সর্বশেষ সংবাদ-
জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনসাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতাসহ তিনজন গ্রেফতারনাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

কলারোয়ার দুদক কমিশনার

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দির পরিদর্শন করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বস্ত্রীক তিনি সেখানে পরিদর্শনে আসেন।
হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র তাঁকে স্বাগত জানান।
রিমঝিম বৃষ্টির মাঝেও দুদক কমিশনার আমিনুল ইসলাম সীমান্ত নদী সোনাই’র তীরে সম্প্রতি তৈরি হওয়া পাকা ঘাটসহ আশ্রম প্রাঙ্গনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এসময় হরিদাস ঠাকুরের আদ্যোপান্ত ইতিহাস ও জন্মভিটার ঐতিহ্যের কথা মনোযোগ সহকারে শোনেন তিনি। পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন দুদক কমিশনার।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, খুলনার সমন্বিত উপ-পরিচালক আবুল হোসেন, দুদক কমিশনারের ব্যক্তিগত সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক শেখ মো. আলকামুন বাবলু, প্রভাষক অসিম কুমার বসু প্রমুখ।

ইটালিতে রফতানির টালি কারখানা পরিদর্শন
ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হওয়া কলারোয়ার ঐতিহ্যবাহী টালি প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে স্বস্ত্রীক তিনি পৌরসভাধীন উত্তর মুরারীকাটি এলাকার বিভিন্ন টাইলস টালি কারখানা পরিদর্শনে আসেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, খুলনার সমন্বিত উপ-পরিচালক আবুল হোসেন, দুদক কমিশনারের ব্যক্তিগত সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া টালি কারাখানা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গোষ্ট গোপাল পাল, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ইমাদসহ টালি উৎপাদনকারীরা।
পরে তিনি ইউএনও অফিস পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিনা বেতনে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা!

খেলার খবর: ফের আর্জেন্টিনার কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারডোনা। তবে এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতে চান না। সম্প্রতি ভেনেজুয়েলার এক টেলিভিশনকে সাক্ষাৎকারে ম্যারাডোনা এই আগ্রহের কথা জানিয়েছেন।

ম্যারাডোনা বলেন, ‘আর্জেন্টিনা হারলে আমি সব সময়ই দুঃখ পাই। দলের এমন বাজে পারফরম্যান্স সত্যিই আশা করিনি আমরা কেউ-ই। যে উচ্চাশা আমরা দেখিয়েছিলাম এবার, সব এক নিমিষেই শেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশার। আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্বটা আমি আবার নিতে চাই। এই দায়িত্ব আমি হাসিমুখে ও বিনা পারিশ্রমিকে করতে চাই।’

দলের বর্তমান কোচ সাম্পাওলির সমালোচনা করে ম্যারাডোনা আরো বলেন, ‘আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি মোটেও যোগ্য নন, তা ছাড়া তাঁর স্ট্র্যাটেজিতে বেশ ঘাটতি রয়েছে। যেটা ভালোভাবে ফুটে উঠেছে রাশিয়া বিশ্বকাপে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে সুইডেন

খেলার খবর: ১২ বছর পর বিশ্বকাপে ফিরে আসা সুইডেন রাশিয়া বিশ্বকাপে এগিয়ে গেছে আরেক ধাপ। এমিল ফর্সবার্গের একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ১৯৫৮ বিশ্বকাপের রানার্সআপরা।

সেন্ত পিতার্সবুর্গে সোমবার শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন।

ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল সুইডেন। অষ্টম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বল ধরে একা ডি-বক্সে ঢুকে পড়েন মার্কাস বার্গ; কিন্তু তার শটটা ছিল না লক্ষ্যের ধারে কাছেও।

২৪তম মিনিটে পাল্টা আক্রমণে জেরদান সাচিরির ক্রসে স্টিভেন সুবারের হেড থাকেনি লক্ষ্যে। চার মিনিট পর সুইডিশ ফরোয়ার্ড ওলা তইভনেনের জোরালো হাফ-ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ইয়ান জমের।

বিরতির আগে সহজ সুযোগ এসেছিল দুই দলেরই সামনে। ৩৮তম মিনিটে সুবারের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সের মধ্যে থেকে উড়িয়ে মারেন ব্লেরিম জেমাইলি। আর ৪২তম মিনিটে আট গজ দূরে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন সুইডেনের মিডফিল্ডার আলবিন একদাল।

৬৬তম মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় সুইডেন। ডি-বক্সের বাইরে থেকে এমিল ফর্সবার্গের নিচু শট গোলরক্ষক বরাবরই যাচ্ছিল। তা ঠেকানোর চেষ্টা করা মানুয়ের আকাঞ্জির পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না জমেরের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো!

খেলার খবর: রোনালদোকে নিজেদের ডেরায় ভেড়াতে আগ্রহী ইউরোপের বেশ কিছু ক্লাব। রিয়াল মাদ্রিদে যে তিনি আর বেশি দিন থাকছেন না, সেই আভাসও মিলছে বিভিন্ন ঘটনায়। ইউরোপের একটি ক্লাবে রোনালদো যাচ্ছেন—এমন খবরই প্রকাশ করছে স্পেনের প্রভাবশালী গণমাধ্যমগুলো।

ফুটবল-ভক্তদের প্রশ্নটা অনেক দিনের। রোনালদো কি রিয়াল মাদ্রিদের হয়েই অবসর নেবেন, নাকি নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাবেন! পিএসজি পেট্রো ডলার নিয়ে বসে আছে, আবার ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে পারেন ‘সি আর সেভেন’—এমন গুঞ্জন চলছে অনেক দিন ধরে। তবে নতুন করে শোনা যাচ্ছে, জুভেন্টাসও নাকি চাচ্ছে রোনালদোকে। রোনালদোর সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়ে নিয়েছে তুরিনের ক্লাব, এমনটাই জানিয়েছে টুট্টোস্পোর্ট।

২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ইউনাইটেড থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারপর লস ব্লাঙ্কোদের হয়ে অবিশ্বাস্য ফুটবল দেখিয়েছেন বিশ্বকে। রিয়াল মাদ্রিদকে চারবার এনে দিয়েছেন ইউরোপ সেরার মুকুট। নিজেও পেয়েছেন ব্যক্তিগত অনেক সাফল্য। অথচ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন তিনি।

সম্প্রতি স্পেনের আদালত কর ফাঁকির মামলায় দুই বছরের জেল দিয়েছেন বিশ্বসেরা ফুটবলারকে। অপরদিকে রিয়ালও নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বহুদিন ধরে। এমন খবরে খুব একটা খুশি নন রোনালদো। আবার রিয়ালও একটা বিষয় বুঝতে পারছে যে ৩৩ বছর বয়সী রোনালদোকে এখন যদি বিক্রি না করা যায়, পরের মৌসুমেই আর দাম পাওয়া না-ও যেতে পারে। ক্লাব থেকেও নাকি ভাবা হচ্ছে, রোনালদো যদি যেতে চান, তবে আটকে রাখা হবে না তাঁকে। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে ইতিমধ্যেই কথা পাকাপাকি হয়ে আছে রোনালদোর। ৪ বছরের চুক্তিতে বছরে পর্তুগালের এই তারকাকে ৩০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা।

রিয়াল মাদ্রিদে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন (১ হাজার মিলিয়ন) ইউরো। তবে রিয়াল মাদ্রিদ নাকি এ মৌসুমে ১২০ মিলিয়ন ইউরোতে (শুধু বার্সেলোনা ও পিএসজির ক্ষেত্রেই আগের রিলিজ ক্লজ থাকছে) নামিয়ে এনেছে এমন কথা চাউর হয়েছে সম্প্রতি। আর এতে রোনালদো ক্লাব বদলের আভাস পাচ্ছেন অনেকেই। তবে রিলিজ ক্লজ কমিয়ে দেওয়ার বিষয়টিকে উড়িয়ে দিয়েছে রিয়াল। এদিকে জুভেন্টাস ভালো করেই জানে, রোনালদো যদি ক্লাব বদল করতে চায়, তবে রিয়ালের সঙ্গে একটা বনিবনা করা খুব কঠিন হবে না। তবে রিয়াল মাদ্রিদের সভাপতি ক্লাবের ক্ষতি হয় এমন কোনো চুক্তিতে যাবেন না, সেটিও খুব সহজেই অনুমেয়।

রোনালদো রিয়াল ছাড়লে কপাল পুড়বে গঞ্জালো হিগুয়েইনের। রোনালদো জুভেন্টাসে এলে তাঁকেই খেলানো হবে প্রধান স্ট্রাইকার হিসেবে। আর তখন বিক্রি করে দেওয়া হতে পারে হিগুয়েইনকে। আগস্টের ৩১ তারিখ পর্যন্ত দলবদলের সুযোগ থাকছে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই হয়তো জানা যেতে পারে, রোনালদো কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বিগ্ন ‘অভিভাবক ও নাগরিকদের’ সমাবেশ পণ্ড

দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা, গ্রেপ্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের’ ব্যানারে ডাকা সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

এসময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটক করলেও পরে শাহবাগ থানায় নিয়ে ছেড়ে দেয় পুলিশ। বাকী বিল্লাহকে প্রিজনভ্যানে একা যেতে দিবে না বলে তার সঙ্গে প্রিজনভ্যানে থানায় যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ। পরে বাকী বিল্লাহর সঙ্গে তিনিও প্রেসক্লাবের সামনে আসেন।

গত তিন দিন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা হয়। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

এসব কর্মকাণ্ড ও এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকরা।

বিকালে তারা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। সমাবেশকারীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ। তাদের নিয়ে আসা ব্যানার কেড়ে নেয় পুলিশ।

এ সময় বাধা দিলে সমাবেশকারীদের মধ্য থেকে বাকী বিল্লাহকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যানে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক। তার সঙ্গেও পুলিশের বাকতিণ্ডা হয়।

এরপরও সমাবেশকারীরা বিক্ষিপ্তভাবে সমাবেশের চেষ্টা করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা সমাবেশ করতে না পারলেও কিছু সময় প্ল্যাকার্ড হাতে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যান।

পরে অধ্যাপক ফাহমিদুল হক সাংবাদিকদের বলেন, আমরা সমাবেশে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে। শিক্ষার্থীদের ওপর হামলা করছে পেটুয়া বাহিনী, কখনো ছাত্রবেশে কখনো পুলিশ বেশে। সেটার প্রতিবাদ জানাতে এসেছি।

‘আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে কারণ তারা একটি লক্ষ্য, তাদের একটি ন্যায্য দাবী, ন্যায্য অধিকার কোটা সংস্কারের দাবী জানিয়ে আন্দোলন করছে। এখন এই পর্যায়ে এসে অর্থাৎ সংসদে ঘোষণা দেয়ার পরও মাসের পর মাস চলে যাচ্ছে কোটা সংস্কার বিষয়ে কোন সুস্পষ্ট অগ্রগতি আমরা দেখিনি। ফলে শিক্ষার্থীরা যে বার বার মাঠে নেমে ফলাফল চাচ্ছে সেটা তাদের ন্যায্য অধিকার। এ অবস্থায় আমরা শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে বসে থাকতে পারি না।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশ করতে না দেওয়া ও আটকের বিষয়ে ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আমরা নিয়মতান্ত্রিক সমাবেশের অনুমতি দিয়ে থাকি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তারা সুনির্দিষ্ট কোন ব্যানারে সমাবেশ করতে আসেনি। তাই তাদের অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও জাতীয় দলে মুস্তাফিজ, ফিরলেন বিজয়ও

খেলার খবর: দেশসেরা ওপেনার তামিম ইকবালের একজন স্থায়ী সঙ্গী এখনও খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশা জাগিয়েও দীর্ঘ ফর্মহীনতায় ভূগছেন সৌম্য সরকার এবার তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা গেল এনামুল হক বিজয়ের নাম। একইসঙ্গে চোট কাটিয়ে ফিরলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টিই খেলেছেন সাকিব-তামিমরা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন, আবু হায়দার ও আবু জায়েদ রাহী। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ব্যাটিং করে সুযোগ পেয়েছেন লিটন দাস। ওপেনার সৌম্য সরকারের জায়গা হয়নি এই দলে।

এনামুল হক বিজয় গত জানুয়ারিতে দেশের মাটিতেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। ত্রিদেশীয় সিরিজের সেই মঞ্চে তিনি ছিলেন ব্যর্থ। তারপরও তাকে দলে রাখা হয়েছে। দীর্ঘ এক বছর পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই অল-রাউন্ডার। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন মুস্তাফিজ। এবার তার মাঠে ফেরার পালা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে ২২ জুলাই, গায়না ন্যাশনাল স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। তৃতীয় ওয়ানডে হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে নাকানিচুবানি খাইয়ে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

খেলার খবর: রেকর্ডটি তাঁরই ছিল। সে রেকর্ড নতুন করে আরেকবার নিজের করে নিলেন, পাকাপোক্ত করা আরকি! টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ১৫৬ রানের। ইংল্যান্ডে বিপক্ষে সে ইনিংসের বর্ণনায় বেশ কয়েকবার বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়েছিল। আজ সে চিহ্ন আরও গোটা কয়েক বাড়িয়ে নিলেন অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের অবিশ্বাস্য ১৭২ রানের এক ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে ২২৯ রান তুলেছে অস্ট্রেলিয়া।

তবে ফিঞ্চের রেকর্ড যে হতে পারে, সেটা বোঝা গেছে অনেক পরে; বরং অন্য এক রেকর্ড নিয়েই তখন আগ্রহ ছিল। মুহূর্তটির অপেক্ষা ১০ ওভারের পর থেকেই। ইনিংসের অর্ধেক পেরোনোর আগেই শত রান হয়ে গেছে অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টিতে এমন কিছু নিয়মিত না হলেও অভাবনীয় কিছু নয়। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটের ঘরে তখনো কোনো সংখ্যা না থাকাটাই আগ্রহ জন্মাচ্ছিল। হবে কি রেকর্ড?

১৬তম ওভারেই হলো রেকর্ড। তৃতীয় বলে ৩ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চের ছক্কায় সে হিসাব চুকল। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেল। পাকিস্তানের বিপক্ষে একবার ১৬৮ রান তাড়া করতে নেমে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন আর কাউকে ব্যাট করার সুযোগ না দিয়েই ১৭১ রান করে ফেলেছিলেন। টি-টোয়েন্টিতে যেকোনো উইকেট জুটিতে এটাই ছিল সর্বোচ্চ রান। এক ঢিলে তাই দুই পাখি মারলেন ফিঞ্চ-শর্ট।

শর্টের নামটি লিখতে হচ্ছে জুটির এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন বলে। না হলে এক প্রান্তে ফিঞ্চ যখন বোলারদের কচুকাটা করছেন, উল্টো দিকে তখন ডি’আর্চি শর্ট ওয়ানডে ক্রিকেটের তালিম নিচ্ছেন! একপর্যায়ে তো ২৯ বলে ২২ রান ছিল শর্টের! অনেকে তাই মজাও করছিলেন, শর্ট ৫০ করার আগেই দেড় শ করে ফেলবেন ফিঞ্চ। কথাটি এক অর্থে ভুল প্রমাণিত হয়েছে। ৪২তম বলে আউট হওয়ার আগে ৪৬ রান করে আউট হয়েছেন শর্ট। আর তাঁর সঙ্গীর রান তখন ১৬৮!

২০তম ওভারে গিয়ে আউট হয়েছেন শর্ট। উদ্বোধনী জুটিতে চোখ কচলান, মাথা চুলকানোর মতো ২২৩ রানের জুটি গড়ে। ফিঞ্চও ২ বল পরে সঙ্গী হয়েছেন হিট উইকেটের শিকার হয়ে। ৭৬ বলে ১৬ চার ও ১০ ছক্কায় রান ততক্ষণে আগের বিশ্ব রেকর্ড থেকে ১৬টা বেশিই করা হয়ে গেছে তাঁর। ৫০ বলে ১০০ করা ফিঞ্চ পরের ৭২ রান তুলেছেন ২৬ বলে।

শেষ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট প্রাপ্তির সঙ্গে ব্লেসিং মুজারাবানি দলকে একটা স্বস্তিও এনে দিয়েছেন। বিশ্ব রেকর্ডের মিছিলে ২০ ওভার শেষেও প্রতিপক্ষের কোনো উইকেট না ফেলার রেকর্ড তো আর হয়নি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাছ খেলেও হতে পারে মারাত্মক ক্ষতি! বলছে গবেষণা

স্বাস্থ্য কণিকা: রেড মিট মানেই শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এ কথা আমরা সবাই জানি। শুধু চিকিৎসকই নয়, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, অফিসের সহকর্মীদের কাছে প্রায়শই এ নিয়ে নানা জ্ঞান শুনতে হয়। তবে ভাবছেন, মাছে-ভাতে বাঙালির চিন্তা কিসের! কিন্তু মাছেও নাকি রয়েছে দুশ্চিন্তার কারণ!

অন্তত বেশ কিছু চিকিৎসকরা এ বিষয়ে একমত। তারা জানাচ্ছেন, রেড মিট-এর মতোই নাকি ক্ষতিকারক মাছও।

মাছ বিক্রেতা বলছেন মাছ খান, কিন্তু চিকিৎসকরা যদি বলেন, মাছে বিপদ; তাহলে মানুষ খাবে কী?

সম্প্রতি প্রকাশিত একটি মেডিকেল জার্নালের রিপোর্ট অনুযায়ী, সামুদ্রিক মাছসহ বিভিন্ন স্বাদুপানির মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে মার্কিন গবেষক নরম্যান হর্ড জানান, অতিরিক্ত মাছ খেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন ঘটে যেতে পারে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে উল্টে শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারে, হতে পারে রোগের সংক্রমণ।

নরম্যান আরও বলেন, অতিরিক্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের কারণে রোগ প্রতিরোধব্যবস্থা পাল্টে যায়, যা জীবাণুর সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতার ওপরও বিরূপ প্রভাব ফেলে। তবে পরিমিত পরিমাণে মাছ খাওয়ায় ভয়ের কোনও কারণ নেই।

তার মতে, কোনও ব্যক্তি দিনে ১৫০-২৫০ গ্রাম মাছ খেতেই পারেন। কিন্তু মাত্রাতিরিক্ত মাছ খাওয়া বিপদ ডেকে আনতে পারে। সূত্র: জি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest