সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

একটি আসনও হারা চলবে না : প্রধানমন্ত্রী

রাজনীতির খবর: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সামনে নির্বাচন। এই নির্বাচন কঠিন হবে। জয়ী না হলে যুদ্ধাপরাধীদের বিচার থেমে যাবে, দারিদ্র্যের হার বেড়ে যাবে, সামাজিক নিরাপত্তার জন্য যেসব কর্মসূচি চলছে তাও বন্ধ করে দেবে। একটি আসনও হারা চলবে না

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোক প্রস্তাব উত্থাপন করেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশের একটি মানুষও অশিক্ষিত থাকবে না। না খেয়ে থাকবে না। মানুষ নৌকায় ভোট দিয়েছে, সুফল পেয়েছে। আগামীতেও নৌকায় ভোট পেতে জনগণের দোরগোড়ায় যেতে হবে। বোঝাতে হবে। মানুষকে বার বার না বললে মানুষ তা মনে রাখে না।

তাই উন্নয়নের তথ্যগুলো জনগণের কাছে বার বার তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নিজেদের দ্বন্দ্বের কারণে নৌকা যেন না হারে। একজন হয়তো মনে করলেন এক সিট হারলে কি হবে? একটি আসনও হারা চলবে না।

শেখ হাসিনা আরও বলেন, ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার জন্য। মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার জন্য। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ করা মানে শুধু নিজের উন্নয়ন করা নয়, দেশ ও দশের জন্য কাজ করাই এই দলের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু দলকে সময় দেয়ার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। এই দলের জন্য কাজ করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ প্রাচীন সংগঠন। জাতির পিতার আদর্শ নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। তিনি (বঙ্গবন্ধু) যত আন্দোলন করেছেন, সব সময় তার ভেতরে একটা লক্ষ্য ছিল। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সম্মান পাচ্ছে।

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এতিমখানার জন্য টাকা এনে সেই টাকা কীভাবে লুটপাট করা হলো আপনারা তা জানেন। বিএনপির এত জাঁদরেল আইনজীবী তারা কী করলো, তারা তো প্রমাণ করতে পারলো না যে- খালেদা জিয়া দুর্নীতি করেনি।

আওয়ামী লীগকে গণমানুষের সংগঠন দাবি করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গ্রামের মানুষের সংগঠন। প্রত্যেকটা গ্রামকে আমরা নগর হিসেবে গড়ে তুলে গ্রামের মানুষগুলো যেন নাগরিক সুবিধা পায় তা নিশ্চিত করবো। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। গ্রামের মানুষ পর্যন্ত এর সুবিধা ভোগ করে বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা কখনই এদেশের উন্নয়ন চায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

স্বাস্থ্য কণিকা: কাঁঠাল সুস্বাদু, মিষ্টি, বিরাট আকৃতির গ্রীষ্মকালীন ফল। কাঁঠাল পাকা ও কাচা খাওয়া যায়। কাঁচা কাঁঠালের তরকারিকে এঁচোড় বলে। এঁচোড় খেলে খাওয়ার রুচি বাড়ে। পাকা কাঁঠালের বিচি পুড়িয়ে বা তরকারি করে খাওয়া যায়। পেটের সমস্যা দূর হয়। এর বিচি পুড়িয়ে খেলে আমাশয় বা পাতলা পায়খানা দ্রুত সেরে যায়। তবে বেশি খেলে পেটে ব্যথা হতে পারে।
মায়ের স্বাস্থ্য সুরক্ষায় এবং শিশুর বেড়ে উঠার জন্য ভিটামিন এ ও সি, আয়রন, ক্যালসিয়াম, শর্করা ইত্যাদি সবই আছে এই ফলে। গর্ভবতীদের জন্যও কাঁঠাল উপকারী। কাঁঠাল খেলে গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। স্তন্যদানের মা পরিমাণমতো পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বাড়ে। পাঁচ মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো কাঁঠালের রস খাওয়ালে বাচ্চার ক্ষুধা নিবারণ হয়। পূরণ হয় তার স্বাভাবিক পুষ্টির চাহিদাও।
ভিটামিন সি ও এ থাকায় কাঁঠাল চুল ও ত্বকের জন্য উপকারী। ভিটামিন এ চোখের পুষ্টি জোগায়, অন্ধত্বজনিত সমস্যা দূর করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে ক্ষতিকারক রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। ক্ষত ও দেহের কাটাছেঁড়া দ্রুত শুকায় ভিটামিন সি। প্রখর রোদের জন্য গরমে যে সর্দি, কাশি, হাঁচি প্রভৃতি সমস্যা দেখা দেয় তা দূর করে ভিটামিন সি। কাঁঠালের বিটা ক্যারোটিন, লুটেইন, অ্যান্টি-অক্সিডেন্ট ক্ল্যাভিনয়েড নামের উপাদান, স্তন, প্রোস্টেট, পাকস্থলী ও ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধেও যুদ্ধ করে। এটি অাঁশ জাতীয় ফল বিধায় তা কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত পরিষ্কার রাখে এবং হৃৎপিণ্ডের শিরা-উপশিরার দেয়ালে ক্ষতিকর চর্বি জমাতে বাধার সৃষ্টি করে। এর পটাশিয়াম দেহের কোষগুলোর বৃদ্ধি বা বর্ধনে সাহায্য করে। শরীরে রক্ত তৈরি করে এর আয়রন বা লৌহ। বেরিবেরি রোগ, পেটের সমস্যা দূর করে ভিটামিন বি কমপ্লেক্স। এর ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁতের পুষ্টি জোগায়। শরীরে ইনসুলিন হরমোনের সরবরাহ নিশ্চিত করে এর জিংক। আর দেহের অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে ম্যাগনেশিয়াম ও সোডিয়াম। ডায়াবেটিসের রোগীরাও কাঁঠাল পরিমাণমতো খেতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমান ও ঐশ্বরিয়াকে নিয়ে বললেন জ্যাকুলিন

বিনোদন সংবাদ: সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী।হাম দিল দে চুকে সোনম’র মতো ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এছাড়া একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল বলিউড।

তবে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক এখন অতীত। এমনকি এখন পরস্পরকে এড়িয়ে চলেন তারা। সেদিক বিবেচনা করলে পর্দায় তাদের জুটি হিসেবে দেখতে পাওয়াটা কঠিন। কিন্তু অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মনে করেন পর্দায় সালমান-ঐশ্বরিয়া জুটিই পারফেক্ট।

জ্যাকুলিন বলেন, ‘হাম দিল দে চুকে সিনেমায় ঐশ্বরিয়াকে সালমানের সঙ্গে সবচেয়ে ভালো লেগেছে। আমার অন্যতম প্রিয় একটি সিনেমা এটি। আমার কাছে পর্দায় এটিই পারফেক্ট জুটি।’

সর্বশেষ রেস-থ্রি সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকুলিন। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে শুরুটা ভালো হলেও পরে খুব বেশি সুবিধা করতে পারেনি এটি। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি এবং পরিচালনা করেছেন রেমো ডিসুজা।

ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘আমাদের রসায়নটা বেশ ভালো। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। বলিউডে আমি যখন নতুন তখন থেকেই সালমান আমাকে চেনেন। আমি যখন আলাদিন (২০০৯) সিনেমায় চুক্তিবদ্ধ হই তখন তিনি আমাকে কোথাও দেখেছিলেন। তিনি আমাকে লন্ডন ড্রিমস সিনেমার জন্য ডেকেছিলেন। তারপর থেকেই তার সঙ্গে আমার বিভিন্ন পার্টিতে দেখা হতো। আমাকে সিনেমায় নেয়ার জন্য অতীতে তিনি ডেভিড ধাওয়ান স্যার, সাজিদ নাজিয়াদওয়ালাকে এবং এখন রেস-থ্রি সিনেমার জন্য রমেশ তাওরানিকে অনুরোধ করেছেন। এ সবকিছুই করেছেন আমার অজান্তে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব

বিদেশের খবর: ইয়েমেন আগ্রাসনে সৌদি আরব ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আল-খালিজ অনলাইনকে জানিয়েছে, ইসরায়েল সৌদি বাহিনীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং সেগুলোকে রিয়াদ ইয়েমেনের হুথি আন্দোলন নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যবহার করেছে।

সূত্র বলছে, কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি সেনারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এগুলো হচ্ছে- ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা, ধ্বংসক্ষমতা যাচাই ও মানব দেহের ওপর এসব ক্ষেপণাস্ত্রের প্রভাব কী তা খতিয়ে দেখা।

মার্কিন কংগ্রেসের ওই সূত্র বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত খবরের পরিণতি চিন্তা করে সৌদি আরব মিথ্যা বলেছে যে, তারা ইসরায়েলের নয় বরং আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সুইস পত্রিকার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিল-আর্জেন্টিনা ভাই ভাই; আর কোনো ঝামেলা নাই

খেলার খবর: যদি বলা হয়, বিশ্বকাপ তো শেষ হয়ে গেল! তেড়ে এসে পাঠককুল বলবেন, কী সব ভুলভাল লেখেন? এখনও তো পাঁচটা ম্যাচ বাকি! সুতরাং বলা ভালো, বাংলাদেশের জন্য শেষ হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। কারণ, যে দুটি দল নিয়ে বাংলাদেশে ফুটবল উন্মাদনা হয়, সেই আর্জেন্টিনা এবং ব্রাজিল বিদায় নিয়েছে রাশিয়া বিশ্বকাপ থেকে। ল্যাটিন ছন্দ ছাড়া বিশ্বকাপ এখন হয়ে গেছে ‘ইউরো কাপ’। এটি অবশ্য বলেছেন গ্যারি লিনেকার। গতকাল রাতেই নিশ্চিত হয়ে গেছে, বিশ্বকাপ শিরোপা এবারও যাচ্ছে ইউরোপে।

তাহলে বাংলাদেশি সমর্থকদের কী হবে? বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে গত প্রায় দেড়মাস ধরে যেসব উন্মাদনা চলে আসছিল, গতরাতেই তার পরিসমাপ্তি ঘটেছে। জার্মানির বিশাল পতাকা বানিয়েছিলেন এক কৃষক। সেই জার্মানিও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। পর্তুগাল, স্পেন, উরুগুয়ে সবাই ফিরে গেছে নিজ নিজ দেশে। বাকী ছিল শুধু ব্রাজিল। বেলজিয়ামের কাছে হেরে গতরাতে মাটি করে দিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ!

এই দুই দলের মাঝে যেকোনো এক দলের খেলা থাকা মানেই দুই দলের সমর্থকদের ঈদ। যেমন ব্রাজিল হারলে আর্জেন্টাইনদের আনন্দ, আবার আর্জেন্টিনা হারলে ব্রাজিল সমর্থকদের জন্য ঈদের দিন। তর্ক-বিতর্ক, কথার বাণে একে অপরকে ঘায়েল করা, বিশাল বিশাল সব পতাকা বানিয়ে উড়িয়ে দেওয়া, র্যালি করার মতো ঘটনা তো প্রতিদিনই ঘটেছে। সেইসঙ্গে ঘটেছে মারামারি, সশস্ত্র হামলার মতো অপরাধমূলক ঘটনাও। সবকিছুই এই দুই দলকে ঘিরেই।

শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর আত্মহত্যার ঘটনাও ঘটেছে। ওপার বাংলাতেও তাই। দুই দশক আগে আবাহনী-মোহামেডান নিয়ে এমন উন্মাদনায় মাতত বাঙালি জাতি। রাস্তায় মিছিল হতো, মারামারি হতো, গাড়ি ভাঙচুর এমনকী ভালো পারফর্ম করায় প্রতিপক্ষ ফুটবলারদের ধরে মাইর দেওয়া হতো! দেশের ফুটবলের সেই সোনালী সময় এখন অতীত। বাঙালির মাঝে ফুটবল বাঁচিয়ে রেখেছে ব্রাজিল-আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপ থেকে ল্যাটিন আমেরিকার দুই পাওয়ার হাউসের বিদায়ের পর এখন তো নিশ্চয়ই সমর্থকদের মধ্যে আর কোনো সংঘর্ষ হবে না। কথার লড়াইও থেমে যাবে। সবাই ভাই ভাই হয়ে কোনো চাপ না নিয়ে বিশ্বকাপের বাকী ম্যাচগুলো উপভোগ করবে। ফুটবলের এই উন্মাদনা বাঁচিয়ে রাখলে একদিন হয়তো আবারও জেগে উঠবে আমাদের দেশের ফুটবল। তবে, কোনো অবস্থাতেই সমর্থকদের মধ্যে মারামারি কাম্য নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারো কলারোয়ার ওসি ও থানা জেলার শ্রেষ্ঠ মনোনীত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হয়েছেন। এ নিয়ে তিনি ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন।
শনিবার ৭জুলাই সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তাঁর কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ওসি বিপ্লব দেবনাথকে। একই সাথে জেলার শ্রেষ্ঠা থানা হিসেবে কলারোয়া থানাকে মনোনীত করা হয়েছে।
জানা গেছে- ওই অনুষ্ঠানে জুন’ ১৮ মাসে সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ থানা হিসেবে কলারোয়া থানাকে মনোনীত হওয়ায় ওসি, সকল অফিসার ও ফোর্সদের অভিনন্দন জানিয়েছেন এসপি সাজ্জাদুর রহমান।
এদিকে, চতুর্থ বারের মত জুন/২০১৮ মাসে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা হিসাবে কলারোয়া থানা কে মনোনীত করায় পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওসি বিপ্লব দেব নাথ জানিয়েছেন- ‘এ কৃতিত্ব কলারোয়া থানার সকল অফিসার ও ফোর্সের।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বঙ্গবন্ধু স্যাটালাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যা বলুন’ শীর্ষক স্লোগানে কলারোয়ার সোনাবাড়িয়ায় বঙ্গবন্ধু স্যাটালাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাজিরহাট প্রগতি সংঘ। ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে ৪-২ গোলে স্বাগতিক সোনাবাড়িয়াকে পরাজিত করে তারা।

৭ জুলাই শনিবার বিকেলে স্থানীয় সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রফি বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

সোনাবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রভাতি সংঘ ওই টুর্নামেন্টটির আয়োজন করে।

প্রভাতি সংঘের সভাপতি নয়ন রঞ্জন মজুমদারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সোনাবাড়িয়া প্রভাতি সংঘের উপদেষ্টাবৃন্দ- সহযোগি অধ্যাপক হারুন অর রশীদ, সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য আনারুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য রেহেনা পারভীন, জিয়াউল হক, মেঘনাথ, আফসার হোসেন, সহ.সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, ক্রীড়া সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রুহুল কুদ্দুস।

৯জন করে খেলোয়ারের অংশ গ্রহনে আক্রমন- পাল্টা আক্রমনে মুখোরিত ছিলো পুরো খেলা। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কাজিরহাট ৪-২ গোলে সোনাবাড়িয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক সমাগম ছিলো লক্ষ্যণীয়।
খেলা পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন। রেফারিং-এ তাকে সহায়তায় ছিলেন আবু সাইদ ও মোশাররফ হোসেন।
কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন খেলার ধারাভাষ্য প্রদান করেন।

এর আগে এসপি সাজ্জাদুর রহমান সেখানে পৌছুলে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে এসপি সহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা গোলদাতাকে বিশেষ পুরষ্কার প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান এইড সোনাবাড়িয়া’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডে সরকারি সফর শেষে দেশে ফেরায় নজরুল ইসলামকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১০ দিন রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরায় সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু পাঠাগার প্রাঙ্গণে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান শেষে এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারক নাথ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ফেরদৌস পলাশ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন। বিদেশ সফর শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, বিদেশের প্রতিটি কর্মকান্ড নিয়ম শৃঙ্খলার মধ্যদিয়ে চলে। আমরা সবাই সচেতন হলে বাংলাদেশও হবে একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি কর্মকান্ড অত্যন্ত দুরদর্শীতার সাথে পরিচালনা করে আসছেন। আমাদের সম্মিলিত প্রয়াসই পারে দেশকে আরো উন্নতির শিখরে পৌছে দিতে। তিনি আরো বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান। বর্তমান সরকার এমন কোন সেক্টর নেই সেখানে সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকাকে আবারও বিজয়ী করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যে চারটি আসন আছে সেখানে নেত্রী যাকে নৌকার প্রতিক দিবে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ক্জা করতে হবে। আলোচনা সভা শেষে সাতক্ষীরার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, সদর থেকে আগত নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা করে ঝাউডাঙ্গা থেকে প্রধান অতিথিকে সাতক্ষীরায় নিয়ে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest