সর্বশেষ সংবাদ-
সাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতিশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দসাতক্ষীরায় ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যে আহত-২

তালা প্রতিনিধি : উন্নয়ন সংগঠন আশ্রয় ফাউন্ডেশন এর বাস্তবায়নে দাতা সংস্থা অক্সফ্যাম এর অর্থায়নে, এবং মুক্তি ফাউন্ডেশন এর আয়োজনে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশাল হিউম্যানিটিরিয়ান এ্যাকটরস (এলনা) প্রকল্পের আওতায় ইউডিএমসির সদস্য, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের দুর্যোগ বিষয়ক মকড্রিল প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার দুইদিন ব্যাপী চলা প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তালা উপজেলার সাংবাদিক, শিক্ষক, ইউডিএমসি ও লিড পার্টনারের প্রতিনিধি বৃন্দ। প্রশিক্ষণ চলাকালীন সার্বিক সহযোগিতায় ছিলেন আশ্রয় ফাউন্ডেশন, এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও প্রোগ্রাম অফিসার-ফাইনান্স সন্দীপ সাহা। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো. জয়নাল আবেদীন ও বনশ্রী ভান্ডারী। প্রশিক্ষণে দুর্যোগ পূর্বক, দুর্যোগকালীন ও পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে দিন ব্যাপী আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই ‘অপরাধে’ তামিমের ‘শাস্তি’

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারানোর অন্যতম নায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

তামিমকে ‘দুটি অপরাধে’ এই শাস্তি দেয়া হয়েছে। ম্যাচের চতুর্থ দিন ম্যাথু ওয়েড গ্লাভস পরিবর্তন করছিলেন। তখন লাঞ্চের সময় এগিয়ে আসছিল। ওয়েড সময় নষ্ট করছেন এমন অভিযোগ এনে তামিম মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। আইসিসি বিষয়টি ভালোভাবে নেয়নি।

এরপর ওয়েড আউট হয়ে গেলে তামিম তাকে সাজঘরে ফিরতে ইঙ্গিত দেন। এই আচরণও মাঠের দুই আম্পায়ার নোট করে রাখেন।

এক বিবৃতির মাধ্যমে আইসিসি জানিয়েছে, ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দেয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হবে তামিমের নামের পাশে।

নিয়ম অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য গুরুত্ব বিবেচনা করে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ‘অপরাধে’র গুরুত্ব অনুযায়ী সর্বনিম্ন ১ পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ ৪ পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়। ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় ৪টি ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হয়। এর ফলে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয় খেলোয়াড়কে।

বাংলাদেশ ম্যাচটিতে ২০ রানে জয় পায়। তামিম প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৮ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনজির ভুট্টো হত্যা মামলায় ২জনের ১৭ বছর করে কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় পুলিশের দুই সাবেক সদস্যকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। রায়ে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে ‘পলাতক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সাক্ষ্য-প্রমাণের অভাবে অন্য পাঁচজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। তবে এ রায় প্রত্যাখ্যান করেছেন বেনজিরের ছেলে বিলাওয়াল ভুট্টো। বিলাওয়াল দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে গুলি ও বোমা হামলা চালিয়ে বেনজিরকে হত্যা করা হয়। ওই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ।

যে দুজনকে ১৭ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাউদ আজিজ ও খুররম শাহজাদ। বেনজির হত্যাকাণ্ডের সময় সাউদ আজিজ রাওয়ালপিন্ডির পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন। আর রাওয়াল টাউনের এসপির দায়িত্বে ছিলেন খুররম শাহজাদ। দায়িত্বে অবহেলার দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়েছে।

রায়ে আদালত বলেছেন, উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। ওই পাঁচজনের বিরুদ্ধে তালেবান জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল। পাঁচজনের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁরা কারাগারে ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদালত সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে ‘বিচারপ্রক্রিয়া থেকে পলাতক আসামি’ বলে ঘোষণা করেছেন। এ মামলায় তাঁকেও অভিযুক্ত করা হয়েছিল। গত বছর থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন জেনারেল পারভেজ মোশাররফ। আদালত তাঁর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন। তবে মামলার রায় সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

তৎকালীন পারভেজ মোশাররফের সরকার এ হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করেছিল। তবে বাইতুল্লাহ মেহসুদ এ অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন।

রায় প্রত্যাখ্যান বিলাওয়ালের
বিলাওয়াল এই রায়ে ‘অসন্তুষ্টির ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, সন্ত্রাসীদের ছেড়ে শুধু অন্যায্যই নয়, বিপজ্জনকও। এই রায়ের বিরুদ্ধে পিপিপি আপিল করবে।

বেনজিরের মেয়ে আসিফা টুইট বার্তায় বলেন, অপরাধের জন্য পারভেজ মোশাররফের শাস্তি না হওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার শ্রীমন্তকাটী গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামে ৩৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৩.৭৮০ কিঃমিঃ নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, এজিএম গোবিন্দ মহলাদার, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং জেলা ইশা আন্দোলনের নেতা মাওলানা আছাদুল হক প্রমুখ।
উল্লেখ্য, ৩২০ জন গ্রাহক ৩.৭৮০ কিঃমিঃ নতুন বিদ্যুৎ সংযোগের অর্ন্তভূক্ত হলো। এরমধ্যে ৩১৪ জন আবাসিক এবং ৬ টি দাতব্য প্রতিষ্ঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে শিল্পকলা একাডেমির শোক

বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন, জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, সদস্য সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক,, সদর উপজেলা নির্বাহী অফিসার নুর হোসেন সজল, এডিসি আব্দুল হান্নান, এনডিসি, শেখ নূরুল হক, মঞ্জুরুল হক, হেনরি সরদার, নাসরিন খান লিপি, আবু আফফান রোজবাবু, বরুন ব্যনার্জী, শামিমা পারভীন রতœা, ফারহা দিবা খান সাথী, এড. শাহনেওয়াজ পারভীন মিলি, পল্টু বাসার, শেখ নিজাম উদ্দীন, কালচারাল অফিসারসহ সাতক্ষীরার সর্বস্তরের কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ কৃষ্ণনগরে ধর্ষণ চেষ্টাকালে এক লম্পটের লিঙ্গচ্ছেদ!

কৃষ্ণনগর প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর হোসেনপুর গ্রামে মাছ ব্যবসায়ী জবেদ আলী গাজীর স্ত্রী(৩৬)-কে রঘুনাথপুর গ্রামের সৈয়েদ আলীর পুত্র গোলাম হোসেন(৩৫) জোরপূর্বক ধর্ষণ করতে গেলে তিনি তার লিঙ্গ ব্লেড দিয়ে কর্তন করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ব্যবসার সুবাদে বাড়িতে না থাকায় সেই সুযোগে লম্পট গোলাম হোসেন ওই নারীকে জোর পূর্বক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং তাকে মারাত্মক জখম করে। ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে ওই নারী তার হাতের কাছে থাকা ব্লেড দিয়ে গোলাম হোসেনের লিঙ্গ কর্তন করে নেয়। গোলাম হোসেনের চিৎকারে খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে ওই নারী গুরতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের বাবাকেই বিয়ে করেন তারা!

মা ও মেয়ে নাকি সতীন। এমনই নাকি রীতি! ভারতের অসম, নাগাল্যান্ড, মেঘালয় এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস করা মান্ডি উপজাতিদের মধ্যে রয়েছে এই অদ্ভুত প্রথা।

এই সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করে শ্বশুরবাড়ি ‌যেতে হয় না। নিজের বাবাকেই তারা বিয়ে করেন। শুনতে অদ্ভত লাগলেও এটাই সত্যি। এটাই তাদের রীতি।

বাংলাদেশের মধুপুরের বাসিন্দা অরোলা ডালবোট জানান, তখন তিনি খুব ছোট, তার বাবা মারা ‌যাওয়ায় মা আরেকটা বিয়ে করেন, আর তার মা-র দ্বিতীয় স্বামীকেই বিয়ে করতে হয় তাকে।

অরোলা জানান, তিনি তার বাবার ঔরসজাত তিন সন্তানের মা, আবার তার মায়েরও দুই সন্তান। এখানে আরও একটি প্রথা রয়েছে ‌যদি অল্প বয়সে মহিলারা বিধবা হন তাহলে তিনি তার স্বামীর পরিবারের কারোর সঙ্গেই আবার বিয়ে হন।

ভারতীয় পত্রিকা জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশে মিলিয়ে মান্ডি উপজাতির প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন। সূত্র: আমাদের সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিজারেই উষ্ণতা ছড়াচ্ছে ‘জুলি টু’ (ভিডিও)

২০০৪-এ নেহা ধুপিয়ার ‘জুলি’র কথা মনে আছে? এ বার সেই ছবিরই সিক্যুয়েল ‘জুলি টু’-এর টিজার মুক্তি পেল।

‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’। পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথম বার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী।

ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি। বলি ডেবিউয়ের প্রথম ধাপেই তাঁর সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন রাই। তবে টিজার দেখে দর্শকদের বোঝার উপায় নেই যে, ছবিতে আর কোন অভিনেতাকে দেখা যাবে। আপাতত, নায়িকার সোনা গলানো রঙের চামড়ায় ঢাকা শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest