। না, এ কোনো সিনেমার খবর নয়। সত্যিকারই ঘটেছে এটি। কলকাতার গণমাধ্যমগুলোর বরাতে জানা যাচ্ছে, কলকাতার চলচ্চিত্র নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির গাড়ি আটকে তার ওপর হামলা চালানো হয়েছে।

এরপর তার সহকারীকে মারধর ও ভাঙচুরও করা হয়। এমন অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় ওরফে জয়কে। শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় অভিনেতাকে। শনিবার তাকে আদালতে তোলার কথা।

জানা গিয়েছে, টালিগঞ্জের এক অভিনেত্রীর সঙ্গে বহুদিন ধরেই সখ্যতা ছিল জয়ের। তার সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। অভিযোগ, অভিনেত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করেন জয়। শুক্রবার অভিনেত্রীর গাড়ির পিছু নেন তিনি। সেই অভিনেত্রীটি হলেন সায়ন্তিকা।

নিজের গাড়িতে করে লেক গার্ডেন্স ফ্লাইওভার পেরিয়ে সাদার্ন এভিনিউর দিকে যাচ্ছিলেন ওই অভিনেত্রী। তখনই নিজের গাড়ি দিয়ে অভিনেত্রীর পথ আটকান জয়। এর ফলে অভিনেত্রীর গাড়ির একটি হ্যান্ডেল ভেঙে যায়। গাড়ি থেকে নেমে অভিনেত্রীকে গালিগালাজ করতে থাকেন জয়। এর জেরে অভিনেত্রীর সহকারী নেমে এসে তার কাছে এমন ব্যবহারের কারণ জানতে চান। তখন সহকারীকে বেদম প্রহার করা হয় বলে অভিযোগ।

প্রথমে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে এলাকাটি টালিগঞ্জ থানার অন্তর্গত। পরে রাতের দিকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় জয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হেনস্তা, হামলা, ভাঙচুর, অশালীন আচরণ করার অভিযোগ আনা হয়েছে। হুগলিতে বাড়ি জয় মুখোপাধ্যায়ের। শুক্রবার রাতেই সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে তার গাড়িটিও। শনিবারই আলিপুর আদালতে তোলা হবে অভিনেতাকে। ২০০৯ সালে ‘লক্ষ্যভেদ’ সিনেমার সূ্ত্রে টলিউডে প্রবেশ করেন জয়। ‘অস্ত্র’, ‘ওয়ারেন্ট’, ‘আমি যে কে তোমার’- এর মতো সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। স্টার জলসা-র ‘চোখের তারা তুই’ সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে। অভিনেতা কেন এমন কাজ করলেন? তা খতিয়ে দেখছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মহার বাড়াতে সংসদে অভিনব বিল পাস

ভিন্ন স্বাদের খবর: জন্মহার বাড়াতে দ. কোরিয়ায় অফিসের কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে ৬৮ ঘণ্টার পরিবর্তে এখন থেকে দেশটির কর্মীরা ৫২ ঘণ্টা কাজ করবেন। ফলে এখন থেকে ১৬ ঘণ্টা সময় বেশি ছুটি পাবেন তারা।

স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেওয়া, অবসাদ কাটানো ও জন্মহার বাড়ানোর জন্য এ নিয়ম জারি করেছে দেশটি। ১ জুলাই থেকে ও নিয়ম চালু হয়েছে। এখন থেকে ৬৮ ঘণ্টার বদলে ৫২ ঘণ্টা কাজ করবেন দেশটির কর্মীরা।

বিশ্বের কম জন্মহারের দেশগুলোর মধ্য ওপরের দিকে আছে দক্ষিণ কোরিয়া। তাই জন্মহার বাড়াতে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। দেশটির নেতারা বলছেন, কর্মঘণ্টা কমানোর ফলে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাবেন নারী ও পুরুষেরা। অভিনব এ উদ্যোগের ফলে জন্ম হার বাড়বে বলে মনে করছেন দেশটির নীতি নির্ধারকেরা।

বিশ্বের অন্যতম কর্মমূখর দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা দিনের বেশির ভাগ সময় অফিসেই কাটান। তাই দেশটি কর্মঘণ্টা কমানো সংক্রান্ত একটি একটি বিল পাস করেছে। বিলে বলা হয়েছে ৬৮ ঘণ্টার জায়গায় এখন সপ্তাহে ৫২ ঘণ্টা কাজ করতে হবে। জীবনযাপনের মান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানো এবং জন্মহার বৃদ্ধির লক্ষ্যের অংশ হিসেবে সপ্তাহের কর্মঘণ্টা কমানো হচ্ছে। ব্যবসায়ীরা এ বিলের বিরোধিতা করেছে। কিন্তু পার্লামেন্ট সদস্যরা তা আমলে না নিয়ে বিলটি পাস হয়।

২০১৬ সালে কোরীয়রা গড়ে ২ হাজার ৬৯ ঘণ্টা কাজ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেন, ‘জুলাই থেকে আমরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব। বাবা-এবং মায়ের সন্তানদের আরও সময় দেওয়া প্রয়োজন।’ মুন জে প্রশাসনে কর্মঘণ্টা কমানোর সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোকে আরও অধিক কর্মী নিয়োগ দিতে আহ্বান জানিয়েছেন। তবে ৮০ ভাগ কোম্পানিই বাড়তি কর্মী নিতে চায় না।

এদিকে এ বছর দেশটিতে বেতন ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছিলেন, ‘অতিরিক্ত কর্মঘণ্টা থাকা কোনোভাবেই উচিত নয়। সুখী জীবন-যাপনের ক্ষেত্রে টানা কর্মঘণ্টা বড় বাধা। এমন কর্মঘণ্টা কোনো রকম বিশ্রামের সুযোগ দেয় না। এ ছাড়া নির্বাচিত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মুন প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি ৭ ডলার করে বৃদ্ধি করেছেন, যা গত দুই দশকে সর্বোচ্চ।

অর্গানাইজেশন অব ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইডিসি) এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া ছাড়াও মেক্সিকো এবং কোস্টারিকায় দীর্ঘ কর্মঘণ্টা প্রচলিত আছে। দেশটির পরিবার পরিকল্পনা মন্ত্রী চুয়াং হুন দক্ষিণ কোরিয়ার কম জন্মহারের জন্য নারীদের অতিরিক্ত কাজ করাকে দায়ী করেছেন। ওইসিডি এর মতে, ‘কোরিয়াতে প্রতি একজন নারীর সন্তান জন্মদানের ক্ষমতা ১.২ ভাগ। যা বিশ্বে সর্বনিম্ন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest