সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

হজযাত্রীদের ভিসা দাখিলে ৩ দিন সময় বৃদ্ধি

ই-ভিসা ইস্যুর জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে তিনদিন সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস। ঢাকা হজ অফিসের অনুরোধে সাড়া দিয়ে আগামী সোমবার পর্যন্ত দাখিলকৃত পাসপোর্টে ই-ভিসা দেবে সৌদি দূতাবাস।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম শুক্রবার দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্যা ও বিভিন্ন সমস্যার কারণে যেসব এজেন্সি হজযাত্রীদের পাসপোর্ট জমা দিতে পারেনি তারা আবেদন জমা দিচ্ছে। এছাড়া রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আগের ১০ শতাংশের সঙ্গে আরও ৫ শতাংশ অর্থাৎ মোট ১৫ শতাংশ রিপ্লেসমেন্টের সুযোগ পাচ্ছেন।

তবে এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের সমালোচনা করে বলছে, শুরুতে মাত্র ৪ শতাংশ রিপ্লেসমেন্টের কথা বললেও শেষ দিকে এসে পর্যায়ক্রমে ৪ শতাংশ থেকে ৭ শতাংশ, এরপর ১০ শতাংশ এবং সর্বশেষ ১৫ শতাংশ করা হলো। আগেই ১৫ শতাংশের কথা বলা হলে রিপ্লেসমেন্টের যাত্রীরা অনেক আগেই হজে যেতে পারতেন।

ভিসাপাপ্ত হজযাত্রীদের সৌদি আরব পৌঁছাতে বিমানজনিত কোনো সমস্যা হবে কিনা, এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, সব হজযাত্রী সময়মতো পৌঁছাতে পারবেন বলে আশা করছেন তারা।

এদিকে, ১৭ আগস্ট পর্যন্ত হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৭৪ হাজার ১৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮১৫ জন হজযাত্রী রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্যাক্সিচালককে যৌন নির্যাতন করায় তরুণীর সাজা

গলায় ছুরি ঠেকিয়ে একজন ট্যাক্সিচালককে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীর চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে।

ব্রিটিশ অনলাইন মিররের প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ব্রিটানি কার্টার। আদালতে যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, তখন তিনি নিজের হাসি থামাতে পারছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৮ জানুয়ারি ফিন্ডলে এলাকার একটি হোটেল থেকে ভোরে বেরিয়ে ব্রিটানি কার্টার ও তাঁর বন্ধু ২০ বছর বয়সী কোরি জ্যাকসন ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সি চলার একপর্যায়ে কোরি চালকের গলায় ছুরি ঠেকিয়ে ধরে ট্যাক্সি থামাতে বলেন। ট্যাক্সি থামলে গলায় কোরির ছুরি ঠেকানো অবস্থায় চালকের সঙ্গে জোর করে শারীরিক সংসর্গ করেন ব্রিটানি। পরে তাঁরা দুজনে চালকের পকেট থেকে ৩২ ডলার লুট করে পালিয়ে যান। এ ঘটনার পর ট্রিনিটি এক্সপ্রেস ক্যাব সার্ভিসের ২৯ বছর বয়সী ওই চালক পুলিশের কাছে অভিযোগ করেন। গত এপ্রিলে ব্রিটানিকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রিটানি কার্টার দোষ স্বীকার করে বলেছেন, যৌন নির্যাতন করার আগে ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকানো হয়েছিল।

গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট রবার্ট রিং বলেন, ‘ব্রিটানি ওই ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকিয়ে যৌন নির্যাতন করেছেন। তবে কেন এমন করলেন, তা আমরা জানি না।’

প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সিচালকের যৌন নির্যাতনের মামলায় ব্রিটানির বন্ধু কোরি জ্যাকসনের দোষ প্রমাণিত হয়নি। তবে তাঁর বিরুদ্ধে এখনো অর্থ লুটের অভিযোগ রয়েছে। তিনি জামিনে আছেন। আগামী নভেম্বরে তাঁর বিচার শুরু হবে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ব্রিটানির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। ওই মামলায় তিনি জামিনে থাকা অবস্থায় নতুন এ ঘটনা ঘটিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ৭৭ হাজার পাউন্ড মুচলেকা দিয়ে কোরি জ্যাকসন জামিনে আছেন। ২০ নভেম্বর থেকে তাঁর বিচার শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুখে ঘা হওয়ার কারণ ও প্রতিকার

আমাদের মুখে অনেক সময়ই লাল ছোট ছোট গর্তের মত হয়ে যায়। সাধারণত মুখে ভেতরের অংশে বা জিহ্বায় ঘা হয় অথবা কারণে কেটে যায় তখন এ সমস্যা গুলো হয়। আবার শক্ত ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলেও এ সমস্যা দেখা দেয় অনেকেরই।

খুব গরম পানীয় পান করলে বা কিছু চিবাতে গিয়ে গালের ভেতরে কামড় লাগলেও এ ঘা হতে পারে। এতে করে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয় ঐ স্থানে। আস্তে আস্তে ব্যাথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রঙ ধারণ করে,পরে ৬-৭ দিনের মাঝেই সেরে যায়।

মুখের ঘা বিভিন্ন ধরনের হয়। যেমন: মাইনর এপটাস আলসার, মেজর এপটাস আলসার হারপেটিফরম এপটাস আলসার,মাইনর এপটাস আলসার ইত্যাদি।

আসুন জেনে নেই মুখে ঘা হওয়ার কারণসমূহ:

১। ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে। যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২ অথবা অন্য কোন ভিটামিন।

২। ঠাণ্ডা লাগলে মুখে ঘা হতে পারে।

৩। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হয়ে ও অনেক সময় এই ঘা হয়। জোরে জোরে দাঁত ব্রাশ করলেও এ ঘা হয়।

৪। ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান, মদ খেলেও মুখে ঘা হয়।

৫। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের এ ঘা হয়।

৬। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে অনেক বেশি দুশ্চিন্তা করলেও মুখে ঘা হতে পারে।

৭। বংশগত কারণেও মুখের ভিতর আলসার হয়।

৮। মুখে অ্যালার্জি থাকলে ও ঘা হতে পারে।

কিভাবে মুখের ঘা থেকে প্রতিকার সম্ভব:

১। রাস্তা-ঘাট কিংবা ঘরের বাইরের পানি না খাওয়া।

২। রাতে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমান।

৩। ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া।

৪। নরম ব্রাশ ব্যবহার করা যাতে চাপ বা ঘষা না লাগে।

৫। সাধারণত ৭ দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়। আর যদি তা না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া। মাউথ ওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে। এটিও ব্যবহার করা যেতে পারে।

৬। ঘরে বসে গরম পানিতে লবন অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন। তাছাড়া ১ চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন। ঘা এর উপর পিয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে। ভিটামিন ই ক্যাপসুল ঘা এর উপর ভেঙ্গে দিন। অথবা টি ব্যাগ ঘা এর উপর রেখে দিন। এতেও দ্রুত নিরাময় হয় ঘা।

৭। মিল্ক অফ মেগ্নেসিয়া ঘা এর উপর দিলে অনেক ভালো হয়। এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে।

৮। প্রতিদিন টক দই খান।

৯। মসলা যুক্ত খাবার পরিহার করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাকাশে আইসক্রিম পাঠালো নাসা!

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নাসার গবেষণার স্বার্থে বিভিন্ন সময়েই প্রয়োজন বিভিন্ন যন্ত্রপাতির। মহাকাশযানে করে প্রযোজনীয় সেসব যন্ত্রপাতি পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট গন্তব্যে।

এবার প্রায় তিন হাজার কোটি গবেষণা সামগ্রীর সঙ্গে কার্গোতে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কুরিয়ার করা হল আইসক্রিমও।

জানা গেছে, সোমবার ড্রাগন মহাকাশযানে করে পাঠানো হয় এই আইসক্রিম। ফ্রিজারে করে পাঠানো হয়েছে চকলেট, ভ্যানিলার গন্ধযুক্ত ছোট ছোট কাপ আইসক্রিম। বুধবার সকালে মহাকাশযান পৌঁছায় এই আইসক্রিম। নিঃসন্দেহে যা বড় চমক ছিল মহাকাশচারীদের কাছে।

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে আবার পৃথিবীতে ফিরবে ড্রাগন। তখনই আবার ফিরিয়ে আনা হবে ফ্রিজারগুলি। এমনটাই জানানো হয়েছে নাসার তরফ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক ও চোরাচালান শূন্যের কোঠায় নামানোর চ্যালেঞ্জ নিতে হবে -কলারোয়ায় ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম

কামরুল হাসান : বর্ডার গার্ড ব্যাটালিয়নের যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি বলেছেন, মাদক ও চোরাচালান শূূন্যের কোটায় নামিয়ে আনাটাই একটা বড় চ্যালেঞ্জ। এটি নিয়ন্ত্রণ কিটুটা করা গেলেও শূন্যে নামানো যাচ্ছে না। আর সফলতা বলতেই এটিকে শূন্যে নামিয়ে আনা। তিনি আরও বলেন, অবৈধ পারাপার ও নারী-শিশু পাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ভারত থেকে গরু আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে গরু আসতে পারে, তবে কোনো রাখাল ভারতীয় ভূখন্ডে প্রবেশ করবে না। স্থানীয় জনতার এক প্রশ্নের জবাবে রিজিওনাল কমান্ডার বলেন, বিজিবি কাউকে অহেতুক হয়রানি করবে না। তিনি মাদক ও চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা কামনা করে বলেন, এ বিষয়ে পুরোপুরি সফলতা না আসা পর্যন্ত সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার সোনাবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৮, বিজিবি আয়োজিত স্থানীয় জনতা ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এফডব্লিউসি, পিএসসি, সাতক্ষীরা ৩৮, বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলি। সভায় বক্তব্য দেন ও অংশগ্রহণ করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সোনাবড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেরা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, জুলফিকার আলি, ফারুক হোসেন, ইউপি সদস্য লিয়াকত আলি, হাসানুজ্জামান, ডা: রেজাউল করিম রেজা, মাদরা বিওপির সুবেদার ফিরোজসহ বিভিন্ন বিওপি’র সুবেদার ও নায়েব সুবেদারবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কামরুল হাসান : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহা. ছারোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মাহবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বিহার ও আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এরই মধ্যে প্রায় এক কোটি ছাড়িয়েছে। দুই রাজ্যে বন্যার ফলে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১৪৭ জনে পৌঁছে গেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ দুই রাজ্যে ভয়াবহ বন্যার ফলে রেল ও সড়ক পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। উত্তর-পূর্ব এবং উত্তর সীমান্ত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বন্যায় সবচেয়ে বেহাল বিহার রাজ্য। এ রাজ্যে বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের। বিহারের ১৫টি জেলায় ৯৩ লাখ মানুষ বন্যার পানিতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গতদের জন্য হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে। গ্রামগঞ্জে পঞ্চায়েতের মাধ্যমে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিহারজুড়ে এরই মধ্যে প্রায় ৫০৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যার কারণে বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজের পরীক্ষাও। বন্যার পানিতে বিহারের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কসহ প্রায় ১২৪টি রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলার ভেলা তৈরি করে বন্যাদুর্গত মানুষ যাতায়াত করছেন। বিহারের ঘাঘরা নদীর পানির স্তর বিপৎসীমার এক মিটার ওপর দিয়ে বইছে। বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করতে দিন-রাত কাজ করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গত বুধবার পারাপারের সময় পানির স্রোতে বিহারের আরারিয়ায় সেতু ভেঙে একই পরিবারের দুজন ভেসে গেছেন। গত বৃহস্পতিবার বিহারে নতুন করে বানভাসি হয়েছে সহর্স জেলা। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিহার প্রশাসন এরই মধ্যে বিহারের সব হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, জলাতঙ্কের ইনজেকশন এবং সাপের কামড়ের ওষুধ মজুদ রাখার নির্দেশ জারি করেছে।

অন্যদিকে, ভারতের আসাম রাজ্যেও বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আসামের ২৪টি জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩১ লাখ মানুষ। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৪৯ জন। মারা গেছে বহু গবাদি পশু ও বন্যপ্রাণীও।

আসামের ধুবরি জেলাতেই প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি মোরিগাঁও জেলাতেও বানভাসি হয়েছেন পাঁচ লাখ মানুষ। আসামজুড়ে ৬০২টি ত্রাণশিবির খোলা হয়েছে। আসামের ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, জিয়া ভারলি, কোপিলি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুড়ি বছর পর টাইটানিক এর ‘জ্যাক ও রোজ’

তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়েই তাঁদের বন্ধুত্ব শুরু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ আর জ্যাকের প্রেমের রসায়নটা ছিল চমৎকার। ঐতিহাসিক ওই ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন।

২০ বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স। আর কেট ও ক্যাপ্রিওর সম্পর্ক? এখনো দুর্দান্ত।

ডেইলি মেইল জানিয়েছে, কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লিওনার্দোর পরিবেশভিত্তিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট।

হিন্দুস্তান টাইমসের খবরে আরো জানা যায়, ফ্রান্সের সেইন্ট ট্রপেজে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়।

দীর্ঘ কয়েক বছর পর লিওনার্দো ডি ক্যাপ্রিও (৪২) এবং কেট উইন্সলেটকে (৪১) আবার ২০০৮ সালে ‘রেভুশনারি রোড’ ছবিতে একসঙ্গে দেখা যায়।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যানসারে আক্রান্ত মানুষদের জন্য কাজ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest