সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

নারীর ৩৫ টুকরো লাশ উদ্ধার
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে মাকে বাড়ি উপহার দিলেন মাশরাফি

এবার ঈদে মাকে বাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা। জন্মভূমি নড়াইলের মহিষখোলায় প্রায় তিন কাঠা জমির ওপর নির্মিত হয়েছে এই নতুন বাড়ি। মায়ের স্বপ্নপূরণে নির্মিত দোতলা বাড়ির নাম রাখা হয়েছে ‘মর্তুজা কটেজ’।

এর আগে, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গত ৩১ আগস্ট ঢাকা থেকে নড়াইলে যান মাশরাফি। এবার নতুন বাড়িতেই ঈদ করছেন মাশরাফি ও তার পরিবার।

মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকা বলেন, ‘ছেলের দেওয়া নতুন বাড়ি পেয়ে খুশি হয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। আর মাশরাফি যেন সারাজীবন ১৮ কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সেই দোয়া করি।’

প্রায় তিন কাঠা জমির ওপর নতুন দোতলা (ডুপ্লেক্স) বাড়ির প্রতিটি তলায় রয়েছে এক হাজার ২৫০ স্কয়ার ফিট জায়গা। বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে- একটা বড় রুমসহ চারটি বেডরুম। প্রতিটি বেডরুমের সঙ্গে বাথরুম ও বারান্দা। এছাড়া বড় একটি ব্যালকনি রয়েছে।

দোতলায় আরও আছে পারিবারিক কক্ষ (ফ্যামিলি লিভিং রুম) ও হালকা রান্না ঘর (ড্রাই কিচেন)। এই বাড়িটির নিচতলায় রয়েছে বড় হল রুম, ডাইনিং, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম ও গাড়ি পার্কিং ব্যবস্থা।

এদিকে, নতুন এই বাড়িতে ভক্তদের জন্য নিচতলায় থাকছে বড় হলরুম। এই খবরে খুশি মাশরাফি ভক্তরা। ভক্তরা বলেন, ‘মাশরাফি তার ভক্তদের সব সময়ই মূল্যায়ন করে থাকেন। এজন্য তিনি তার নতুন বাড়িতেও ভক্তদের জন্য বড় হলরুম নির্মাণ করেছেন। এটা আমাদের বড় প্রাপ্তি।’

অপরদিকে, আগামী ৪ সেপ্টেম্বর বিকালে নড়াইলের উন্নয়নে ‘রান ফর নড়াইল’ এ অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের ধারাবাহিকে নব্বই দশকের তিন মডেল

নব্বই দশকে মডেল হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তানিয়া আহমেদ, সাদিয়া ইসলাম মৌ ও তানভীন সুইটি। তাদের সেইসব বিজ্ঞাপনচিত্র নিয়ে আলোচনা হয় আজও। এখন অভিনেত্রী হিসেবেও দর্শকপ্রিয় তারা।

এই তিন তারকা ব্যক্তিজীবনে ভালো বন্ধু। তবে একফ্রেমে কখনও দাঁড়ানো হয়নি তাদের। ঈদুল আজহা উপলক্ষে প্রথমবার একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করলেন তারা। ছয় পর্বের নাটকটির নাম ‘টেক অ্যা ব্রেক’।

জানা গেছে— ঝুমা চরিত্রে তানিয়া, শ্বেতার ভূমিকায় মৌ এবং তৃণা হিসেবে আছেন সুইটি। গল্পে এ সময়ের তিন নারীকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনজনই বিবাহিতা, তিনজনই বন্ধু। তাদের মধ্যে অনেক মিল। সবাই স্বচ্ছল জীবনযাপন করে। তবে নানা কারণে স্বামীর সঙ্গে প্রত্যেকেরই কোনও না কোনও ঝামেলা লেগেই থাকে।

তিন বান্ধবী মাঝে মধ্যে আলোচনা করে একসঙ্গে। ঠিক করে স্বামীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। একসময় তারা সিদ্ধান্ত নেয় উধাও হয়ে যাবে। তুমুল ঝগড়ার পর সত্যি সত্যি কিছু না বলে একদিন বেরিয়ে যায় তিনজন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম এবং ইন্তেখাব দিনার। ‘টেক অ্যা ব্রেক’ লিখেছেন সংবাদকর্মী শিল্পী মহলানবীশ, পরিচালনা করেছেন আরিফ খান। এসএ টিভিতে ঈদের দিন থেকে পরপর ছয় দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিচারকদের ‘জালিয়াত’ বললেন কেনিয়ার প্রেসিডেন্ট

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করে দেয়ায় দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেদের ‘জালিয়াত’ বলে ধিক্কার জানিয়েছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।

এর আগে এক ঘোষণায় কেনিয়াট্টা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, আদালত যেই রায় দেবেন তার প্রতিই সম্মান জানিয়ে তা মেনে নেবেন তিনি। কিন্তু রায়ের পর নাইরোবিতে আয়োজিত এক র‌্যালিতে নিজেই যুদ্ধংদেহি মনোভাবের প্রকাশ ঘটিয়ে ফেললেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ৬০ দিনের মধ্যে দেশটিতে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে।

রায়ে আদালত বলেন, গত ৮ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনে কেনিয়ার নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে অনিয়ম দেখা গেছে এবং এতে করে ভোটের ফল গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টাকে প্রায় ১৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে বিরোধীরা আদালতে যাওয়ার পর কেনিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দিলেন।

নির্বাচনের ফলাফলের কারণে ২০০৭ সালের মতোই বিতর্কিত নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন অনেকে। এবারের পরিস্থিতি অত বেশি ভয়াবহ না হলেও এখন পর্যন্ত কেনিয়া জুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাসির-সাব্বিরদের সঙ্গে উসমান খাজার ঈদ

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। দেখে কে বলবে, একদিন পর মাঠে তারাই হয়ে যাবেন প্রতিপক্ষ!

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

ক্রিকেটারদের ঈদ উদযাপন করার সুযোগ সামান্যই। ঈদের দিনও ভাবতে হচ্ছে ক্রিকেট নিয়ে। ৪ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন নিয়ে ভাবনা তাদের। দুপুর থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা দুই দলের ক্রিকেটারদের। বন্দরনগরীতে রাত থেকে ঝরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ইনডোরে অনুশীলন করবেন তারা।

২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। সেবার বাংলাদেশ সফরে এসেছিল সাউথ আফ্রিকা। সেই দলে মুসলিম ছিলেন তিনজন। তারা হলেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। এবার অজি দলে শুধু পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।

ক্রিকেটাররা শনিবার বিকেলে যখন চট্টগ্রামে পৌঁছান, স্বাগত জানায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে সারা রাত। স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেছে টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম খেলতে নামবে বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ চট্টগ্রাম আসবেন রাত সাড়ে ৮টার ফ্লাইটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডের বড় জয়, সাতে সাত জার্মানি

মালাটার বিপক্ষে ইংল্যান্ড ০-৪ গোলে জয় পাওয়ার দিনে শেষ সময়ের গোলে বিশ্বকাপের আরো কাছে চলে গেছে জার্মানি। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে খেলা সাতটি ম্যাচই জেতা জার্মানির পয়েন্ট ২১।

দলটি এদিন চেক রিপাবলিকানের বিপক্ষে ১-২ গোলে জয় পায়। চার মিনিটের মাথায় রিনারের গোলে এগিয়ে যাওয়ার পর ৭৮তম মিনিটে দারিদার গোলে সমতায় ফেরে রিপাবলিক। এরপর ৮৮ মিনিটের সময় হুমেলস গোল করে জার্মানদের উদ্ধার করেন।

অন্য ম্যাচে এফ ‘গ্রুপে’ হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়েছে মাল্টাকে। অন্য গোল দুটি বেরট্রান্ড এবং ওয়েলব্যাকের।

১৭ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা ইংল্যান্ডকে আগামী সোমবার হারালে শীর্ষে উঠবে স্লোভাকিয়া।

‘ই’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ড ৪-০ গোলে হেরে গেছে ডেনমার্কের কাছে। সাত ম্যাচে পোলিশদের পয়েন্ট ১৬। মন্টেনেগ্রো ও ডেনমার্কের পয়েন্ট ১৩।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদ জামাতে বন্যার্ত ও রোহিঙ্গাদের জন্য দোয়া কামনা

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের দোয়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষকে বিপদ থেকে উদ্ধারে আল্লাহর করুণা প্রার্থনা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে এই দোয়া চাওয়া হয়।

জাতীয় ঈদগাহ ময়দানের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও দশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় দেশের বন্যা কবলিত মানুষের জন্য এবং মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের হায়াত বৃদ্ধি চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা এবং মেয়র সাঈদ খোকনের বাবা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের জন্য দোয়া চাওয়া হয়।

আজ যারা পশু কোরবানি দেবেন তাঁদের কোরবানি গ্রহণ করতে এবং সকলের পাপ মোচনের জন্যও নামজ শেষে দোয়া চাওয়া হয়। বর্তমানে দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় প্রধান জামাত থেকে। সেইসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজত করতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়।

প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সকাল থেকেই ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। এজন্য তাঁদের কয়েকস্তরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা হত্যা থেকে মিয়ানমারকে সরে আসার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৪০০ শতাধিক রোহিঙ্গা হত্যার মতো মানবিক বিপর্যয়কর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব সেই অবস্থান থেকে সরে আসার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অ্যান্তোনিও গুতেরেজ এই ঘটনাকে এ বছরের সহিংসতার সবচেয়ে খারাপ নজির বলেও উল্লেখ করে ‘প্রবল চাহিদার মুখে’ রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যও বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

গতকাল শুক্রবার জাতিসংঘের কার্যালয়ের এক বিবৃতিতে মহাসচিব নিরাপত্তা বাহিনীকে অভিযান থেকে বিরত থাকার এবং এর ফলে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা এড়িয়ে চলার আহ্বান জানান। এর আগে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার পরিস্থিতি, সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনবিষয়ক রুদ্ধদ্বার বৈঠক করেন। যদিও এরপর আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এর দুদিনের মাথায় মহাসচিবের এই বিবৃতি আসল।

অ্যান্তোনিও গুতেরেজ বলেন, ‘মিয়ানমার সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব এলাকায় সাহায্য প্রয়োজন সেখানে সাহায্য প্রদানকারী সংস্থাকে যেতে দেওয়া।’
মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

জাতিসংঘের গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সহিংসতা শুরুর পর গত এক সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন ‘রোহিঙ্গা সন্ত্রাসী’, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন সাধারণ নাগরিক।

জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। জাতিগতভাবে নির্মূল করতে রোহিঙ্গা সম্প্রদায়ের গ্রামে আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়াসহ গণহত্যা ও গণধর্ষণ চালায় সেনাবাহিনীর সদস্যরা।

সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবর থেকে এক পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পালিয়ে আসাদের মধ্যে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে নদী ও সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০১২ সালের জুনেও রাখাইন রাজ্য সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হয়েছিল। তখন প্রায় ২০০ রোহিঙ্গা নিহত হন। ওই সময় দাঙ্গার কবলে পড়ে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest